নাটকীয় হার আফগানদের!
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
Image Created by OpenAI
গতকাল দেখছিলাম আফগানিস্তান আর ওয়েস্ট ইন্ডিজ এর মধ্যে টি20 ম্যাচ চলছে। যদিও এর আগে দুটি ম্যাচ হয়ে গেছে। তবে দেখা হয়নি। গতকাল হঠাৎ হটস্টারে দেখতে পেলাম খেলা হচ্ছে। যাইহোক, খেলাটা বেশ ভালোই হচ্ছিলো। বর্তমানে এখন টি২০ খেলাই বেশি হচ্ছে। তবে বর্তমানে খেলা এখন অনেকটাই দেখা যাচ্ছে দুবাই এর পিচে হচ্ছে। যদিও এটা আলাদা কোনো একটা আরব দেশের সিরিজের খেলা হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ তো এমনিতেই ক্রিকেটে অর্থাৎ টি২০ ফরম্যাটে সেরা। তবে এদের একটা ওয়ার্ল্ড রেকর্ড আছে, যেটা আগে জানতাম না। আমাদের যুবরাজ এর যেমন ৬ বলে ৬ টা ছক্কা মারার রেকর্ড আছে, তেমনি এদের একজন বোলার এর ৬ বলে ৬ উইকেট নেওয়ার রেকর্ড আছে।
এইসব ক্রিকেট ইতিহাসে এক একটা অধ্যায়। যাইহোক, গতকাল টস জিতেছিল আফগানিস্তান এবং তারা পরে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছিলো। এই পিচটা যদিও স্লো ছিল অনেক এবং বোলিং ইফেক্ট বেশিই ছিল। হিসেবে আফগানিস্তান এর আগে ব্যাটিং এর সিদ্ধান্ত নিতে হতো। যাইহোক, ওয়েস্ট ইন্ডিজ আগে ব্যাটিং করতে আসলে মোটামুটি শুরু করেছিলো খারাপ না। ওদের অধিনায়ক আগে ওপেন করতে এসেছিল। সর্বোপরি বলতে গেলে ওই একজনই একটু ভালো ব্যাটিং করেছিলো। রশিদ খান একাই ভালো বোলিং করেছে। স্পিন বল তুলনামূলক বেশি কাজ করেছে এই পিচে। রশিদ খান এইসব পিচে আবার ভালো চাপ তৈরী করতে পারে।
ওয়েস্ট ইন্ডিজ এর বাকি ব্যাটসম্যানরা যদিও তেমন কোনো ভালো ব্যাটিং করতে পারেনি, কিন্তু যে ভালো ব্যাটিং করছিলো, তাকে সাপোর্ট দিয়েছিলো। এই পিচে তাও ১৫০ রান হয়েছে, মানে প্রায় ২০০ এর কাছে। তবে রান রেট অনেকটাই কম ছিল, এতটা রানও হতো না। কিন্তু ডেথ ওভারে একজন ভালোই ব্যাটিং করে গিয়েছে। ওই ঝড়ো ব্যাটিং এর কারণে শেষের দিকে রান একটু হয়েছিলো। যাইহোক, রান বেশি না দেখলেও অনেক রান এই পিচে। আফগানিস্তান এই রান চেজ করতে নামলে ওপেন পজিশনে যেভাবে ব্যাট শুরু করেছিলো দুইজন, তাতে ১৪ ওভারে ম্যাচ বেরিয়ে যাবে যেনো, এইরকম অবস্থা।
কিসের বোলিং পিচ আর কিসের স্লোয়ার। পাওয়ার প্লে ওভারে দুর্দান্ত ব্যাটিং করেছিলো আর রান একপ্রকার অনেকটা তুলে নিয়েছিলো। কারণ ১০০ রানের পার্টনারশিপ তো এই দুজনেই করে দিয়েছিলো। বাকি ৫০ রান তো কোনো ব্যাপারেই ছিল না। কিন্তু ভয়াবহ ঘটনা ঘটেছে তো পরে। স্প্রিঙ্গার নামের একজন বোলার পুরো ধ্বংস করে দিয়েছিলো। একাই ৪ উইকেট পরপর ফেলে দিয়েছিলো। ওখানেই ম্যাচ পাল্টি খেয়ে গেছে। এর মতো আফসোস আর হয় না, কারণ যেখানে রান করে দিয়ে গেছে, সেখানে বাকি ৮ জন ব্যাটসম্যান মিলে ৫০ রান করতে পারলো না। পুরো থ্রিলার ম্যাচ।
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |





