You are viewing a single comment's thread from:

RE: ছোট বাচ্চাদের বিনোদনের অন্যতম একটি বস্তু চড়কি

in Steem For Tradition9 months ago

পার্কে ছোট বাচ্চাদের জন্য এ ধরনের চরকি তৈরি করা থাকে।বাচ্চারা এগুলোতে উঠতে পছন্দ করে। এগুলো না থাকলে বাচ্চারা পার্কে গিয়ে তেমন আনন্দ পায় না। তাই আমরা প্রতিটি পার্কে এরকম খেলার আইটেম গুলো দেখতে পাই। আমি অনেকদিন আগে এরকম চরকিতে উঠেছিলাম। সেগুলো অনেক জোরে ঘুরতো এবং সেগুলোতে উঠতে বেশ ভয় লাগতো। আমি দিনাজপুর সিটি পার্কে কয়েকবার গিয়েছি। সেই পার্কে এরকম অনেক ধরনের খেলার আইটেম রয়েছে। এখানে অনেক ধরনের চরকি রয়েছে। এখানে দেখি ছোট বাচ্চারা এসে এগুলোতে চড়ে এবং আনন্দ উপভোগ করে। অনেক সময় দেখি বড়রাও আনন্দ উপভোগ করছে। এখনকার সময় পার্ক গুলোতে বাচ্চাদের নিয়ে না যাওয়াই ভালো। কারণ ছেলেমেয়েরা অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকে। এজন্য এগুলোতে না যাওয়াই ভালো। তবে কিছু কিছু পার্ক রয়েছে যেখানে ভালো পরিবেশ আছে। পার্বতীপুরে একটি পার্ক তৈরি হচ্ছে এই পার্কে যাওয়া হয়নি কেমন তবে আশা করি ভালো হবে।এবার ঘুরতে যাব সেখানে। বাচ্চাদের জন্য সুবিধা হবে খেলতে।

Sort:  
 9 months ago 

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.030
BTC 67646.69
ETH 3790.48
USDT 1.00
SBD 3.50