ডোনাল্ড ডাক কার্টুন চরিত্রের চিত্রাঙ্কন।। অরিজিনাল আর্টওয়ার্ক
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
আজকে আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করে নেবো। এই আর্ট পোস্টটি করেছিলাম একটি কার্টুন এর। এই কার্টুন চরিত্রটা আপনারাও অনেকে দেখেছেন টিভি তে। এটা অনেক পুরোনো একটি কার্টুন চরিত্র, যা অনেক বছর আগে টিভির পর্দায় প্রকাশিত হয়েছিল। এই কার্টুন এর নাম হলো "ডোনাল্ড ডাক"। যার চরিত্র একটি হাঁসের ন্যায়। এই কার্টুন চরিত্রটা টিভির পর্দায় অনেক জনপ্রিয়তা অর্জন করেছে। মিকি মাউস যেমন টিভির পর্দায় অনেক জনপ্রিয়তা অর্জন করেছে, সাথে এটিও। বর্তমানে এই কার্টুন চরিত্র এখন কমিক, অ্যানিমেশন, ভিডিও গেম সহ বিভিন্ন জায়গায় দেখা যায়।
আর এখন দেখা যায় যে, যা কিছুই বের হোক না কেনো, সবকিছুই ভিডিও গেমের মাধ্যমেও জনপ্রিয়তা বাড়ছে। তো যাইহোক, আমি এই ডোনাল্ড ডাক কার্টুন দেখছিলাম, তো সেখান থেকে ভাবলাম তার চরিত্রের একটা বিষয় অঙ্কন এর মাধ্যমে ফুটিয়ে তোলা যাক। দেখতে যেমন ডিজাইন এর মাধ্যমে আছে, কালারটাও সেইরকম ডিজাইন এর মাধ্যমে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি এই অঙ্কনটা আপনাদের কাছে ভালো লাগবে। এখন অঙ্কন এর মূল বিষয়ের দিকে চলে যাবো।
![]() |
|---|
☀উপকরণ:☀
| আর্ট পেপার |
|---|
| বোর্ড |
| স্কেচ পেন্সিল |
| মার্কার পেন |
| কালার পেন |
| রাবার |
✎এখন অঙ্কন এর ধাপগুলো তুলে ধরা হলো---
![]() |
|---|
➤প্রথম ধাপে- ডোনাল্ড ডাক কার্টুন চরিত্রের মতো দেখতে হুবহু এঁকে নিয়েছিলাম পুরোটাই। এরপর যেসব ডিজাইন ছিল, পরপর এঁকে দিয়েছিলাম।
![]() |
|---|
➤দ্বিতীয় ধাপে- স্কেচ পেন্সিল দিয়ে সম্পূর্ণ এঁকে নেওয়ার পরে তাতে মার্কার পেন এর কালী দিয়ে আরো দৃশ্যমান করে তুলেছিলাম।
![]() |
|---|
➤তৃতীয় ধাপে- ডোনাল্ড ডাক এর মাথা, মুখ এর দিকে কালার করার পরে তার পরনে পোশাকের অংশে কালার করে দিয়েছিলাম।
![]() |
|---|
➤চতুর্থ ধাপে- বাকি থাকা অংশগুলোতে কালার দিয়ে অঙ্কনটিকে সম্পন্ন করেছিলাম এবং এখানেই সমাপ্ত করেছিলাম।
আর্ট বাই, @winkles
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |










Upvoted! Thank you for supporting witness @jswit.
ডোনাল্ড ডাক কার্টুন চরিত্রের চিত্রাঙ্কনটি দারুন এঁকেছেন দাদা আপনি বরাবরই খুব সুন্দর আর্ট করেন।আপনার আর্টের হাত ভীষণ ভালো।কালার করেছেন আরো বেশী ভালো লাগলো।চমৎকার চমৎকার আর্ট গুলো আমাদের মাঝে ভাগ করে নেয়ার জন্য অনেক ধন্যবাদ জানাই।
খুবই পরিচিত একটা কার্টুন ক্যারেক্টার ডোনাল্ড ডাক। বেশ দারুণ লাগছে দেখে। আর্ট টা বেশ সুন্দর করেছেন দাদা। এককথায় অসাধারণ। সবমিলিয়ে চমৎকার ছিল আপনার আর্ট টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।