প্রাকৃতিক দৃশ্যের চিত্রাঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
আজকে আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করে নেবো। এই আর্ট পোস্টটি করেছিলাম একটা প্রাকৃতিক বিষয়কে ভেবে। ভাবছিলাম যে, প্রাকৃতিক ভাবে কিছু একটা তৈরী করবো। আর প্রকৃতির কথা ভাবলে গ্রামের কথাই মনে আসবে সর্বপ্রথম। গ্রাম ছাড়া প্রকৃতির মূল সৌন্দর্য কল্পনা করা যায় না। এখানে আমি মূলত একটা গ্রামের বিষয়কেই কেন্দ্র করে আর্ট এর মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলাম।
এখানে একটা তাল গাছের দৃশ্য ফুটিয়ে তুলেছিলাম এবং এখানে বিষয়টাকে একটু কবিতার ছন্দ এর সাথে মিল রেখে করেছিলাম অর্থাৎ এখানে বাবুই পাখির বাসার একটা দৃশ্য তুলে ধরেছিলাম। এরপর মাঝখান দিয়ে একটা প্রবাহমান নদীর দৃশ্য তুলে ধরেছিলাম, যেখানে দৃশ্যে আছে একটা মাঝি। এরপর গ্রামের বাকি যেসব ঘর-বাড়ির বিষয় থাকে, সেগুলো ফুটিয়ে তুলেছিলাম দৃশ্যের মাঝে। যাইহোক, এখন অঙ্কন এর মূল বিষয়ের দিকে চলে যাব।
🌾উপকরণ:🌾
| আর্ট পেপার |
|---|
| বোর্ড |
| স্কেচ পেন্সিল |
| কালার পেন |
| মোম রং |
| রাবার |
✔এখন অঙ্কন এর ধাপগুলো নিচের দিকে তুলে ধরা হলো---

⏩️প্রথম ধাপে- উপরে যেমনটা বর্ননা করেছি এই প্রাকৃতিক দৃশ্যের, সেইরকম স্কেচ পেন্সিল দিয়ে পুরোপুরি অঙ্কন করে নিয়েছিলাম।

⏩️দ্বিতীয় ধাপে- কালো কালার পেন দিয়ে সম্পূর্ণ অঙ্কনটিকে ভালোভাবে ফুটিয়ে তুলেছিলাম।

⏩️তৃতীয় ধাপে- মোম রং দিয়ে আকাশের দৃশ্য ফুটিয়ে তুলেছিলাম। এরপর পাহাড়ের দৃশ্যে এবং তাল গাছের পাতায় কালার দিয়ে দিয়েছিলাম।

⏩️চতুর্থ ধাপে- বাদবাকি অর্থাৎ মোম রং দিয়ে নদীর দৃশ্য এবং মাঝি সহ নৌকাতে কালার করে দিয়েছিলাম। এরপর বাড়ির দৃশ্যে কালার দিয়ে বাদবাকি আরো কিছুতে কালার দিয়ে বিষয়টাকে ফুটিয়ে তুলেছিলাম।
আর্ট বাই, @winkles
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |





