ছোট বাচ্চাদের বিনোদনের অন্যতম একটি বস্তু চড়কিsteemCreated with Sketch.

in Steem For Tradition8 months ago

আচ্ছালামু আলাইকুম, আমি @toufiq777

আশা করি সবাই ভালো আছেন৷ আমিও আল্লাহর রহমতে ভালোই আছি।

ছোট বাচ্চাদের বিনোদনের অন্যতম একটি বস্তু চড়কি

ছোটবেলায় আমি ৩-৪ বছর বয়স পর্যন্ত রংপুরে ছিলাম৷ রংপুর আমার জন্মস্থান। তখন রংপুরে বিনোদনের দুইটি উল্লেখযোগ্য স্থান ছিলো একটি হলো চিড়িয়াখানা আরেকটি হলো শিশুপার্ক। আমি আমার বড় ভাই আমার মায়ের সাথে প্রায়ই চিড়িয়াখানা ও শিশুপার্কে যেতাম৷ চিড়িয়াখানার পাশেই ছিলো শিশুপার্ক। তখন শিশুপার্কটি অতটা উন্নত ছিলো না৷ তখন শিশুপার্কে ছিলো দোলনা, চড়কি, স্লীপার ও নাগরদোলা৷ এগুলোর মাঝে সীমাবদ্ধ ছিলো৷ ছোট বেলায় এগুলোয় ছিলো আমাদের জন্য অনেক কিছু৷ তখন শিশুপার্কে গিয়ে অনেক মজা করতাম৷

IMG-20230912-WA0014.jpg

এগুলো ২০০০ সালের আগের কথা৷ ২০০০ সালের আগে রংপুর জেলা ছিলো৷ এখন রংপুরকে বিভাগ ঘোষণা করা হয়েছে৷ তখন রংপুর জেলা তেমন উন্নত ছিলো না৷ এখন যতটা উন্নত হয়েছে৷ এখন রংপুরে নতুন নতুন বিনোদন কেন্দ্র তৈরি হয়েছে৷ বর্তমানেও হচ্ছে৷ এর মধ্যে ভিন্নজগৎ ও চিকলি ওয়াটার পার্ক বর্তমানে শীর্ষে আছে৷ আগেকার পার্ক গুলো শুধুমাত্র তৈরি করা হইতো বাচ্চাদের বিনোদনের জন্য৷ তবে এখন ছোট, বড় ও বৃদ্ধ সকলের বিনোদনের জন্যই পার্ক নির্মান করা হচ্ছে৷ ভিন্ন জগতে অনেক ধরণের বিনোদনের বস্তু রয়েছে৷

IMG-20230912-WA0013.jpgIMG-20230912-WA0015.jpg

চড়কি ছোট বাচ্চাদের অনেক পছন্দের হয়ে থাকে৷ বিশেষ করে ২-৫ বছরের বাচ্চাদের জন্য৷ চড়কি গোল গোল ঘুরে৷ ছোট বাচ্চারা এই জিনিসটাই বেশি উপভোগ করে৷ কিছুদিন আগে আমাদের সৈয়দপুর শহরে মহররমের মেলা হয়েছিলো৷ সেখানে চড়কি আনা হয়েছিলো৷ মেলার শুরু থেকে শেষ পর্যন্ত মানুষের উপচে পড়া ভির ছিলো৷ ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রাও এই চড়কিতে উঠে আনন্দ উপভোগ করেছিলো৷ আসলে বড় হয়ে গেলে মজা আর থাকে না৷ কোন বিষয়ের প্রতি অতটা আকর্ষণ থাকে না৷ ছোট বেলায় যতটা না থাকে৷ ছোট বেলায় সখ থাকে অনেক। সখ পূরণের টাকা থাকে না৷ বড় হয়ে টাকা থাকলেও সখ আর হয় না৷ এটাই ছোট আর বড় বয়সের মধ্যে পার্থক্য।

IMG-20230912-WA0016.jpg

image.png


Vote for @bangla.witness

ধন্যবাদ
@toufiq777

Sort:  
 8 months ago 

ছোটবাচ্চাদের এই চড়কি বিভিন্ন দর্শনীয় জায়গা বা পার্কে বেশি লক্ষ্য করা যায়। ছোট বাচ্চার এই চড়কিতে চড়ে অনেক আনন্দ উপভোগ করে থাকে। আমি সৈয়দ পুর রংধনু পার্কে এই চড়কি দেখেছি। সেখানে ছোট বাচ্চার খেলার ব্যবস্থা রয়েছে। এজন্য তাদের ৩০-৫০ টাকা টিকেট ক্রয় করে চড়তে হবে। সুন্দর একটি পোস্ট করেছেন।

@md-sajalislam.

20230511_105644__01.jpg

 8 months ago 

ধন্যবাদ

 8 months ago 

জি ভাই ঠিক কথা বলেছেন, ছোট বাচ্চাদের জন্য বিনোদনের স্থান হচ্ছে পার্ক। পার্কে ছোট ছোট বাচ্চাদের জন্য অনেক রকমের খেলনা থাকে। যেগুলো বাচ্চাদের বিনোদনের মাধ্যম।চড়কি প্রায় প্রতিটি পার্কে রয়েছে । ছোটবেলায় আমিও এসব চড়কি চড়তাম। সেদিন পার্কে গেছিলাম, সেখানে গিয়ে দেখলাম বাচ্চারা এসব চড়কিতে ওঠার জন্য ব্যাস্ত হয়ে গেছে। বিভিন্ন ভ্রাম্যমান মেলাতে এসব চড়কি দেখা যায়। আপনি অনেক সুন্দর সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করছেন ভাই। অনেক ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 8 months ago 

ধন্যবাদ

 8 months ago 

মেলা ও বিভিন্ন ধরনের পার্কে এ ধরনের চরকি গুলো বেশি দেখা যায়। এগুলো বসানোর মাধ্যমে তারা ছোট ছোট বাচ্চাগুলোকে টার্গেট করে তাদের ব্যবসায় সফলতা আনে। এমন ভাবে এগুলো তৈরি করে যাতে করে কোন শিশু দেখলেই সেটাতে চড়ার জন্য বাবা-মায়ের কাছে বায়না করে থাকে। যেমনটা আমি ছোটবেলায় করেছিলাম। সুন্দর একটা পোস্ট শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।

 8 months ago 

ধন্যবাদ

 8 months ago 

আমাদের দেশে সাধারণত বিভিন্ন পিকনিক স্পটে এসব চড়কিগুলো দেখা যায়।যেগুলোতে সাধারণত ছোট বাচ্চারা চড়ে থাকে। রংপুর ভিন্ন জগতে আমি বেশ কয়েকবার গিয়েছিলাম ভাই সেখানে আমি এরকম চরকি গুলো দেখতে পাই। এছাড়াও স্বপ্নপুরীতেও রয়েছে এগুলো।ছোটবেলায় চড়েছিলাম একবার আমি মনে আছে সেই কথা। এছাড়া বিভিন্ন প্রকার মেলাগুলোতে এসব দেখা যায় আমাদের দেশে।খুব সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন আপনি শুভকামনা রইল আপনার জন্য।

