ট্রন ব্লকচেইন এর মাধ্যমে কিভাবে এনার্জি রেন্টাল করবেন?// How to rent energy through Tron Blockchain?

in আমার বাংলা ব্লগ2 months ago (edited)
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটি টিউটোরিয়াল পোস্ট শেয়ার করে নেবো। মূলত এটি tron বেসের উপর একটি টিউটোরিয়াল। আসলে tron এর মাধ্যমে কিভাবে এনার্জি রেন্টাল করতে হয় সেটা নিয়েই মূলত টিউটোরিয়ালটা, আসলে আমাদের মেম্বারদের মধ্যে অনেকেরই এই বিষয়ে ধারণা একটু কম আছে। এনার্জি রেন্টাল করার প্রসেস খুবই সহজ আছে, এটা বিভিন্ন প্যাকেজ নির্ধারণ করা থাকে অর্থাৎ আপনি কতটা এনার্জি কত দিনের জন্য রেন্টালে নিতে চাচ্ছেন আরকি। তবে তার আগে ট্রন এর কিছু ব্যাসিক ধারণা জেনে রাখা দরকার। যেমন ট্রন ব্লকচেইনটা আসলে কি? এটা মূলত জাস্টিন সান কতৃক একটি ব্লকচেইন ভিত্তিক ডিসেন্ট্রালাইজড প্ল্যাটফর্ম । যার একটি নেটিভ ক্রিপ্টোকারেন্সি হচ্ছে এই TRX. আর এটি মূলত বিভিন্ন ধরণের ডিজিটাল কন্টেন্ট শেয়ারিং এর উপর প্রধান ফোকাস করে থাকে।

তাছাড়া ট্রন ব্লকচেইন একটি স্মার্ট কন্ট্রাক্ট প্লাটফর্ম হিসেবেও কাজ করে থাকে এবং এর মাধ্যেম ডিসেন্ট্রালাইজড এপ্লিকেশনগুলো তৈরি করা হয়ে থাকে। ট্রন ব্লকচেইন এর মধ্যে ট্রন এনার্জি আর ব্যান্ডউইডথ বলে একটা বিষয় আছে আর এই দুটি বিষয় এর মধ্যে এনার্জিটা মূলত স্মার্ট কন্ট্রাক্ট এর কার্যক্রমের জন্য ব্যবহৃত হয়ে থাকে এবং ব্যান্ডউইডথ এর বিষয়টা মূলত ট্রানজাকশন জাতীয় কাজের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। আর এনার্জি রেন্টাল বিষয়টা আসলে আপনি কম ব্যায়ের মাধ্যমে বেশি পরিমানে এনার্জি ব্যবহার করতে পারবেন এবং এটা আপনার স্মার্ট কন্ট্রাক্ট পরিচালনার ক্ষেত্রে খরচ কমাতে হেল্প করবে। এটাই আর কি মূলত সাধারণ কিছু বিষয় তুলে ধরলাম ট্রন ব্লকচেইন এর বিষয়ে, যাতে আপনাদের ব্যাসিক বিষয়ে বুঝতে সহজ হয়।


এখন মূলত এনার্জি রেন্টাল করতে গেলে কিছু সেটআপ থাকতে হবে আগে থেকে বা করে নিতে হবে। যেমন-

১. TronLink ওয়ালেট থাকতে হবে বা ক্রিয়েট করতে হবে না থাকলে।

২. তারপর সেখানে trx আনতে হবে কোনো exchanger সাইট থেকে যদি ওয়ালেটে trx না থাকে।

✦এছাড়া এখানে রেন্টাল করতে গেলে আপনার এই এনার্জি রেন্টাল (https://app.justlend.org/energy?lang=en-US ) ওয়েবসাইটে যেতে হবে এবং প্রথমে আপনাকে সেখানে ট্রন ওয়ালেট এর সাথে কানেক্ট করতে হবে। তারপর সেখানে রেন্টালের কিছু প্যাকেজ বাছাই করতে হবে অর্থাৎ আপনি যেটা নিতে ইচ্ছুক আরকি আর সেটা কতদিনের জন্য।

➤এইবার ধাপগুলো তুলে ধরবো এবং প্রথমে TronLink ওয়ালেট এর ইনস্টল প্রসেসটা দেখাবো--


TronLink wallet ইনস্টল করার জন্য প্রথমে গুগল ক্রোম ওয়েব স্টোরে যেতে হবে এবং সার্চ অপশনে TronLink লিখে সার্চ দিতে হবে।


TronLink এর উপর ক্লিক করলে 'অ্যাড টু ক্রোম' লেখা অপসন আসবে এবং ওটাতে ক্লিক করলে একটা পপ আপ উইন্ডো ওপেন হবে, যেখানে 'অ্যাড এক্সটেনশন' লেখাটিতে ক্লিক করলে ডাউনলোড হয়ে আপনার ক্রোম এক্সটেনশনে অ্যাড হয়ে যাবে। আর ফোনে TronLink pro লিখে সার্চ দিলেও পেয়ে যাবেন এবং সহজেই ইনস্টল করে নিতে পারবেন।


✔ইনস্টল এর পরে আপনার যদি TronLink wallet না থাকে তাহলে নতুন করে create wallet এ ক্লিক করে নতুন একটি ওয়ালেট তৈরি করে নেবেন। আর যদি আগে থেকে আপনার TronLink wallet থেকে থাকে তাহলে ইম্পোর্ট ওয়ালেট এ ক্লিক করে ইম্পোর্ট করে নিলেই হয়ে যাবে। আমার যেহেতু ওয়ালেট আছে তাই ইম্পোর্ট ওয়ালেট এ ক্লিক করে দেখলাম।

✔এরপর user agreement অপশন-এ গিয়ে সব agreement স্ক্রোল করে নিচের দিকে এসে I agree তে ক্লিক করতে হবে। এরপর আপনার সামনে একটা ইন্টারফেস আসবে, যেখানে ইম্পোর্ট ওয়ালেট করতে বলবে অর্থাৎ আপনার ট্রন ওয়ালেট এর প্রাইভেট key দিতে হবে ( আপনাদের স্টিমিট ওয়ালেট এর ট্রন প্রাইভেট key )।


✔প্রাইভেট key দেওয়ার পরে নেক্সট বাটন এ ক্লিক করতে হবে। এরপর আপনার ওয়ালেট নাম এবং পাসওয়ার্ড সেট করতে হবে। ওয়ালেট নাম আপনার স্টিমিট id বা আপনার ইচ্ছামতো রাখতে পারেন। তবে পাসওয়ার্ড মাস্ট স্ট্রং দেবেন ( uppercase, lowercase & number ) মিক্সিং করে দেবেন। এরপর নেক্সট বাটন এ ক্লিক করার পরে নেটওয়ার্ক সিলেক্ট করতে বলবে। তখন ট্রন নেটওয়ার্ক সিলেক্ট করবেন সবাই। এরপর ইম্পোর্ট প্রাইভেট key বাটনে ক্লিক করলে আপনার ইম্পোর্ট এর কাজ শেষ হয়ে যাবে।

আপনার ওয়ালেট-এ যদি TRX ব্যালান্স না থাকে, তাহলে আপনি যেকোনো এক্সচেঞ্জার সাইট থেকে buy করে আনতে পারবেন।

TronLink সেটআপ এর কাজ শেষ হয়ে গিয়েছে। এখন এনার্জি রেন্ট করার ধাপগুলো তুলে ধরবো-


✔প্রথমে আপনাকে https://app.justlend.org/energy?lang=en-US এই সাইটে যেতে হবে। এরপর আপনাকে 'কানেক্ট ওয়ালেটে' ক্লিক করতে হবে অর্থাৎ আপনার যে TronLink ওয়ালেট আছে সেটার সাথেই কানেক্ট করতে হবে আরকি।


✔এরপর একটা পপ আপ উইন্ডো ওপেন হবে এবং ওখানে 'TronLink' অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে সামনে TronLink wallet ওপেন হবে এবং ওখানে পাসওয়ার্ড দিয়ে খুলতে হবে। এরপর দেখবেন আপনার ওয়ালেট এর সাথে কানেক্ট হয়ে গিয়েছে যেখানে আপনার key শো করবে।

✔এখন এনার্জি রেন্টাল করার জন্য প্রাইস প্যাক চয়েস করতে হবে। এখানে দেখুন 100,000 এনার্জি রেন্ট নিতে গেলে আপনার পার ডে 10.071 TRX পড়বে। আপনি চাইলে 100,000 এর বেশিও নিতে পারেন এবং সেটা আপনি 1 দিনের জন্যও নিতে পারেন আবার সর্বোচ্চ 30 দিনের জন্যও নিতে পারেন। Prepaid Rent 10.072976 TRX & Security Deposit 50.072976 TRX মিলিয়ে টোটাল ৬০ TRX এর মতো পড়বে। এছাড়া আপনি অন্য উপায়ে যেমন স্টেকিং এবং বার্নিং এর মাধ্যমেও করতে পারেন।


✔এরপর 'RENT NOW' তে ক্লিক করলে আবার TronLink wallet ওপেন হবে এবং আপনাকে sign in করতে হবে।

sign in করার পরে আপনার ট্রান্সাকশন ইন্সট্যান্টলি কমপ্লিট হয়ে যাবে। আর আপনার ওয়ালেটও দেখতে পাবেন আপনার এনার্জি অ্যাড হয়ে গিয়েছে। এটি আপনি যতদিনের জন্য নিয়েছেন সেই টাইম শেষ হওয়ার পরে আবার আপনার ওয়ালেটের মেইন ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে। তবে আপনার এনার্জি রেন্ট শেষ হওয়ার আগে যে সাইটে রেন্ট নিয়েছেন, সেখানে "END NOW" অপশনে ক্লিক করতে হবে, নাহলে আপনি সিকিউরিটি ডিপোজিট এর জন্য যে TRX কেটেছিল সেটা ফেরত পাবেন না, শুধু প্রিপেইড রেন্টটাই ফেরত পাবেন অটোমেটিক্যালি রেন্ট এর সময় শেষ হয়ে গেলে। তবে এনার্জি ভাড়া নেওয়ার পরে ব্যবহার অনুযায়ী খরচ হয়ে গেলে পুরোটা ফেরত পাওয়া যায় না। তবে যদি টোটালি না ব্যবহার করা হয়, তাহলে পুরোটা ফেরত পাবেন।

তবে একটা বিষয় বলে রাখি। ট্রন এর এনার্জি রেন্টালের সময়ে আপনি যে প্লাটফর্ম ব্যবহার করবেন সেটা ভালো করে দেখে তারপর করবেন। আমি যে প্লাটফর্ম এর লিঙ্ক দিয়েছি এটা ব্যবহার করবেন সবাই।

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  
 2 months ago 

খুব সুন্দরভারে পুরো বিষয়টি উপস্থাপন করেছেন ভাই, আমি নিজেও বিষয়টি জানতাম না, এখন শিখে নিলাম। অনেক ধন্যবাদ।

 2 months ago 

খুবই উপকারী এবং সময়োপযোগী পোস্ট করেছেন দাদা। এতে করে সবাই খুব সহজেই বিষয়টা বুঝতে পারবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

পিসিতে tronlink pro সেটাপ করার জন্য কয়েকদিন যাবৎ চেষ্টা করেও পারছিলাম না। আজকে আপনার ব্লগটি পড়ে সেটা সাকসেস করলাম। সেই সাথে আজকে একটি নতুন বিষয় ও শিখলাম। কিভাবে ট্রন ব্লকচেইন এর মাধ্যমে এনার্জি রেন্টাল করতে হয়। ধন্যবাদ দাদা।

 2 months ago 

নতুন বিষয় সম্পর্কে জানতে ও শিখতে পারলাম।খুব শীঘ্রই এটা আমিও করে নিতে পারবো দাদা।অনেক সহজ ও সুন্দরভাবে বিষয়টি উপস্থাপন করেছেন।যেটা দেখে সবাই উপকৃত হবে, ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

খুব সুন্দর এবং সহজভাবে বুঝিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে এত সহজ এবং সুন্দরভাবে বোঝানোর জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

ট্রন ব্লকচেইন এর মাধ্যমে এনার্জি রেন্টাল করার বিষয়টি খুব সুন্দর করে বুঝিয়েছেন দাদা।ধাপে ধাপে সবগুলো বিষয় বেশ ক্লিয়ার লেগেছে।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 months ago 

দাদা দারুণ একটি পোস্ট শেয়ার করেছেন আপনি। ধাপগুলো দেখে যে কেউ খুব সহজে ট্রন ব্লকচেইন এর মাধ্যমে এনার্জি রেন্টাল এর কার্যক্রম সম্পন্ন করতে সক্ষম হবে। বেশ ভালো লাগলো পোস্টটি দেখে। যাইহোক এতো গুরুত্বপূর্ণ একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

আপনার শেয়ার করা এই টিউটোরিয়াল টা ইউজারদের অনেক উপকারে আসবে বলে আমি মনে করি। এত সুন্দর একটা টিউটোরিয়াল আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

আপনার পোস্ট পড়ে অনেক কিছু শিখলাম। খুব তারাতাড়ি এই বিষয় গুলো করে নিতে পারবো আপনার পোস্ট দেখে। আপনার পোস্ট পড়ে অনেক কিছু শিখতে পারলাম। ধন্যবাদ আপনাকে ভাইয়া।