প্রতিযোগিতার ১০ম সপ্তাহ - ঐতিহ্যবাহী খাবার

in Steem For Traditionlast year (edited)

আসসালামু আলাইকুম, প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজ স্টিম ফর ট্রাডিশন কমিউনিটির পক্ষ থেকে একটি সুন্দর ও চমৎকার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে । আশা করি সকলে অংশগ্রহণ করার চেষ্টা করবেন।

2_20230408_235228_0001.png

Photo Edit By Canva Apps

আমাদের আজকের প্রতিযোগিতার বিষয় হচ্ছে- ঐতিহ্যবাহী খাবার । আপনারা ঐতিহ্যবাহী খাবার, রেসিপি, ফুড রিভিউ, ফুড ফটোগ্রাফি নিয়ে উপস্থাপন করতে পারবেন। আমরা সকলে কম বেশি সবাই খাবার খেতে পছন্দ করি। আমাদের খাবারের অনেক খাবার ঐতিহ্যের মধ্যে পড়ে। তা জানি না। যে খাবার গুলো আগে প্রচলিত ছিল এখন প্রায় বিলুপ্তর পথে তা আমাদের এই পোস্টের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করতে হবে। তবে নিজের বুদ্ধিমত্তা ও সৃজনশীলতা কাজে লাগিয়ে ভালো কনটেন্ট তৈরি করেন। যা ভালো কিছু করতে সাহায্য করবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের নিয়মঃ
  • স্টিম ফর ট্রাডিশন কমিউনিটির সদস্য ছাড়াও যে কেউ পোস্ট করতে পারবে। তবে এচিভমেন্ট-১ ভেরিফাইড হতে হবে।

  • কমপক্ষে ২৮০- ৩০০ শব্দের একটি পোস্ট তৈরি করতে হবে।

  • কোন প্রকার চুরি বা কপিরাইট গ্রহণযোগ্য হবে না।

  • সমস্ত ভাষা অনুমোদিত।

  • #club5050 #club75 #club100 এর সদস্য হতে হবে।

  • প্রতিযোগিতার পোস্টটিকে আপভোট করুন, মন্তব্য করুন এবং রিস্টিম করুন।

  • পোস্টের শিরোনাম: প্রতিযোগিতার সপ্তাহ-১০(আজকের প্রতিযোগিতার মূল বিষয়ঃ ঐতিহ্যবাহী খাবার ।

  • প্রথম ৪টি ট্যাগে #sft-food #tradition #steemexclusive #yourcountry (উদাহরণ: বাংলাদেশ) এই ট্যাগ গুলো ব্যবহার করুন।

  • সহজে সনাক্তকরণের জন্য, পোস্টের মন্তব্য অধিবেশনে আপনার পোস্টের এন্ট্রি লিঙ্কটি রাখুন।

  • পোস্ট এর লিংক শেয়ার করতে হবে৷

প্রতিযোগিতায় বিজয়ীদের রিওয়ার্ডঃ
মোট সংখ্যাস্টিম পরিমান
১ম পুরষ্কার৫ trx
২য় পুরষ্কার৪ trx
৩য় পুরষ্কার৩ trx
৪র্থ পুরষ্কার২ trx
৫ম পুরষ্কার১ trx
প্রতিযোগিতায় অংশগ্রহনের শুরু ও শেষ তারিখঃ

০৯-০৪-২০২৩ থেকে ১২-০৪-২০২৩ তারিখ দুপুর ১২ পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে।

প্রতিযোগিদের বিজয়ী ঘোষিতঃ

স্টিম ফর ট্রাডিশন কমিউনিটির এডমিন ও মডারেটর প্রতিযোগিদের সকল পোস্ট দেখবে এবং যারা প্রতিযোগিতার সকল নিয়ম-কানুন মেনে পোস্ট করবে তাদের বিজয়ী বলে ঘোষিত করবে।

  • বিজয়ীদের পুরষ্কার ১২ তারিখ রাত ১০.৩০ টা মিনিট হ্যাংআউটে ঘোষণা দেওয়া হবে।
আপনাদের সকলকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আমন্ত্রণ করা যাচ্ছে।


JOIN WITH US ON DISCORD SERVER:

Support us by delegating STEEM POWER.
20 sp50 sp100 sp250 sp500 sp

Sort:  
 last year 

আমাদের কমিউনিটি থেকে অনেক চমৎকার একটি কনটেস্টের আয়োজন করা হয়েছে। আমাদের দেশে ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের খাবার রয়েছে। যে কোন খাবার নিয়ে আমরা লিখতে পারবো। আশা করি সবাই অংশগ্রহণ করবেন।

 last year 

খুবই সুন্দর প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে,আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবো। অনেক ভালো লাগলো অনেকদিন পর একটি প্রতিযোগিতা আসলো। অসংখ্য ধন্যবাদ

 last year 

ঐতিহ্যবাহী খাবারের কনটেস্টের অবশ্যই অংশগ্রহণ করার চেষ্টা করব। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি কনটেস্ট আয়োজন করার জন্য।

 last year 

বেশ চমৎকার একটি ঐতিহ্যবাহী প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আশা করি সকলেই অংশগ্রহণ করবেন। আমিও চেষ্টা করব অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ।

 last year 

অনেকদিন পর প্রতিযোগিতার আয়োজন করা হলো। এজন্য খুবই ভালো লাগছে। অনেক সুন্দর একটি প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। আমি অবশ্যই অংশগ্রহণ করার চেষ্টা করব। ইনশাআল্লাহ।

 last year 

খুব সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন অবশ্যই অবশ্যই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবো।

 last year (edited)

Entry No - 01

 last year 

Entry No - 02

 last year 

Entry No - 03

 last year 

Entry No - 04

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.030
BTC 67640.77
ETH 3784.66
USDT 1.00
SBD 3.65