ফটোগ্রাফি : পাতা বিহীন গাছের ফটোগ্রাফি

in Beauty of Creativity8 months ago

হ্যালো প্রিয় বন্ধুরা,

কেমন আছেন বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার সুস্থ এবং ভালো থাকার কামনা করছি। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনের মত আজও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটা পোস্ট নিয়ে। আমি সবসময় ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। কোথাও গেলে আমি চেষ্টা করি বিভিন্ন ধরনের ফটোগ্রাফি গুলো করার। বিশেষ করে ফুল কিংবা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতেও আমি পছন্দ করি। আমি যখনই সময় পাই বিভিন্ন কিছুর ফটোগ্রাফি করার চেষ্টা করি। আমি মনে করি ফটোগ্রাফি করাটা ও একটা শিল্প। যেটা আমার খুবই ভালো লাগে। তাই জন্য আজকে আপনাদের সামনে খুব সুন্দর একটি ফটোগ্রাফি নিয়ে আসলাম। আশা করব আমার ফটোগ্রাফি টা আপনাদের সবার ভালো লাগবে।

আজকে আমি আপনাদের মাঝে পাতা বিহীন একটি গাছের ফটোগ্রাফি নিয়ে আসলাম। এই গাছগুলো দেখতে অনেক সুন্দর হয়ে থাকে। আমার কাছে পাতাবিহীন গাছ আমার কাছে অনেক সুন্দর লাগে। পাতাবিহীন গাছ আকাশের সাথে দেখতে অনেক সুন্দর লাগে। যেমন আজকের এই পাতা বিহীন গাছের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ছিল। পাতা বিহীন গাছ অনেক মানুষ অনেক পছন্দ করে। আমার কাছে এরকম গাছ দেখতে এবং ফটোগ্রাফি করতে অনেক সুন্দর লাগে। এই গাছের ফটোগ্রাফি আমি এমন একদিন রাস্তায় ঘুরতে ছিলাম এই তখন ফটোগ্রাফি গুলো করি। আমার কাছে এরকম ঘোরাঘুরি করে ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে। আশা করি ফটোগ্রাফি গুলা আপনাদের কাছে ভালো লেগেছে, ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই ।

IMG-20250412-WA0000.jpg

IMG-20250412-WA0001.jpg

IMG-20250412-WA0002.jpg

IMG-20250412-WA0003.jpg

IMG-20250412-WA0004.jpg

device : Redme note 11
লোকেশন


পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসRedmi note 11
ফটোগ্রাফার@nhriyad
লোকেশনবাংলাদেশ

IMG-20220603-WA0000.jpg

ধন্যবাদ সবাইকে

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