একজন মহিলা ও লোকের ট্যাক্সিওয়ালাকে ডাকার দৃশ্য অঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটা আর্ট শেয়ার করে নেবো। সপ্তাহখানিক বাদে আবার একটি নতুন আর্ট নিয়ে হাজির হয়েছি। আজকের আর্টটি একটু ভিন্ন ধরণের করেছি অর্থাৎ মনের চিন্তাধারায় উৎপন্ন নিজের মতো একটা চিত্র। আজকে যে চিত্রটি অঙ্কন করেছি সেটি হলো একজন মহিলা আর একজন লোক একসাথে এক জায়গায় দাঁড়িয়ে একটা ট্যাক্সিওয়ালাকে ডাকছে। এই অঙ্কনটা করার সময় আমি কিন্তু প্রথমে ভেবে করিনি যে দৃশ্যটা এইরকমভাবে ফুটে উঠবে। এখানে আসলে একটা স্টেপ অঙ্কন করার পর আরেকটি স্টেপগুলো এমনিই মনে চলে আসলো ব্যাস সেই অনুসারে দৃশ্যটা ফুটিয়ে তুলেছি যতদূর সম্ভব। মোটামুটি আমাদের বাস্তব জীবনের সাথে তাল মিলিয়ে সেইরকম একটা দৃশ্য আনার চেষ্টা করেছিলাম। আশা করি আজকের অঙ্কনটা আপনাদের কাছে ভালো লাগবে।


✠উপকরণ:✠

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
পেন
কালার পেন্সিল
রাবার

✎এখন অঙ্কনের ধাপগুলো নিচের দিকে তুলে ধরবো--

❖প্রথম ধাপে একজন মহিলা আর একজন লোকের চিত্র সম্পূর্ণভাবে অঙ্কন করে নিয়েছিলাম অর্থাৎ তারা দুইজন একসাথে দাঁড়িয়ে আছে এমনটা দৃশ্য।

❖দ্বিতীয় ধাপে একটা ট্যাক্সিকে পুরোপুরিভাবে অঙ্কন করে নিয়েছিলাম। আমাদের ভারতবর্ষের ট্যাক্সিগুলো যেমনটা হয় সেইরকমটা।

❖তৃতীয় ধাপে রাস্তার পাশ দিয়ে ছোট, বড়ো বিল্ডিং ভালোভাবে অঙ্কন করে সম্পূর্ণ করে নিয়েছিলাম।

❖চতুর্থ ধাপে পেন্সিল দিয়ে অঙ্কন করা সমস্ত বিষয়গুলোকে পেনের কালী দিয়ে আরো ভালোভাবে দৃশ্যটা ফুটিয়ে তুলেছিলাম।

❖পঞ্চম ধাপে রাস্তার পাশে অঙ্কিত একটি বিল্ডিংএ সম্পূর্ণ কালার করে দিয়েছিলাম। এরপর আকাশের দৃশ্য তুলে ধরেছিলাম কালার দিয়ে।

❖ষষ্ঠ ধাপে রাস্তার পাশে বাদবাকি তৈরি করা বিল্ডিংগুলোতে সম্পূর্ণ কালার করে দিয়েছিলাম।

❖সপ্তম ধাপে ট্যাক্সির বডিগুলোতে কালার করে দিয়েছিলাম।

❖অষ্টম ধাপে ট্যাক্সির সামনের কাঁচ এবং চাকাগুলোতে কালার করে দিয়েছিলাম।

❖নবম ধাপে একজন মহিলার ছবিতে মুখমন্ডল সহ হাত, পা এবং পোশাকে কালার দিয়ে দিয়েছিলাম।

❖দশম ধাপে মাথায় চুলে কালার দিয়ে দিয়েছিলাম এবং পাশে দাঁড়িয়ে থাকা একটা লোককে সম্পূর্ণ কালার করে দিয়েছিলাম।

