You are viewing a single comment's thread from:

RE: কন্টেস্ট:- আমার জীবনের প্রথম প্রেম কাহিনী একটি না বলা ভালোবাসা ||

চোখে কাজল মায়াবী হাসি দেখে মাইনুনা ভাই পড়ে গেছে প্রেমে। বলতে না পারা ভালোবাসা পূর্ণতা পাবে একদিন,, সেই দিন বোবা প্রেমের গল্পকে ইতি টেনে প্রিয় মানুষটাকে কাছে নেবেন টেনে। সেইদিন হাজার শূন্যতাকে পূর্ণতা দিয়ে তারই দুটি চোখের মধ্যে দেখবেন পুরো বিশ্বটাকে। সারাদিনের ক্লান্তি মনোভাব তার চোখের দিকে তাকালেই যাবে কেটে। সেই দিন তার মায়াবী হাসি দেখে আপনার মনে হবে আপনি কোন একা অজানা রূপকথার দেশে হারিয়ে গেছেন। তার হাসিমাখা মুখে অনন্য গুণসম্পন্ন, ভালোবাসার তীর মাখা গান গান শুনে তাকে নিয়ে কল্পনাতেই অজানা কোন রূপকথার রাজ্যে হারিয়ে যাবেন।

সর্বশেষে একটা কথাই বলতে চাই, আপনি যে তাকে নীল শাড়িতে দেখতে অনেক পছন্দ করেন এইটা কিন্তু পোস্ট উল্লেখ করেননি । আমরা অন্যভাবে জানতে পারছি এটা অনেক দুঃখজনক 😊।আর আপনি যার সম্পর্কে লিখেছেন, ওই আপুটা অনেক ভাগ্যবান হবে যদি আপনার মত কেয়ারিং একজন জীবনসঙ্গী পায়। দোয়া করি আপনার ভালবাসা পূর্ণতা পাক ।

Sort:  
 2 years ago (edited)

সেরা কমেন্ট। আপনি গল্পটা অনেক সুন্দর করে পড়েছেন 😊❤️