ঘর সাজানোর জন্য ব্যবহৃত মাটির তৈরি শোপিস।

in Steem For Tradition2 years ago (edited)
আসসালামু আলাইকুম

আশা করি আপনারা সবাই ভালো আছেন।আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সাথে মাটির তৈরি বিভিন্ন ধরনের সচারুকারুকাজ খচিত শোপিস শেয়ার করব । এই শোপিস গুলো বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে ক্রয় করা হয়েছে। চলুন শুরু করি,

png_20230322_131236_0000.png

'Canva' এর মাধ্যমে তৈরি


20230322_122329.jpg

প্রথমেই আমি আপনাদের সাথে যে শোপিসের ছবিটি শেয়ার করছি সেটি হলো মাটির তৈরি একটি বাড়ি প্রধান ফটক। আমরা মোটামুটি সবাই এই ধরনের বাড়ির গেটের সাথে পরিচিত। মাটির তৈরি এই শোকেসটি বেশ কিছু বছর আগে ঢাকা থেকে কেনা হয়েছিল। এটি কেনার প্রায় ৬ থেকে ৭ বছর হয়ে গিয়েছে। এই ছোট্ট একটি মাটির শিল্পে যে আপনারা দেখতে পাচ্ছেন একজন কুমার বা শিল্পী কত সুন্দর করে মাটির উপর নকশা করেছেন ।

20230322_122404.jpg

20230322_122413.jpg

এদের সূক্ষ্ম কাজ দেখানোর জন্য আমি আপনাদের সাথে আরও দুটি ছবি শেয়ার করছি যা দেখলে আপনারা বুঝতে পারবেন একজন মৃৎ শিল্পী কতটা নিখুঁতভাবে এই কাজগুলো করে থাকেন। মাটির ফটকের উপর ছাউনি দিয়ে তিনি অনেক সুন্দর ভাবে সামনের সেডগুলো ফুটিয়ে তুলেছেন। এটি আমার অত্যন্ত পছন্দের একটি মাটির শোপিস। প্রধান ফটকের উপর আবার একটি মাটির তৈরি তারকা ঝোলানো রয়েছে এবং সামনের আঙিনায় ছোট ছোট গর্তের মতো নকশা করা রয়েছে। এই শোপিস টি যিনিই দেখে তারই খুব পছন্দ হয়। আশা করি এটি আপনাদেরও খুব ভালো লেগেছে।

20230322_122416.jpg

এখন আমি আপনাদের সাথে মাটির তৈরির যে শোপিসটি শেয়ার করব সেটি হল মাটির ছোট ফুলদানি। এখানে মাটির ছোট ফুলদানির সাথে ফোমের তৈরি কিছু ফুল দেওয়া রয়েছে। এটি ঢাকার আড়ংয়ের একটি শোরুম থেকে কিনে আনা হয়েছিল। এটির সাথে আরো কিছু শোপিস কেনা হয়েছিল কিন্তু সেগুলো মাটির হওয়ার কারণে ভেঙে গিয়েছে। যখন এটি কেনা হয়েছিল তখন ইটের দাম ছিল ১৫৩ টাকা + ভ্যাট। সবমিলি এর দাম খুব বেশি একটা পড়েনি কিন্তু এটা অত্যন্ত সুন্দর একটি শোপিস।

20230322_121644.jpg20230322_121639.jpg

20230322_121919.jpg

সবশেষে আমি মাটির তৈরি যে জিনিসটি আপনাদের দেখাবো সেটি হল মাটির তৈরি কলমদানি। মাটির তৈরি কলমদানিটির উপরিভাগে অনেক সুন্দর করে নকশা করা রয়েছে। নকশাটি হল ফুলের নকশা।ফুলের সাথে ফুলের কিছু কলিও রয়েছে। আমি প্রথমে থেকে ভেবেছিলাম এটি একটি ব্যাঙের ছাতার নকশা। খেয়াল করে দেখি এটি আসলে ফুলের পাপড়ি এবং ফুলের কলি। এই কলমদানিতে আমি দীর্ঘ বছর ধরে ব্যবহার করছি। মাটির তৈরি হলেও এটি অত্যান্ত মজবুত। আশা করি আপনাদের আমার এই কলমদানিটি পছন্দ হয়েছে।

