Contest/music/"বাড়ির কাছে আরশী নগর"/ @sajjad26 [11-6-2021]

in Steem Bangladesh3 years ago

Song lyrics

বাড়ির কাছে আরশী নগর
সেথা পড়শী বসত করে,
একঘর পড়শী বসত করে
আমি একদিনও না দেখিলাম
তারে।।

গেরাম বেড়ে অগাধ পানি
নাই কিনারা নাই তরণী, পারে,
বাঞ্ছা করি দেখব তারে,
কেমনে সেথা যাই রে, আমি
কেমনে সেথা যাই রে,
একদিনও না দেখিলাম তারে।

কি বলবো পড়শীর কথা
হস্ত পদ স্কন্ধ মাথা, নাই রে,
ক্ষণেক থাকে শূণ্যের উপর,
ক্ষণেক ভাসে নীরে,
ওসে ক্ষণেক ভাসে নীরে,
আমি একদিনও না দেখিলাম তারে।

পড়শী যদি আমায় ছুঁতো,
যম যাতনা সকল যেতো, দূরে,
সে আর লালন একখানে রয়,
লক্ষ যোজন ফাঁক রে, তবু
লক্ষ যোজন ফাঁক রে,
আমি একদিনও না দেখিলাম তারে।

thanks steem-bangladesh 💝

thank you all❤️

Sort:  
 3 years ago 

Outstanding vai..apr tounge

 3 years ago 

Dhonnobad bhi.❤️

খুব প্রিয় একটা গান আমার

 3 years ago 

আমারও খুব প্রিয়

 3 years ago 

সুন্দর একটি পরিবেশনা

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 70971.83
ETH 3830.80
USDT 1.00
SBD 3.41