শারদীয়া দুর্গাপুজো ২০২৫ ( পর্ব ৮ )

in আমার বাংলা ব্লগ2 months ago
হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

20250929_224748.jpg
Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

আজকে আপনাদের সাথে দূর্গা পুজোর কিছু আলোকচিত্র শেয়ার করে নেবো। তো গত পর্বে আপনাদের সাথে হিন্দুস্থান পার্কের একটি পূজামণ্ডপ শেয়ার করেছিলাম। তো এরপর আমরা হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম বালিগঞ্জ কালচার এসোসিয়েশন এর দিকে। এই ক্লাবটি সাউথ কলকাতার মধ্যে অনেক পুরোনো একটি পুজো মণ্ডপ। প্রায় ৭৫ বছরের দীর্ঘ সময় ধরে এখানে দূর্গা পুজো হয়ে আসছে। এই বছরও তারা বেশ অভিনব পদ্ধতিতে দূর্গা পুজোর আয়োজন করেছিল। এই বছর তাদের থিম ছিল-প্রথা। এই পুজোটি সাধারণত হয়ে থাকে ক্লাবের প্রাঙ্গনে। প্রতিবছর একটা আলাদা অনুভূতির সাক্ষী হয়ে থাকে এখানকার পুজো।


Photo by @winkles

Photo by @winkles

এখানে আপনারা একদম ঢোকার মুখের থেকে সাজসজ্জা একদম অন্যরকম ছিল। এখানে ছাদের পুরো অংশটি সাজিয়েছে লাইটের মাধ্যমে। এখানে অসংখ্য ঝুলানো বাল্ব ও সোনালী আলোর মাধ্যমে সাজানো রয়েছে। দেখতে অপূর্ব লাগছে। তবে ছবিতে দেখে এটার সৌন্দর্য অতটা বোঝা যাবে না, যতটা ওই মুহূর্তে সৌন্দর্যটা উপভোগ করা গিয়েছে। দেবী দর্শনের জন্য মানুষজনের উচ্ছাস যেন এই আলোকসজ্জার মাধ্যমে আরো গভীর হয়ে উঠেছিল। মূলত লাইটিং বেশি আকর্ষণীয় করে তোলে। কিন্তু এখানে লাইটিং এর ব্যাপারটা অন্যান্য জায়গার তুলনায় আলাদা করে ফুটিয়ে তুলেছিল।


Photo by @winkles

Photo by @winkles

এরপরে আরো একটা বিষয় হলো, ছোটোখাটো যেসব ডিজাইন তৈরি করেছিল, তার আকর্ষণ ছিল অন্যরকম। এখানে একটা পাখির ভাস্কর্যের মতো দেখতে পাবেন, যেখানে সম্পূর্ণ ডিজাইন করা হয়েছে অন্যভাবে। এখানে শুধু ইলেকট্রিক এর সরঞ্জাম দিয়ে অ্যাড করা হয়েছে। যেমন-এখানে সুইচ, বাল্ব, হোল্ডার, প্লাগ ইত্যাদি এইরকম আরো বহু জিনিস দিয়ে ডিসাইনটা করা হয়েছে। দক্ষ হাতের দক্ষ কারুকার্য। কারণ এইসব ইলেকট্রিক জিনিস ব্যবহার করে একটা পাখির ভাস্কর্য বা যেকোনো ভাস্কর্যে রূপ দেওয়া সহজ না।


Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

এরপরে সেখান থেকে এইসব দৃশ্য-ডিসাইন দেখতে দেখতে মণ্ডপের কাছে চলে গিয়েছিলাম। এখানে মায়ের মূর্তিটা করেছিল অসাধারণ। দেখতে দারুন লাগছিলো, তাছাড়া এখানে মণ্ডপটি সাজিয়েছিলোও দারুন আলোকসজ্জার মাধ্যমে। এইসব কিছু বলবো এর মাধ্যমে সাজিয়েছে। ডিজাইন এর ক্ষেত্রে বেশি বাল্ব ব্যবহার করা হয়েছে। সবকিছু মিলিয়ে মণ্ডপটিকে যেন একটা স্বর্গীয় পরিবেশের মতো সাজিয়ে তুলেছিল। সবমিলিয়ে আসলে একটা বিষয় বলা যায়-দূর্গা পুজোটা এইসব এর মাধ্যমে প্রতিটা বাঙালির আবেগ, অনুভূতি সবকিছুই জড়িয়ে আছে। আর প্রতিটা শিল্পীর ভালোবাসা যেন এইসব কারুকার্যের মধ্যে ফুটে আছে।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png