20230322_121909.jpg


ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য

ধন্যবাদান্তে,
@pea07

Sort:  
 2 years ago 

আপনি অনেক শৌখিন মানুষ আপু। আপনার শোপিস গুলাও অনেক সুন্দর। আমি এর আগে মাটির তৈরি কলমদানি দেখিনি আপু। দেখতে অনেক সুন্দর কলম দানিটি।আপনি অনেক সুন্দর গুছিয়ে পোস্ট করেন আপু৷ বরাবরই আমি আপনার পোস্ট অনেক ভালোবাসি আপু। আপনাকে ধন্যবাদ এমন একটি সুন্দর পোস্ট উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া এবং দেরীতে রিপ্লাই দেওয়ার জন্য দুঃখিত।

 2 years ago 

আপনি অনেক সুন্দর পোস্ট করেছেন। শোপিস গুলো অনেক সুন্দর দেখতে খুবই আকর্ষণীয়। বর্তমানে এই শোপিস গুলোর মাধ্যমে সবকিছুই অনেক সুন্দর ভাবে সাজানো সম্ভব বিশেষ করে আমাদের ঘর সাজানোর জন্য খুবই উপকারী হয়ে থাকে। আপনি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন । অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ এবং দেরীতে রিপ্লাই দেওয়ার জন্য দুঃখিত।

 2 years ago 

মৃৎশিল বেশ ভালো ভালো জিনিস গুলো আপনি আমাদের সামনে উপস্থাপন করেছেন। সাধারণত যেগুলো মাটি দিয়ে তৈরি করা হয় সেগুলোকে মৃৎশিল্প বলা হয। কুমোরেরা তাদের হাতের সূক্ষ্ম কাজের মাধ্যমে মাটি দিয়ে এসব জিনিসপাতি তৈরি করে। বাংলাদেশের মৃৎশিল্প উদাহরণ অনেক জিনিসই রয়েছে বিভিন্ন প্রকার কাসা হাড়ি পাতিল আরো অনেক কিছু এইসব জিনিসের উপর খুব সুন্দর সুন্দর নকশা করা হয়।যা আপনার পোস্টেও দেখা যাচ্ছে। শোপিসটি বেশ ভালোই তৈরি করেছে খুব সুন্দর লাগতেছে।আপনার ছবিগুলো খুব সুন্দর হয়েছে আপু খুব সুন্দর লিখেছেনও বরাবরের মত খুব সুন্দর পোস্ট করেছেন আপনি।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে এবং দেরীতে রিপ্লাই দেওয়ার জন্য দুঃখিত।

 2 years ago 

অসাধারণ পোস্ট। মৃৎশিল্প তৈরি এসব শোপিস, সত্যি অনেক সুন্দর। দেখে মুগ্ধ হয়ে গেলাম।শৌখিন মানুষ এসব শোপিস কিনে ফুল দিয়ে সাজিয়ে রাখে। এগুলো অনেক দামী হয়ে থাকে। কুমার এগুলো অনেক নিখুঁত ভাবে তৈরি করে। অনেক কারুকাজ ফুটিয়ে তুলা হয় এসব শোপিস এ। আপনি অনেক সুন্দর লিখছেন আপু। অনেক সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করছেন আপু। অসংখ্য ধন্যবাদ আপনাকে

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে মন্তব্যের জন্য৷ এবং দেরীতে রিপ্লাই দেওয়ার জন্য দুঃখিত।

Loading...
 2 years ago 

অসাধারণ একটা পোস্ট করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো সুন্দর হয়েছে। এ রকম অনেক মৃৎশিল্পী অর্থাৎ মাটির তৈরি সৌখিন জিনিস রয়েছে। এগুলো নারীরা সাধারণ ঘর সাজাতে ব্যবহার করেন। এগুলো ঘরের সৌন্দর্য অনেকাংশেই বাড়িয়ে দেয়। তবে এ শিল্পটি এখন তেমন একটা দেখা যায় না।

