প্লাম্বাগো অরিকুলাটা ফুল ফটোগ্রাফি | 10% beautycreativity

in Beauty of Creativity9 months ago

সবাই কেমন আছেন। আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। আজকের সম্পূর্ণ খুবই সুন্দর একটি বিষয় নিয়ে এসেছি। আজকে আমি অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ফটোগ্রাফি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। এখন যেকোনো নতুন কিছু দেখলে ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে। এজন্য আজকে ফটোগ্রাফি গুলো আপনাদের সামনে শেয়ার করলাম। আশা করি আজকের ফটোগ্রাফি আপনাদের ভালো লাগবে।

আজ আমি আপনাদের মাঝে অনেক সুন্দর একটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করতে চলেছি। আমার কাছে ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে। আর আজকে আমি আপনাদের মাঝে অন্যরকম একটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। এর আগে কোনদিনও আপনাদের মাঝে এই রকমের ফটোগ্রাফি শেয়ার করিনি। আমি আশা করব আজকের এই ফটোগ্রাফি আপনাদের কাছে ভালো লাগবে ।আজকে শেয়ার করছি প্লাম্বাগো অরিকুলাটা ফুল। এই ফুলটি দেখতে ভীষণই সুন্দর দেখা যায়। আমি এর আগে কখনো এই ফুলটি দেখিনি কিংবা এই ফুলটির নাম শুনিনি।প্লাম্বাগো অরিকুলাটা ফুল আমার কাছে ভীষণই ভালো লেগেছে। এই ফুলগুলো একসাথে অনেকগুলো থাকায় দেখতে ভীষণ ভালো লাগে। ফুলগুলোর মধ্যে সাদা ও নীল কালারের হালকা ছাপা থাকায় ফুলটি দেখতে ভীষণ ভালো লাগে। আর ফুলটি গাছটি উচ্চতায় প্রায় ৬ ফিটের মত হয়ে থাকে। আর এজন্য এই ফুলটি আমার কাছে ভীষণ ভালো লাগে। এই ফুলটির পাতাগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। কিছুদিন আগে আমি আমার ছোট খালামণির বাড়িতে গিয়েছিলাম বেড়াতে । তখন তাদের বাড়ির পাশে একটি বাড়ির সামনে এই গাছটি দেখে ভীষণ ভালো লেগেছিল । আর ফুলগুলো ফুটে থাকায় আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। আর তা দেখে কিছু ফটোগ্রাফি করেছিলাম ।আর তা আজকে শেয়ার করছি । আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

1000026080.jpg

1000026081.jpg

1000026083.jpg

1000026082.jpg

লোকেশন

device : Redme note 9

IMG-20220603-WA0000.jpg

ধন্যবাদ সবাইকে

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...uocepuhthjpwhGDzN6BQpNuyvctwmWpcG7n5KM7iFfRvZgwhvLH9LuW5XCyNFxmfsRpYTSN33VAtN6QVQZR5uDiSFQSjbTos9CGPrXoJtVDUShzqEVyhxRQYCN.png