খুব সুন্দর একটি আপেল বাড়ির আর্ট| 10% beautycreativity
সবাই কেমন আছেন। আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি আপনাদের সাথে একটি আর্ট শেয়ার করব। আশা করি আপনাদের সবার আর্টটি অনেক ভালো লাগবে।
উপকরণ
আঁকার খাতা
পেন্সিল
রাবার
কলম
রং
প্রথমে আমি একটি খাতাও কলম নিলাম। তারপর কলমের সাহায্যে আমি একটি স্কেচ তৈরি করে নিলাম।
এরপর আমি গোলাপি কালার দিয়ে আপেলের উপরের অংশটার মধ্যে কালার করে নিলাম।
তারপর আমি আপেলের মাঝখানে জানালা গুলোর মধ্যে নীল কালার দিয়ে কালার করে নিলাম ।
এরপর আমি টিয়া ও হলুদ কালার দিয়ে দরজাটির মধ্যে কালার করে নিলাম।
এরপর কমলা ও সবুজ কালার দিয়ে দাঁড় ও পাতাটির মধ্যে কালার করে নিলাম ।আর এভাবে আজকের আর্ট করা শেষ করলাম । আশা করবা আজকের আর্ট আপনাদের ভালো লাগবে।








https://x.com/Ride8771/status/1905248809359495556?t=UeCA2IoRdrlLSjavmVCngA&s=19
Your skilled artist is drawing every detail of this art.