 2 years ago 

ধন্যবাদ এবং দেরীতে রিপ্লাই দেওয়ার জন্য দুঃখিত।

 2 years ago 

বাহ্ আপনি অসাধারণ লেখছেন আপু, মাটির তৈরি জিনিস গুলো দেখতেও খুব ভালো লাগে, আপনি অনেক অনেক সুন্দর লেখছেন আপু মৃৎশিল্প আমাদের দেশের একটি গৌরব কারন তারা বিভিন্ন ধরনের নকশা তৈরি করতে পারে আবার অনেক জিনিস তৈরি করতে পারে,আমরা কিন্তু অনেক কিছু করতে পারি কিন্তু মাটির তৈরি জিনিস গুলো বানাতে আমাদের দারা অসম্ভব। আপনার প্রতিটা।ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে আপু, তবে সব ছবি গুলোর মধ্যে আমাকে কলমের ফুলদানি টা অনেক সুন্দর লাগছে। কারন আমার বাসায় এইরকম একটা মাটির তৈরি কলমের ফুলদানি আছে, এই ফুলদানিতে অনেক ধরনের নকশা দেওয়া থাকে,আর যেগুলোতে নকশা থাকে ঐ ধরনের জিনিস গুলো দেখতেও খুব সুন্দর লাগে। তবে আমার বাসায় যেটা মাটির কলমের ফুলদানি রয়েছে সেটাও কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। আপনার প্রতিটা জিনিস আমাকে ভালো লাগছে, আপনি মৃৎশিল্প নিয়ে অনেক সুন্দর লেখছেন আপু। মৃৎশিল্পরা অনেক ধরনের ডিজাইন তৈরি করতে পারে, মৃৎশিল্পদের এই ডিজাইন গুলো দেখে মনে হচ্ছে তাদের হাতে।জাদু।রয়েছে, তারা কতো সুন্দর ভাবে ডিজাইন গুলো করে,আপনি অনেক সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে পোস্ট উপস্থাপন করেছেন আপু, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার।জন্য।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া এবং দেরীতে রিপ্লাই দেওয়ার জন্য দুঃখিত।

 2 years ago 

মৃৎশিল্প নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন।এই মৃৎশিল্প ঘর সাজানোর জন্য ব্যবহার করা হয়। এই শোপিস গুলো দেখতে অনেক সুন্দর। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে সেয়ার করেছেন।অসাধারণ হয়েছে পোস্টি।ধন্যবাদ আপু।

 2 years ago 

ধন্যবাদ আপনার মন্ত্যবের জন্য এবং দেরীতে রিপ্লাই দেওয়ার জন্য দুঃখিত।

 2 years ago 

অনেক চমৎকার আপু। পোস্টটি দেখেই বুঝতে পারলাম আপনি অনেক সৌখিন একজন মানুষ। মাটির তৈরি আপনার এই শোপিস গুলো দেখতে আসলেই অনেক সুন্দর লাগছে। ঘর সাজানোর জন্য উক্ত মৃৎশিল্প গুলো বর্তমানে কারো বাড়িতে তেমন একটা দেখা যায় না। এর মধ্যে মাটির তৈরি তারকা টি ব্যক্তিগতভাবে আমার অনেক ভালো লেগেছে। বরাবরই আপনার পোস্টগুলো অনেক কোয়ালিটি সম্পন্ন হয়ে থাকে। আজও অনেক ভালো হয়েছে। আপনার জন্য অনেক শুভকামনা রইলো আপু 🖤

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে এবং দেরীতে রিপ্লাই দেওয়ার জন্য দুঃখিত।

 2 years ago 

ঘরের সৌন্দর্য বৃদ্ধি করতে বা ঘর সাজাতে সবচেয়ে বেশি দরকার রুচিবোধের। শুধুই রুচিবোধ আর রুচিসম্মত খুঁজলে হবে এতে প্রয়োজন আর্থিক সামর্থ্য। আমাদের দেশীয় পন্য ও শোপিসের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হলো মাটির তৈরি শোপিস। ঘরকে সুন্দর ও আর্কষণীয় করে তুলতে ঘরে মাটির শোপিস রাখতে পারি। আমাদের দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে মানুষের কাছে মাটির তৈরি জিনিসপত্র ব্যবহার অপরিহার্য। শোবার ঘরে কিংবা ডাইনিং রুমে সৌন্দর্য অনেকটা বাড়িয়ে তোলে নানা ধরনের মাটির শোপিস।আপনি মাটির তৈরি শোপিস নিয়ে বেশ সুন্দর করে পোস্ট উপস্থাপন করেছেন আপু। শুভকামনা রইলো।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে আপু।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 67368.20
ETH 2618.26
USDT 1.00
SBD 2.68