❖একাদশ ধাপে কালার দিয়ে রোডে পিচ ঢালাই এর মতো দৃশ্য ফুটিয়ে তুলেছিলাম। এরপর কিছু উড়ন্ত পাখির চিত্র তুলে ধরেছিলাম এবং এখানেই অঙ্কনটার ইতি টেনেছিলাম।

আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

এই অঙ্কনটা করার সময় আমি কিন্তু প্রথমে ভেবে করিনি যে দৃশ্যটা এইরকমভাবে ফুটে উঠবে।

দাদা আপনি একজন সৃষ্টিশীল মানুষ। তাইতো নিজের কল্পনা থেকে দারুন একটি চিত্র অঙ্কন করেছেন। হয়তো মনের অজান্তেই মনের কল্পনাগুলো অঙ্কনের মাঝে ফুটে উঠেছে। সত্যি দাদা আপনার অঙ্কনের দক্ষতা আমাকে মুগ্ধ করেছে। মনে হচ্ছে যেন কোন শহরের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। একেবারে বাস্তবিক চিত্রের মতই লাগছে। সত্যি দাদা অসাধারণ অঙ্কন করেন আপনি। আপনার অঙ্কনের নিপুনতা ও দক্ষতা সবাইকে মুগ্ধ করে। ধন্যবাদ দাদা এই সুন্দর একটি চিত্র অঙ্কন করে শেয়ার করার জন্য।

 2 years ago 

একজন মহিলা ও লোকের ট্যাক্সিওয়ালাকে ডাকার দৃশ্য অঙ্কন খুবই সুন্দর হয়েছে, দেখে মুগ্ধ হয়ে গেলাম। সত্যি দাদা আপনি একদম হুবহু অরজিনাল চিত্র অঙ্কন করেছেন। আসলে এরকম দৃশ্য আমরা প্রায়ই দেখতে পায়। তবে আজকে আপনি একদম অন্যরকম একটি চিত্র অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করলেন। এটি বাস্তব চিত্র। আমরা মাঝেমধ্যেই এই দৃশ্যগুলো দেখতে পাই। যাই হোক দাদা, আপনি খুবই সুন্দর ভাবে আজকে অঙ্কন করে আমাদের সাথে শেয়ার করলেন। কালারগুলো করেছেন খুবই সুন্দর এবং পাখির উড়ে যাওয়ার দৃশ্য আমার খুবই ভালো লেগেছে। সব মিলিয়ে চিত্রটি একদম মনের মত হয়েছে। খুবই ভালো লাগলো, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

খুব পরিষ্কার পরিচ্ছন্ন কাজ। ছবির সৌন্দর্য ওখানেই টেনেছে। খুব ভালো দাদা।

 2 years ago 

অনেকদিন পর ভিন্ন ধরনের চিত্র অংকন দেখতে পেলাম। সত্যিই অনেক সুন্দর হয়েছে যেমন শহরের দৃশ্য রাস্তার উপর ট্যাক্সি দুজন লোক দাঁড়িয়ে থাকার দৃশ্য সত্যিই আপনার এই চিত্র মনকে আকর্ষণ করে। অনেক সুন্দর হয়েছে দাদা।

 2 years ago 

ওয়াও দাদা অসাধারণ আপনি খুব চমৎকার দৃশ্য একেছেন ৷একজন মহিলা ও লোকের ট্যাক্সিওয়ালাকে ডাকার দৃশ্য টি অসাধারণ ছিল ৷দেখে ভালো লাগলো দাদা ৷
একদম দেখতে রিয়েলটির মতো

 2 years ago 

ক্রিয়েটিভ মানুষদের বৈশিষ্ট্যই এটি। তাদের কল্পনা থেকে কোন নতুন জিনিস সৃষ্টি হবে এটি তারাও আগে থেকে জানে না।চিত্র টি অনেক অনেক অনেক সুন্দর হয়েছে।ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 
  • যার ভিতরে সৃজনশীলতা বিদ্যমান সেই পারে নতুন নতুন জিনিস উদ্ভব করতে। আসলে কোন কিছু সৃষ্টিশীলতা এমন একটি বিষয় যা সবার বুদ্ধি বিবেচনায়ও হুট করে আসে না। আর দাদা আমি আপনাকে তেমনই একজন মানুষ হিসেবে দেখছি যার মাধ্যমে আমি নতুন জিনিস যেন নতুনভাবে শিখছি। এত সুন্দর একটি চিত্র আমার মাথায় কখনো আসেনি। আমি নিজেকে এই মেয়েটির জায়গায় স্থাপন করে কল্পনা করছি যে আমি একটি শহরের রাস্তার পাশে দাঁড়িয়ে একটি ট্যাক্সি ডাকছি। এ যেন সত্যিকারের একটি ব্যস্ত শহরের চিত্রাংকন। আসলেই দাদা আপনার চিত্র অনুসারে আমার এই তুচ্ছ প্রশংসা কিছুই নয় তবুও বলবো জাস্ট অসাধারণ।👍👍
 2 years ago 

মোটামুটি আমাদের বাস্তব জীবনের সাথে তাল মিলিয়ে সেইরকম একটা দৃশ্য আনার চেষ্টা করেছিলাম।

মাঝে মাঝে ইচ্ছে করে আপনার হাত দুটো ছুঁয়ে দেখতে। আপনার হাতে জাদু আছে দাদা। আপনার তৈরি করা রেসিপি গুলো যেমন লোভনীয় হয় তেমনি আপনি দারুন অংকন করেন। দাদা আপনার অংকন গুলো এতটাই সুন্দর হয় যে শুধু তাকিয়ে থাকতেই ইচ্ছে করে। একেবারে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকি বেশ কিছুক্ষণ। বাস্তব জীবনের সাথে মিল রেখে এই দৃশ্যটি অংকন করেছেন দেখে অনেক ভালো লাগলো দাদা। দারুন একটি অংকন চিত্র আমাদের মাঝে উপস্থাপন করেছেন এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো দাদা। ♥️♥️♥️

 2 years ago 

দাদা আপনার আজকের আর্টটি আমার সঙ্গে একদম মিলে গিয়েছে। আজকে বাইরে গিয়ে ফেরার সময় বেশ কিছুক্ষণ ট্যাক্সির জন্য এভাবে দাঁড়িয়ে ছিলাম। প্রচন্ড রকম গরম ছিল খুবই খারাপ অবস্থা এখন এসে। ছবিটি দেখে সে ভয়াবহ গরমের কথা আবারও মনে পড়ে গেল। রাস্তায় দাঁড়িয়ে ট্যাক্সির জন্য অপেক্ষা করা খুবই কষ্টকর। আপনার আর্টের অপেক্ষা করছিলাম গতকালকেই। দেখলাম যে বেশ কয়েকদিন হল আপনি আর্ট শেয়ার করেন না। আজকেই আর্টটি পেয়ে গেলাম। আপনার আর্টগুলো আমার কাছে খুবই ভালো লাগে। একেবারে বাস্তব মনে হয় প্রতিটি আর্ট।

 2 years ago 

আমার খুবই ভালো লাগলো আপনি এত সুন্দর দৃশ্য অঙ্কন করতে পারেন দেখে। প্রথমে মানুষের দৃশ্য এরপরে গাড়িটির দৃশ্য তারপর নগরের দৃশ্য সুন্দর ভাবে ধাপে ধাপে প্রস্তুত করে আমাদের মাঝে শেয়ার করেছেন। খুবই ভালো লাগলো এভাবে ছবি অংকন করতে দেখে। ধন্যবাদ দাদা এমন সুন্দর দৃশ্য আমাদের মাঝে শেয়ার করার জন্য।