প্রিয় স্টিম ফর ট্রাডিশন কমিউনিটির ব্লগারবৃন্দগন সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ তায়ালার অশেষ রহমতে আপনারা সকলে ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।আজকে আমি গ্রামের এক দৃশ্য অংকন করে দেখাবো আশা করি আমার আর্ট দেখে আপনাদেরকে সবাইকে ভালো লাগবে।
- একটা A4 সাইজের আর্ট পেপার
- একটা স্কেল
- একটি রাবার
- একটি রুলার মেশিন
- একটি রুল
আমি প্রথমে একটি A4 সাইজের একটা পাতা নিলাম, এবং তার সাথে একটা রুল আর একটা স্কেল নিলাম,আমি স্কেলের সাহায্যে প্রথমে লম্বা করে একটা দাগ দিয়ে দিলাম,, তার পর আমি ডান পাশে ছোট ছোট দুইটা ঘর একে নিলাম, এবং ঘরের মধ্যে ছোট ছোট জানলা একে নিলাম ও দুইটা দরজা আর্ট করে নিলাম।
এর পর আমি লম্বা করে যেটা দাগ দিয়ে রাখছিলাম সেখানে আমি ওই দাগের উপরে সুন্দর করে আকাশের মেঘ একে নিলাম।
এখন আমি বাড়ির পিছনে শুকনো একটা গাছ আর্ট করে নিলাম, এবং সেই গাছকে আমি রুল দিয়ে গাছ টিকে রং করে নিলাম।
এই ধাপে আমি বাড়িতে যাওয়া আসা করার জন্য এটা লম্বা করে রাস্তা আর্ট করে নিলাম, আমাদের বাড়ি থেকে বের হওয়ার সময় রাস্তা তো লাগবেই তাই আমি সেখানে লম্বা করে একটা রাস্তা আর্ট করে নিলাম,এবং বাড়ির উপরে আমি টিনের মত করে রুল দিয়ে সেখানে রং করে নিলাম।
এখন এই ধাপে আমি আমার বাম পাশে বড় করে একটা আবার গাছ আর্ট করে নিলাম, এবং গাছের নিচে আমি সুন্দর করে কাশ ফুল একে নিলাম, কাশ ফুল আমার অনেক পছন্দের একটা ফুল, তাই ভাবলাম সেখানে একটু কাশ ফুল দেয়।
তার পর এই ধাপে আমি বাম পাশে যেই গাছটি একে নিলাম ওই গাছে আমি পেন্সিল দিয়ে পুরো গাছটা আমি রং করে নিলাম, তার সাথে আমি নিচের কাশ ফুল গুলো পেন্সিল দিয়ে রং করে নিলাম।
এর পর এই ধাপে আমি মেঘ যেটা আর্ট করে ছিলাম এখন আমি সেই মেঘ গুলো পেন্সিল দিয়ে সুন্দর ভাবে রং করে নিলাম, প্রথমে হালকা হালকা করে রং করলাম তার পর একটু ডিপ করে রং করলাম।
আমাদের কিন্তু প্রাকৃতিক দৃশ্য অঙ্কন করা হয়ে গেছে এর পর এখন আমি পেন্সিল দিয়ে কিছু পানির মত করে রং করে নিলাম। এটাই ছিল আমার আজকের প্রাকৃতিক দৃশ্য অঙ্কন, আমি যেকোনো প্রাকৃতিক দৃশ্য অঙ্কন আর্ট করতে পারি,আমি আর্ট করতে খুব ভালো বাসি। আমি বাসায় মাঝে মাঝে এইরকম দৃশ্য অঙ্কন করে থাকি,আজকে আমি এখানেই শেষ করলাম আমার দৃশ্য অঙ্কন করা কেমন হলো আপনারা অবশ্য আমাকে জানাবেন,আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন,আবার দেখা হবে কোন একটা পোস্টে,আমি এখানেই শেষ করলাম,, আল্লাহ হাফেজ,,
বাহ্ আপনি অনেক সুন্দর আর্ট করেন ভাই। আপনার আর্টটা অসাধারণ হয়েছে আমার কাছে অনেক ভালো লাগলো প্রাকৃতিক দৃশ্য। এগিয়ে যান ভাই শুভ কামনা রইলো।
ধন্যবাদ
প্রাকৃতিক দৃশ্য নিয়ে অনেক সুন্দর একটা দৃশ্য অংকন করেছেন। আপনি যে এতো সুন্দর ছবি আঁকতে পারেন তা আমার জানা ছিল না। সুন্দর একটি দৃশ্য আমাদের মাঝে উপস্থাপন করেছেন।ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে
অংকন ভালোই করেছেন।তবে কালার করলে ভালো লাগত আরো। যাই হোক খুব সুন্দর অংকন করেছেন ভাই। আপনার উপস্থাপন ভালো লাগল আমার। ধন্যবাদ ভাই চমৎকার একটা পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল 💞🥰
ধন্যবাদ ভাই ❤️
ভাই দারুণ আর্ট করেছেন আপনি তবে চেষ্টা করবেন কালরফুল আর্ট করার জন্য, তাহলে আপনার পোস্ট দেখতে অনেক সুন্দর লাগবে।
ধন্যবাদ
আপনি অনেক সুন্দর একটি চিত্র অংকন করেছেন। বেশ চমৎকার লাগলো আপনার অংকন দেখে। আপনি বেশ চমৎকার অংকন করতে পারেন। প্রতি টি ধাপ সুন্দর করে আমাদের সাথে শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপনাকে
পেন্সিল দিয়ে খুব সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য অংকন করেছেন আপনি। রাস্তা পাহাড় গাছ বাড়ি সবকিছুই ফুটিয়ে তুলেছেন পোস্টের মাধ্যমে। আপনি হয়তো খুব সুন্দর অঙ্কন করতে পারেন ভাই। শুভকামনা রইল খুব সুন্দর একটি পোস্ট করেছেন আপনি ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ
আপনি পেনসিল দিয়ে খুবই সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য এঁকেছেন। ঘর, গাছ, পাহাড়,, রাস্তা সবকিছুই আছে আপনার আঁকান ছবিতে। ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপু
পেন্সিল দিয়ে প্রাকৃতিক দৃশ্য অংকনটি দারুণ হয়েছে। অংকনটি দেখে মনে হচ্ছে আপনি বেশ ভালোই আঁকতে পারেন। অংকনের প্রতিটি ধাপ ও আপনি সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ ভাইয়া অংকনটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু