ফলাফল প্রকাশ: "আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৫৯ || শেয়ার করো "ক্লে" দিয়ে বর্ষাকালীন প্রাকৃতিক দৃশ্য
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
আজকে আপনাদের সাথে প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করে নেবো। আর সেটা কি বিষয়ের প্রতিযোগিতা, সেটা নিশ্চই সবাই টাইটেল দেখে বুঝে গিয়েছেন। এমনিতেও গতকাল হ্যাংআউট এর মাধ্যমে ফলাফল সবাইকে জানানো হয়েছে আর সবাই যার যার অবস্থান জেনে গিয়েছেন। আসলে এইবারের প্রতিযোগিতাটা বর্তমান সময়ের পরিস্থিতির উপর নির্ভর করে দেওয়া হয়েছিল অর্থাৎ এখন যেহেতু বর্ষাকাল চলছে, তাই তাকে ঘিরেই এই ডাই প্রতিযোগিতাটা দেওয়া হয়েছিল। তবে এটা ক্লে দিয়ে আমরা দিয়েছিলাম, কারণ বিষয়গুলো বিভিন্ন কালারের ক্লে দিয়ে ফুটিয়ে তোলা যায়, তাহলে দেখতে দারুন লাগে যেকোনো বিষয়। প্রাকৃতিক দৃশ্যগুলো অসাধারণ ফুটে ওঠে।
এখন তো বর্তমানে সময়ের ফেরে ক্লে উঠেছে, ফলে বিষয়গুলো আরো সহজ হয়ে গিয়েছে। তবে আগে এইসব কাজ কিন্তু মাটি দিয়েই করা হতো, এক কোথায় মৃৎশিল্পের কাজের মতো। মাটি দিয়েও আমরা একসময় বিভিন্ন ধরণের জিনিস তৈরি করেছি, এটাও বিষয়টা একদম সেম। তবে যাইহোক, এই প্রতিযোগিতায় মোটামুটি যারা যারা অংশগ্রহণ করেছিলেন, তারা সবাই ভালো করার চেষ্টা করেছেন। যাইহোক, আমরা মোটামুটি বেশ ভালো ভালো কিছু প্রাকৃতিক দৃশ্য দেখতে পেরেছে এই ক্লের মাধ্যমে। যারা জয়ী হয়েছেন তাদের অভিনন্দন এবং যারা হতে পারেননি বা সময়ের ফেরে করে উঠতে পারেননি, তারা নিরাশ হবেন না, পরবর্তী প্রতিযোগিতায় অংশগ্রহন করার চেষ্টা করবেন।
:এখন ফলাফলগুলো এক নজরে দেখে নেওয়া যাক এবং সাথে পুরস্কার সহ:
বিশেষ পুরস্কারে উত্তীর্ণ হয়েছেন যিনি--
sl no | user id | link | prize |
---|---|---|---|
01 | @monira999 | প্রতিযোগিতা-সুপারি পাতার প্লেটে ক্লে দিয়ে বর্ষাকালের প্রতিচ্ছবি | 15 steem |
প্রথম অবস্থানে উত্তীর্ণ হয়েছেন যিনি--
sl no | user id | link | prize |
---|---|---|---|
01 | @tasonya | "আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৫৯ "ক্লে" দিয়ে বর্ষাকালীন পাহাড়ি এলাকার প্রাকৃতিক দৃশ্য তৈরি | 35 steem |
দ্বিতীয় স্থানে উত্তীর্ণ হয়েছেন যিনি--
sl no | user id | link | prize |
---|---|---|---|
01 | @bdwomen | "আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৫৯ "ক্লে" দিয়ে গ্রামের বর্ষাকালীন প্রাকৃতিক দৃশ্য। | 25 steem |
তৃতীয় স্থানে উত্তীর্ণ হয়েছেন যিনি--
sl no | user id | link | prize |
---|---|---|---|
01 | @narocky71 | "আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৫৯ "ক্লে" দিয়ে বর্ষাকালীন প্রাকৃতিক দুর্যোগ এর দৃশ্য। | 20 steem |
চতুর্থ স্থানে উত্তীর্ণ হয়েছেন যিনি--
sl no | user id | link | prize |
---|---|---|---|
01 | @shapladatta | আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-৫৯ শেয়ার করো "ক্লে"দিয়ে বর্ষাকালীন প্রাকৃতিক দৃশ্য। | 14 steem |
পঞ্চম স্থানে উত্তীর্ণ হয়েছেন যিনি--
sl no | user id | link | prize |
---|---|---|---|
01 | @isratmim | "আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৫৯ "ক্লে" দিয়ে বর্ষাকালীন প্রাকৃতিক দৃশ্য তৈরি | 12 steem |
ষষ্ঠ স্থানে উত্তীর্ণ হয়েছেন যিনি---
sl no | user id | link | prize |
---|---|---|---|
01 | @bristy1 | ক্লে দিয়ে তৈরি বর্ষাকালের প্রাকৃতিক সৌন্দর্যের একটি মনোমুগ্ধকর দৃশ্য। | 10 steem |
সপ্তম স্থানে উত্তীর্ণ হয়েছেন যিনি---
sl no | user id | link | prize |
---|---|---|---|
01 | @mohinahmed | "আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৫৯ ক্লে দিয়ে বর্ষাকালীন প্রাকৃতিক দৃশ্যের ডাই প্রজেক্ট তৈরি | 9 steem |
শুভেচ্ছান্তে, @winkles
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
এবারের প্রতিযোগিতা অনেক ইউনিক ছিল। সবাই খুব সুন্দর সুন্দর ডাইপ্রজেক্ট করেছে। যারটা বেশি ইউনিক হয়েছে তাকেই প্রথম করা হয়েছে প্রতিযোগিতায়। এই প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করেছিলাম সত্যিই একটি নতুন ধারণা হয়েছে। যারা বিজয়ী হয়েছেন তাদেরকে অনেক অভিনন্দন। ধন্যবাদ দারুন একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
যতটুকু দেখার সুযোগ হয়েছে এবারের প্রতিযোগিতার পোস্ট গুলো, আমার কাছে প্রতিটি পোস্টটি বেশ দারুন লেগেছে। মনে হয়েছে যেন প্রতিটি পোস্ট একেবারে সত্যিকারের বর্ষার প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে। আর ফলাফল প্রকাশের ক্ষেত্রেও ভালো ভালো পোস্ট গুলোই মূল্যায়ণ পেয়েছে। ধন্যবাদ এত সুন্দর করে প্রতিবেদন টি প্রকাশ করার জন্য।
সত্যি বলতে এবারের প্রতিযোগিতায় সবাই বেশ ভালো কাজ করেছে। আমার কাছেও কিন্তু সবার পোস্টগুলো অনেক ভালো লাগলো। সবচেয়ে বেশি ভালো লাগলো বিজয়ীদের মধ্যে নিজের নামটাও দেখতে পেরে। যাই হোক পরবর্তী প্রতিযোগিতার অপেক্ষায় রইলাম। আর যারা যারা বিজয় হয়েছেন তাদের জন্য অভিনন্দন।
সব সময় চেষ্টা করি নিজের বেস্ট টুকু দিয়ে প্রতিযোগিতায় জয়েন করতে। তবে এবারের প্রতিযোগিতায় সত্যিই অন্যরকম একটা নতুন অভিজ্ঞতা হয়েছে। সবাই বেশ সুন্দর সুন্দর প্রজেক্ট গুলো নিয়ে উপস্থিত হয়েছিল। তবে সবার মাঝে বিজয়ী হিসেবে নিজেকে দেখতে পেয়ে ভীষণ ভালো লেগেছে। আমাদের সবাইকে পুরস্কৃত করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যারা যারা এবারের প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন তাদের সবাইকে জানাই অনেক অভিনন্দন।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করা সকল বিজয়ীদের কে অভিনন্দন। আসলে যারা ভালো করছে তারাই বিজয়ীদের তালিকা নিজের নাম টি রাখতে পেরেছি। একটু ব্যস্ততার কারণে আমি এই প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করতে পারিনি। তবে, সামনের প্রতিযোগিতা গুলোর মধ্যে অংশগ্রহণ করার চেষ্টা করবো।
এবারকার প্রতিযোগিতাটা আসলেই অনেক ভাল ছিল ।অনেক সুন্দর সুন্দর প্রজেক্ট দেখার সুযোগ হয়েছে ।সবারটাই অনেক সুন্দর হয়েছিল তার ভেতরে যারটা বেশি ভালো হয়েছে তাকেই প্রথম স্থান দেওয়া হয়েছে দেখে ভালই লাগলো । আর যারা বিজয়ী হয়েছে তাদের সবার জন্য অনেক শুভকামনা রইল ।
এই প্রতিযোগিতায় বিজয়ী হতে পেরে খুবই ভালো লেগেছে। আমাকে বিজয়ী করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেও খুবই ভালো লেগেছে। সকল বিজয়ীদেরকে অভিনন্দন জানাচ্ছি।
অসংখ্য ধন্যবাদ জানাই যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন এবং ভালো ফলাফল করেছেন। এমন সুন্দর একটি প্রতিযোগিতা দেখে খুবই ভালো লাগছিল। তবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা আমার খুব ইচ্ছে ছিলো। কারণ শারীরিক অসুস্থতার কারণে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারলাম না। তবে সবার এত সুন্দর সুন্দর ডাই প্রজেক্ট দেখতে পেয়েও বেশ ভালো লাগছিল। আজকে প্রতিযোগিতার ফলাফল দেখে আরো অনেক বেশি আনন্দিত হলাম।
অভিনন্দন সকল বিজয়ীদের, দারুণ সৃজনশীলতা নিয়ে অংশগ্রহণ করেছিলেন সবাই এবারের প্রতিযোগিতায়।