🎮||Steem -bangladesh Contest :game review -Marvel future fight🎮 ||BY-@ahosan01 (17-05-2021)🎮

in Steem Bangladesh3 years ago (edited)

* আসলামুআলাইকুম।

  • আপনারা সবাই কেমন আছেন?

  • আশা করি আপনারা অনেক অনেক ভাল আছেন সেই সাথে আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি।

  • আমি মোঃ আহসান হাবীব। আমার steemit id @ahosan01,আজকে @steem-bangladesh কর্তৃক আয়োজিত "গেম রিভিউ"প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি। আশাকরি আপনাদের আমার "গেম রিভিউটি"অনেক ভালো লাগবে।

  • আমার পছন্দের গেমটির নাম" Marvel future fight ".

  • এই গেমটি একটি জনপ্রিয় গেম। 2020 সালের জনপ্রিয়তা অর্জন করেছে। গেমটি খুবই ব্যপক প্রভাব বিস্তার করেছে।

  • এই গেমটি 2021 সালের বর্তমান সময়ে খুবই আপডেট সম্পন্ন হয়েছে কিন্তু খুবই দুর্দান্ত ভাবে উপস্থাপন করেছে আমাদের মিডিয়াতে অনেকেই এই গেমটি নিয়ে খুবই তৎপর দারুন গেমটি 2020 সালে যেমন ছিল তার থেকে অনেক টা আপডেট করে 2021 সালে এই গেমটি ব্যাপকভাবে সাড়া জাগিয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি গেম বর্তমানে।

  • এই গেমটি আপনারা যারা এখনো খেলেননি, অবশ্যই অবশ্যই করে গেমটি খেলবেন।আশাকরি খুবই মজা পাবেনগেমটি খেলে। কারণ গেমটি খুবই আপডেট সম্পন্ন একটি গেম যা 2020 সালের থেকে অনেকটা এগিয়ে।

  • তবে আপনারা যারা অ্যাভেঞ্জার মুভিটি দেখেছেন অবশ্যই তারা খুবই ভালভাবে বুঝতে পারবেন গেমটির সম্পর্কে। তবে চলুন দেখা যাক আমার গেমটির পর্যালোচনা।

Screenshot_2021-05-17_154354.jpg

  • আপনারাও ছবিতে অবশ্যই দেখতে পাচ্ছেন এই গেমের প্রধান প্রতিবাদ তার একটি লুকিং ছবি।
  • এই গেমটির পর্যালোচনা ব্যাপকহারে যতটা হয়েছে তার সম্পূর্ণটা আমিও শেষ করতে পারবো না যতটুকু সম্ভব হয় বিশেষ বিশেষ কিছু মুহূর্ত আপনাদের মাঝে তুলে ধরব। আশা করি আপনারা বুঝতে পারবেন এই গেমের গুরুত্ব টুকু।

Screenshot_2021-05-17_161704.jpg

  • এই গেমটি তে যে সমস্ত হিরো এবং হিরোইনের সঙ্গে অ্যাকশন প্রতিহত করেছে তাদের ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন।এই গেমটির হিরোইন যাকে সব সময় হিরোর সঙ্গে ওতপ্রোতভাবে থাকেন।

Screenshot_2021-05-17_161727.jpg

Screenshot_2021-05-17_161956.jpg

  • গেমটিতে নায়ক এর যুদ্ধ করার সময় যে সমস্ত আপডেট কাজগুলো করতে হয় এবং এই গেমটিতে যে সমস্ত গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে খুবই সুন্দর একজনের পুরোটাই অ্যাভেঞ্জার মুভির গ্রাফিক্স স্টাইল যা আমাদের মাঝে খুবই সুন্দর প্রভাব বিস্তার করেছে খুবই ভালো গেম খেলতে অত্যান্ত মুগ্ধকর।

Screenshot_2021-05-17_163215.jpg

Screenshot_2021-05-17_161802.jpg

  • এই গানটিতে যে সমস্ত সমস্ত অস্ত্র ব্যবহার করা হয়েছে সবগুলোই আপডেট সম্পন্ন হচ্ছে খুবই শক্তিশালী অস্ত্র যেগুলো গেমটিতে নাগ ব্যবহার করে থাকে যুদ্ধ করার জন্য ভিলেনদের সঙ্গে আপনার ব্যক্তি হচ্ছেন অ্যাভেঞ্জার সিনেমা একটি লোহার আবরণ দিয়ে শরীরটা ভালো থাকে ঠিক তেমনি এই গেমের শরীরটা তেমনি ভাবে পড়ানো উপর থেকে যখন নিচে নেমে আসে উঠতে উঠতে তখন যে দৃশ্যটি ফুটে ওঠে ঠিক তেমনই দেখতে পাচ্ছেন একটি খুবই আকর্ষণীয় একটি গেম।

Screenshot_2021-05-17_163221.jpg

  • এই গেমটির নায়িকা নাতাশা একটি ব্ল্যাক কালারের পোশাক পরিহিত থাকে সবসময় খুবি আক্রমনাত্মক যুদ্ধ করে থাকে।

Screenshot_2021-05-17_162138.jpg

Screenshot_2021-05-17_162125.jpg

  • এই গেমটির সবচেয়ে বড় ভিলেন।যে কোন নায়কের সঙ্গে বিরাট যুদ্ধ করার একটি দৃশ্য দেখতে পাচ্ছেন বিমানটির হাতে একটি বড় ধরনের ফালা জাতীয় অস্ত্র খুবই ভয়ঙ্কর এবং মারাত্মক যোদ্ধা।

Screenshot_2021-05-17_161715.jpg

Screenshot_2021-05-17_162712.jpg

  • আপনারা যারা অ্যাভেঞ্জার মুভিটি দেখেছেন অবশ্যই দেখেছেন সেই মুভির গ্রাফিক্স গুলো ঠিক এই মুভির গ্রাফিক্স গুলোর মত করেই এই গেমটির গ্রাফিক্স গুলো তৈরি করা।গেমটিতে যে সমস্ত গুলি ভারত গুলো ব্যবহার করা হয়েছে খুবই আকর্ষণীয় দেখতে পাচ্ছেন নায়ক এর চারপাশে গুলির এবং বোমার দৃশ্য।

Screenshot_2021-05-17_162643.jpg

Screenshot_2021-05-17_161940.jpg

  • এই গেমটির জে মিসন রয়েছে তার তিন ধাপে রয়েছে।ছোট ছবিতে দেখতে পারছেন মেশিন গুলো কমপ্লিট হবে কমপ্লিট লেখাটির দেখাবে এবং ছবিতে দেখতে পাচ্ছেন যেভাবে এগুলো কমপ্লিট হলে দেখায় সেটা আপনার জানার জন্য প্রস্তুত করতেছি।
  • এই গেমটি তে বিভিন্ন রকমের ক্ষমতা প্রদান করা রয়েছে নাকের ভিতর কারণ একটি পর্যায়ে তার কতগুলো ব্যবহার করা হয়।

Screenshot_2021-05-17_163241.jpg

Screenshot_2021-05-17_163229.jpg

  • গেমটি খেলার জন্য মোবাইলে যে ভিডিও গেমটি সুন্দরভাবে নিয়ন্ত্রণ করা হয় তার জন্য মোবাইলের বাম সাইডে একটি স্টিয়ারিং দেয়া থাকে এবং ডান সাইডের কিছু নিয়মকানুন দেয়া থাকে যেগুলো আমরা এই গেমটি খেলার জন্য ব্যবহার করে থাকি কিন্তু খুবই দুর্দান্ত একটি গেম 7.01ভার্সন গেম খুবই সুন্দর একটি গেম জানা থাকলে পরিপূর্ণভাবে বুঝতে সমস্যা হবে আপনারা অবশ্যই অবশ্যই গেমটি খেললে আশা করি।
    thanks all..
    @ahosan01
Sort:  

khub valo review korcen

 3 years ago 

Thank you so much.

khub vlo hoise vai

 3 years ago 

thank you so much.

 3 years ago 

ahosan01

Looking good but I think there are some contradictions in your writing. If you are not comfortable in Bangla, try to write in english.

 3 years ago 

Thank you so much brother. I will try to write in English next.

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 67817.92
ETH 3505.79
USDT 1.00
SBD 3.20