বৌদ্ধ দেবকে কেন্দ্র করে বৃত্তের কালারফুল ম্যান্ডেলা ডিজাইন ।। অরিজিনাল আর্টওয়ার্ক
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
আজকে আপনাদের সাথে একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করে নেবো। এই ম্যান্ডেলা আর্টটি করেছিলাম বৌদ্ধ দেবকে কেন্দ্র করে। এই ম্যান্ডেলা আর্টটি করেছিলাম বৃত্তের মাধ্যমে, তবে এখানে বৌদ্ধ দেবকে কেন্দ্র করে করলেও, বিষয়টা মেইন ক্যাটাগরিতে একটু ইন্ডিভিড্যুয়াল ভাবে এঁকেছি। অর্থাৎ এখানে মুখমন্ডলের দিকটা ইন্ডিভিড্যুয়াল রেখে করেছি। তবে এখানে শেপটা যদি ঠিকঠাক দেওয়া যায়, তাহলে মুখমন্ডল না হলেও বোঝা যায় যে, বিষয়টা কি। আর যেকোনো ম্যান্ডেলার ক্ষেত্রে বৃত্তের মাধ্যমে করলে দেখতে ভালো লাগে, তবে প্রধান যেকোনো একটি বিষয়ের উপরে করলেও ভালো লাগে। কিন্তু ব্যক্তিগত ভাবে আমার কাছে বৃত্তের মাধ্যমে করলে ভালো লাগে। এই ম্যান্ডেলা ডিজাইনে কালার করে সম্পন্ন করার পরে দেখতে অনেক সুন্দর লাগছিলো। আশা করি আপনাদের কাছেও ম্যান্ডেলা ডিজাইনটি ভালো লাগবে। এখন তাহলে ম্যান্ডেলা ডিজাইনের মূল পর্বের দিকে চলে যাওয়া যাক।
☀উপকরণ:☀
আর্ট পেপার | বোর্ড | স্কেচ পেন্সিল | মার্কার পেন |
---|---|---|---|
কাঁটা কম্পাস | মোম রং | কালার পেন | রাবার |
✎এখন অঙ্কনের ধাপগুলো নিচের দিকে তুলে ধরবো---
❖প্রথম ধাপে, বৌদ্ধদেবের শেপে অঙ্কনটা করে নিয়েছিলাম। এরপর তাকে কেন্দ্র করে কাঁটা কম্পাস আর পেন্সিলের দ্বারা দুটি বৃত্ত এঁকে নিয়েছিলাম।
❖দ্বিতীয় ধাপে, একইভাবে পরপর আরো বেশ কয়েকটা বৃত্ত এঁকে নিয়ে তাতে বিভিন্ন ধরণের ম্যান্ডেলা ডিজাইন তৈরি করে নিয়েছিলাম।
❖তৃতীয় ধাপে, ম্যান্ডেলা ডিজাইন সম্পূর্ণ করার পরে তাতে মার্কার পেনের কালী দিয়ে ভালোভাবে বিষয়টা ফুটিয়ে তুলেছিলাম।
❖চতুর্থ ধাপে, বৌদ্ধ দেব এবং তার ব্যাকগ্রাউন্ডে কালার করে দিয়েছিলাম।
❖পঞ্চম ধাপে, পরে সমস্ত বৃত্তের মধ্যে যে ম্যান্ডেলা ডিজাইনগুলো সম্পন্ন করেছিলাম, তার প্রত্যেক ডিজাইনে মোম রং এবং কালার পেনের দ্বারা কালার করে দিয়েছিলাম। এরপর অংকনটিকে এখানেই সমাপ্ত করেছিলাম।
আর্ট বাই, @winkles
শুভেচ্ছান্তে, @winkles
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
দাদা আপনি অনেক দারুন দারুন ম্যান্ডেলা আর্ট করেন। আজকে আপনি বৌদ্ধদেব কে কেন্দ্র করে খুবই সুন্দর করে কালারফুল এই ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন। বৃত্তের মধ্যে এই ম্যান্ডেলা আর্ট টি করায় একটু বেশি সুন্দর লাগছিল। অনেক নিখুঁত নিখুঁত ডিজাইন অংকন করেছেন আপনি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
দাদা আপনি দেখছি আর্ট করতে বেশ পারদর্শী। আপনি আজকে খুবই সুন্দর করে বৌদ্ধ দেবকে কেন্দ্র করে বৃত্তের কালারফুল ম্যান্ডেলা ডিজাইন আর্ট করেছেন। আপনার হাতে আর্ট করা এতো সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট দেখে বেশ ভালো লাগলো আমার কাছে। আপনি দারুন ভাবে ম্যান্ডেলা আর্ট টি সম্পন্ন করেছেন।
দাদা আজকে আপনি অনেক সুন্দর একটা বৌদ্ধ দেবকে কেন্দ্র করে বৃত্তের কালারফুল ম্যান্ডেলা ডিজাইন করেছেন, নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে এবং প্রচুর সময় ব্যবহার করে। আপনার করা ম্যান্ডেলা আর্টটা দেখতে আমার কাছে এত বেশি ভালো লেগেছে যে, আমি তো কোনো রকমে চোখ ফেরাতে পারছিলাম না। কালার কম্বিনেশন টা অসম্ভব সুন্দরভাবে ফুটে উঠেছে। এই ধরনের ম্যান্ডেলা আর্ট গুলোর মাধ্যমে নিজের ভিতরে থাকা সৃজনশীলতার প্রকাশ ঘটে। আপনার এই ম্যান্ডেলা আর্ট গুলো যত দেখি আমার কাছে ততই ভালো লাগে। এরকম সুন্দর সুন্দর ম্যান্ডেলা আর্ট আশা করছি সব সময় দেখব।
দাদা আপনি বুদ্ধ দেবকে কেন্দ্র করে বৃত্তের ভিতর অনেক চমৎকার একটি ম্যান্ডেলা আর্ট করেছেন দেখতে সুন্দর লাগছে। বিভিন্ন কালারের সমন্বয়ে এই আর্ট করেছেন বলেই আরো বেশি সুন্দর লাগছে দেখতে। প্রতিটি তাপ বিস্তারিতভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ দাদা।
ঠিক বলেছেন দাদা যেকোনো ম্যান্ডেলা আর্ট বৃত্তের মাধ্যমে করতে খুব ভালো লাগে। ম্যান্ডেলা আর্ট নির্দিষ্ট কোনো কিছু কে কেন্দ্র করে করলে দেখতে খুব ভালো লাগে। আপনার আর্ট বরাবরই ভালো লাগে। আপনি আজ খুব সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন। কালার করার জন্য আরো বেশি ফুটে উঠেছে। ধন্যবাদ দাদা এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
আমিও সবসময় চেষ্টা করি বৃত্তের মাধ্যমে ম্যান্ডেলা আর্ট করতে। কারণ বৃত্তের মাধ্যমে ম্যান্ডেলা আর্ট করলে দেখতে আসলেই দারুণ লাগে। যাইহোক বৌদ্ধ দেবকে কেন্দ্র করে অঙ্কন করা বৃত্তের কালারফুল ম্যান্ডেলা ডিজাইনটি এককথায় দুর্দান্ত হয়েছে দাদা। আপনি অত্যন্ত দক্ষতার সাথে খুবই নিখুঁতভাবে সম্পূর্ণ আর্টটি করেছেন। সেজন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
বৌদ্ধদেব কে কেন্দ্র করে বৃত্তের কালার ফুল ম্যান্ডেলা দেখে মুগ্ধ হয়ে গেলাম। আসলে দক্ষ হাতে যা কিছু করা যায় তাই সুন্দর লাগে।দাদা আপনার আর্ট গুলো বরাবরই অসাধারণ হয়।কালার কম্বিনেশন টা দারুণ ফুটে উঠেছে ।ধন্যবাদ দাদা দারুন একটি আর্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
বৌদ্ধ দেবকে কেন্দ্র করে কি চমৎকার একটি আর্ট আজ শেয়ার করেছেন।এ ধরনের আর্ট গুলো করতে সময় ও ধৈর্য দরকার হয়।আপনি সময় নিয়ে খুব সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন দাদা।দারুন হয়েছে। আপনার আর্টের হাত দারুন তা আর বলার অপেক্ষা রাখে না।ধাপে ধাপে আর্টটি তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ দাদা।