আপনার এলাকার ঐতিহ্যবাহী একটি খাবার নিয়ে লিখুন, যে খাবার আপনার এলাকাকে প্রসিদ্ধ করে তুলেছে

in Steem For Tradition9 months ago (edited)

আসসালামু আলাইকুম, প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজ স্টিম ফর ট্রাডিশন কমিউনিটির পক্ষ থেকে একটি সুন্দর ও চমৎকার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আশা করি সকলে অংশগ্রহণ করার চেষ্টা করবেন।

Picsart_23-07-25_11-02-42-679.jpg

ছবি সোর্স

আমাদের সকলেরই এলাকায় অনেক ধরনের ঐতিহ্যবাহী খাবার রয়েছে। এই খাবার গুলো সব স্থানেই হয়তো পাওয়া যায়৷ তবে এই খাবারের উৎপত্তি স্থল সর্বপ্রথম যেখানে হয়েছিলো সেই স্থানটিই ঐ খাবারের জন্য বিখ্যাত। যেমন, চট্টগ্রামের গরুর মাংসের কালাভুনা। পুরাতন ঢাকার হাজী ও নান্না কাচ্চি বিরিয়ানি। এরকম বাংলাদেশে প্রত্যেকটি জেলায় ঐতিহ্যবাহী কিছু খাবার রয়েছে। আপনাদের এই খাবার নিয়ে আজকের কন্টেস্টের জন্য পোস্ট করতে হবে৷ আজকে কন্টেস্ট এর মূল বিষয় বস্তু হল নিজের এলাকার ঐতিহ্যবাহী ও প্রচলিত একটি খাবার নিয়ে লিখতে হবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের নিয়মঃ
  • আপনার এলাকার ঐতিহ্যবাহী ও প্রচলিত একটি খাবার নিয়ে লিখুন। যে খাবার আপনার এলাকাকে বাহিরের জেলা গুলোর কাছে প্রসিদ্ধ করে তুলেছে।

  • কমপক্ষে ৩০০ শব্দের একটি পোস্ট তৈরি করতে হবে।

  • কোন প্রকার চুরি বা কপিরাইট ইমেজ ব্যবহার গ্রহণযোগ্য হবে না।

  • বাংলা ও ইংরেজি ভাষায় পোস্ট লিখতে পারবেন।

  • প্রতিযোগিতার পোস্টটিকে আপভোট করুন, মন্তব্য করুন এবং রিস্টিম করুন।

  • পোস্ট অবশ্যই টুইটারে টুইট করতে হবে৷ ট্যাগ - $steem #steemit @steemit

  • পোস্ট এর লিংক শেয়ার করতে হবে৷

  • ৬% বেনিফিসিয়ার @sft-devt.acc এ দিতে হবে।

  • 3 জন ব্যক্তিকে মেনশন করতে হবে৷ অবশ্যই অন্য কমিউনিটির একটিভ মেম্বার হতে হবে।

প্রতিযোগিতায় বিজয়ীদের রিওয়ার্ডঃ
মোট সংখ্যাস্টীম পরিমান
১ম পুরষ্কার১৫$ আপভোট
২ম পুরষ্কার১২ স্টীম
৩য় পুরষ্কার৮ স্টীম
৪র্থ পুরষ্কার৫ স্টীম
৫ম পুরষ্কার৩ স্টীম
৬ষ্ঠ পুরষ্কার২ স্টীম
প্রতিযোগিতায় অংশগ্রহনের শুরু ও শেষ তারিখঃ

২৫-০৭-২০২৩ থেকে ০২-০৮-২০২৩ তারিখ দুপুর ১২ পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে।

প্রতিযোগিদের বিজয়ী ঘোষিতঃ

স্টিম ফর ট্রাডিশন কমিউনিটির এডমিন ও মডারেটর প্রতিযোগিদের সকল পোস্ট দেখবে এবং যারা প্রতিযোগিতার সকল নিয়ম-কানুন মেনে পোস্ট করবে তাদের বিজয়ী বলে ঘোষিত করবে।

  • বিজয়ীদের পুরষ্কার ০২ আগষ্ট রাত ৯ টার হ্যাংআউটে ঘোষণা দেওয়া হবে।
আপনাদের সকলকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আমন্ত্রণ করা যাচ্ছে।


JOIN WITH US ON DISCORD SERVER:

Support us by delegating STEEM POWER.
20 sp50 sp100 sp250 sp500 sp

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 9 months ago 

অনেক সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এটি একটি ভিন্ন ধরনের প্রতিযোগিতা বলে আমার মনে হল। আমাদের কমিউনিটিতে বরাবরই ভিন্নধর্মী কিছু প্রতিযোগিতার আয়োজন করা হয়। আমি এই প্রতিযোগিতাটিতে অংশগ্রহণ করার চেষ্টা করব। আমি টিমকে ধন্যবাদ জানাচ্ছি।

 9 months ago 

সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন ধন্যবাদ আপনাকে। অবশ্যই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চেষ্টা করব।

 9 months ago 

খাবার নিয়ে আয়োজন করা প্রতিযোগিতা গুলো সব সময় আমার খুব ভালো লাগে। আমি সব সময় এই ধরনের প্রতিযোগিতা গুলোতে অংশগ্রহণ করার চেষ্টা করি।অসংখ্য ধন্যবাদ এই প্রতিযোগিতাটির আয়োজন করার জন্য।

 9 months ago 

গত সপ্তাহের কনটেস্ট এর বিষয়টি একটু জটিল থাকায় হয়তো অনেকেই অংশগ্রহণ করতে পারিনি। এবার অংশগ্রহণ করার চেষ্টা করব। ধন্যবাদ এরকম একটি সহজ বিষয় নিয়ে কনটেস্টের আয়োজন করায়।

 9 months ago 

অনেক সুন্দর একটা কনটেস্ট আয়োজন করছেন।আমি এই প্রতিযোগীতায় অবশ্যই অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ।এতো সুন্দর একটা কনটেস্ট আয়োজন করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

 9 months ago (edited)

খুবই ভালো একটা কন্টেস্ট। এর আগের কন্টেস্টেও অংশগ্রহণ করেছিলাম। ইনশাল্লাহ খুব শীঘ্রই এই সপ্তাহের কন্টেস্টেও অবশ্যই অংশগ্রহণ করবো।

 9 months ago 

আমার অংশগ্রহণ
https://steemit.com/hive-131369/@pea07/vr8bc

 9 months ago 

আমার অংশগ্রহণ -

https://steemit.com/hive-131369/@aslamarfin/w2hxx

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.033
BTC 61519.90
ETH 2995.96
USDT 1.00
SBD 3.45