শারদীয়া দুর্গাপুজো ২০২৫ ( পর্ব ৯ )

in আমার বাংলা ব্লগlast month
হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

20250929_230059.jpg
Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

আজকে আপনাদের সাথে দূর্গা পুজোর কিছু আলোকচিত্র শেয়ার করে নেবো। তো এরপরে আমরা চলে গিয়েছিলাম 'সমাজ সেবী সংঘ' নামের একটি ক্লাবের পুজো দেখতে। মূলত এইসব স্থানের পুজোর লিস্টে কিন্তু ছিল না। কিন্তু আসলে কলকাতার পুজোতে কোনো বড়ো পুজো দেখতে গেলে আর সেই পথে যে কত রকমের প্যান্ডেল পড়ে যায়, সেটা গোনার বাইরে। তাও এই ক্লাবের পুজোটা আমার মতে যথেষ্ট ভালো ছিল। এখানে যেন একটা ইতিহাসকে ফুটিয়ে তুলেছে তারা। তাদের এই বছরের থিম ছিল-১৯৪৬ এর পথের পাঁচালি। ১৯৪৬ সালের সেই অস্থিরতার চিত্র এখানে তুলে ধরেছিলো। ১৯৪৬ সাল ছিল কলকাতার ইতিহাসের সবথেকে কালো অধ্যায়। রাজনৈতিক অস্থিরতা, দাঙ্গা যেন কলকাতাকে একদিক থেকে গ্রাস করে নিয়েছিল।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

এখানে প্রতিটা দৃশ্যের মাঝে শিল্প ব্যাতিত ইতিহাস, সাহিত্য সামাজিক বাস্তবতার অনুভবকে একই সুতোয় গেঁথে যেন একটা জীবন্ত অভিজ্ঞতার চিত্র তুলে ধরেছিলো। এখানে অনেক কিছুই কাঠের মাধ্যমে খোদাই করে তুলে ধরেছে, যা একপ্রকার দেখতে অসাধারণ লাগছিলো সৌন্দর্যের দিক থেকে বিবেচনা করলে। এখানে কাঠের খোদাই এর মাধ্যমে একটা বিশাল বড়ো মানব মুখের দৃশ্য দেখতে পাবেন। এটি যেন সেই সময়ের অর্থাৎ ১৯৪৬ সালের কলকাতার এক বাঙালি মুখ, আর চেহারার মাঝে সংগ্রাম, দুঃখ, হতাশা ইত্যাদি সবকিছুই একসাথে ফুটিয়ে তলার চেষ্টা করেছিল। এরা মোটামুটি সেইসময়ের সার্বিক পরিস্থিতিকে পুনরায় সবার সামনে জীবন্ত করতে চেয়েছে। যেন একটা টাইম ট্রাভেল এর মতো আমরা ২০২৫ সালে দাঁড়িয়েও ১৯৪৬ সালে ফিরে গেছি।


Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

এছাড়া এখানে কাঠের খোদাই এর মাধ্যমে গ্রামীণ গাড়ির মতো একটা কাঠামোও দেখতে পাবেন। আসলে এখানে এটা বর্তমান সময়ে গ্রামের দিকে এই কাঠামো দেখা গেলেও বাস্তবে কিন্তু এটি সেই সময়ের কলকাতার দিকে এই ধরণের কাঠামো দেখতে পাওয়া যেত। এই দৃশ্য যেন সেই সত্যজিৎ রায়ের পথের পাঁচালি এর সময়ে এক গ্রামীণ বাংলার পরিচিত দৃশ্য। এখানে কাঠের কাঠামোর মাধ্যমে আরো অনেক কিছু দেখতে পাবেন, যেখানে সারিবদ্ধভাবে অনেকগুলো ঢাক-ঢোল দেখতে পাবেন। এইগুলো দেখে যেন বাঙালির উৎসবের কথা মনে করিয়ে দেয়। তখনকার সময়ের উৎসবেরও একটা আলাদা আমেজ ছিল।


Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

এছাড়া এখানে কলকাতার সেই সময়ের কিছু দৃশ্যও খবরের কাগজের মতো দেয়ালে দৃশ্যগুলো দেখতে পাবেন। এখানে এইগুলো মূলত ১৯৪৬ সালের রাজনৈতিক পরিস্থির উপরে কেন্দ্র করে কিছু বিষয় তুলে ধরেছে। স্বাধীনতার আগমুহূর্তের কিছু তীব্র বাস্তবতার দৃশ্য তুলে ধরা। যাইহোক, এরপরে আমরা সবশেষে মায়ের মূর্তির সামনে চলে গিয়েছিলাম। এখানে মায়ের মূর্তিটা অসাধারণ করেছিল, দারুন শিল্পকর্ম। মায়ের মূর্তিটিকে যেন একদম বাস্তবের মতো ফুটিয়ে তুলেছিল। চোখের চাহনিটা একদম পারফেক্ট ফুটিয়ে তুলেছিল। সবমিলিয়ে এটা বড়ো পুজোগুলোর মধ্যে একটি ছিল, যা ইতিহাসের বিষয়কে সামনে তুলে ধরেছিলো।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png