 8 months ago 

ধন্যবাদ

 8 months ago 

পার্কে ছোট বাচ্চাদের জন্য এ ধরনের চরকি তৈরি করা থাকে।বাচ্চারা এগুলোতে উঠতে পছন্দ করে। এগুলো না থাকলে বাচ্চারা পার্কে গিয়ে তেমন আনন্দ পায় না। তাই আমরা প্রতিটি পার্কে এরকম খেলার আইটেম গুলো দেখতে পাই। আমি অনেকদিন আগে এরকম চরকিতে উঠেছিলাম। সেগুলো অনেক জোরে ঘুরতো এবং সেগুলোতে উঠতে বেশ ভয় লাগতো। আমি দিনাজপুর সিটি পার্কে কয়েকবার গিয়েছি। সেই পার্কে এরকম অনেক ধরনের খেলার আইটেম রয়েছে। এখানে অনেক ধরনের চরকি রয়েছে। এখানে দেখি ছোট বাচ্চারা এসে এগুলোতে চড়ে এবং আনন্দ উপভোগ করে। অনেক সময় দেখি বড়রাও আনন্দ উপভোগ করছে। এখনকার সময় পার্ক গুলোতে বাচ্চাদের নিয়ে না যাওয়াই ভালো। কারণ ছেলেমেয়েরা অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকে। এজন্য এগুলোতে না যাওয়াই ভালো। তবে কিছু কিছু পার্ক রয়েছে যেখানে ভালো পরিবেশ আছে। পার্বতীপুরে একটি পার্ক তৈরি হচ্ছে এই পার্কে যাওয়া হয়নি কেমন তবে আশা করি ভালো হবে।এবার ঘুরতে যাব সেখানে। বাচ্চাদের জন্য সুবিধা হবে খেলতে।

 8 months ago 

ধন্যবাদ

 8 months ago 

Thank you

 8 months ago 

আমরা যখন ছোট ছিলাম তখন এ ধরনের কোনো রকম ছোট বড় চড়কি ছিল না তবে এখন কার দিনে সব চড়কি ঢোল প্লাস্টিকের খেলা বাতি ইত্যাদি বিভিন্ন ধরনের জিনিসগুলো ছোট বাচ্চাদের সব থেকে প্রিয়। তবে বস্তু চড়কিতে তাদের ধরা মতো বস্তুটির মাথা থাকে তাই এটি সবার সাথে জনপ্রিয়। আর এই চড়কিটাকে নিয়ে অনেক সুন্দর ভাবে একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরেছেন ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 8 months ago 

ধন্যবাদ

 8 months ago (edited)

আপনি তো নাগরদোলায় উঠতে খুব ভয় করেন ভাই তাহলে পার্কে থেকে লাভ কি হইছে। তবে বর্তমান সময়ে পার্ক গুলোতে সবথেকে বেশি আকর্ষণ থাকে শিশুদের খেলনার প্রতি। বিশেষ করে বিভিন্ন দোলনা এবং রাইডিং গুলো। এখন শিশুদের তুলনায় মায়েদের এই দোলনায় উঠতে বেশি দেখা যায় ভাই।

 8 months ago 

ধন্যবাদ

 8 months ago 

চড়কি সম্পর্কে অনেক সুন্দর লিখেছেন ভাইয়া। আসলে আপনি ঠিক বলেছেন ছোটবেলায় সবচেয়ে আকর্ষণীয় বস্তুর মধ্যে থাকে এই চড়কি। এবং ছোটবেলায় এ চরকিতে যে কত ছুড়েছে তা বলে বোঝানোর মত নয় এবং এগুলোতে চড়ার মজাই আলাদা উপর থেকে নিচ নিচ থেকে উপর এই সময়টা অনেক সুন্দর ফিল অনুভব করা যায়। আমার একটা ঘটনা এখনো মনে আছে আমরা একবারে চড়কিতে চরার সময় আমাদের পাশে একজন বয়স্ক মহিলা চড়কিতে উঠেছিল কিন্তু উনি উপরে ওঠার সময় এত জোরে চিল্লা দিছে যে কি বলবো, উনি ভয়ে একেবারে শেষ। ধন্যবাদ ভাইয়া এরকম সুন্দর একটি পোস্ট আমাদের সকলের মাঝে উপস্থাপন করার জন্য।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.12
JST 0.032
BTC 65454.89
ETH 2948.91
USDT 1.00
SBD 3.69