Sort:  
 2 years ago 

প্রথমে আপনার জন্য শুভকামনা রইলো ।আপনার প্রথম প্রেমের অনুভূতিগুলো আপনি আমাদের সাথে চমৎকার ভাবে শেয়ার করেছেন। এতদিন তো জানতাম আপনি মেয়েদের নীল শাড়িতেই আটকান ,এখন তো দেখি চোখের কাজল আর হাসিতে আটকান। অনেক সুন্দর ভাবে গুছিয়ে গল্পটা আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার ভালো লাগার মানুষটি সম্পর্কে বেশ কিছু কথা আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আরো অনেক কথা বলা হয় নাই।
ধন্যবাদ।

হাত দেখে তো মনে হচ্ছে ছেলে মানুষের 😃

কাজল দিলে কেমন লাগে মেয়েদের এমনটা কখনও আমি দেখি নি৷ হয়তো ভালোই লাগে তোমার পোস্ট পড়ে যা বুঝলাম। প্রথম প্রথম কথা বলতে গেলে মুখ দিয়ে কথা বের হয় না৷ এটাই স্বাভাবিক ব্যাপার। পরে আবার ঠিক হয়ে যায়৷ ট্রাই করো ইনশাআল্লাহ সে মেয়ে চলে আসবে তোমার জীবনে।

 2 years ago 

দোয়া করেন ভাই 😊।

 2 years ago 
DescriptionInformation
plagiarism-free
#steemexclusive
Ai Content - free

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.

 2 years ago 

আপনি বেশ চমৎকার একটি প্রেমের কাহিনি আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার এ গল্প শুনে আমার প্রান জুড়ে গেল।আপনি মেয়ের হাসিতে পাগল হয়ে গেছেন সেটা শুনে ভালো লাগলো।হঠাৎ করে মেয়ের কাছে গেলে ভয় লাগে সবার।আমারও এমন হত পরে ঠিক হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি গল্প আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ।

 2 years ago 

আপনি অনেক সুন্দর হুমায়ুন ফরিদি স্যারের প্রেমের সংজ্ঞা দিয়েছেন।আপনার প্রতিটি অনুভূতি আমাদের সাথে শেয়ার করেছেন পড়ে অনেক ভালো লাগলো।যাকে মন থেকে মানুষ ভালোবাসে তাকে প্রথম দেখার অনুভূতি কখনো ভুলতে পারেনা।অনেক সুন্দর করে গুছিয়ে লিখেছেন।শুভ কামনা রইলো আপনার জন্য। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অনুভূতি তো মনে গেথে গেছে আফা 😊।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

যদি ভাগ্য থাকে তাহলে এমনিতেই চলে আসবে। তবে তোমার হাল ছারলে হবে হবে। মাধাবি মুখের হাসিটার যেন তেমার এ হোক সেটার জন্য দেয়া করি। তোমার জীবনেট গল্পটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ধন্যবাদ।

 2 years ago 

আমি চাই আপনার ভালোবাসা পূর্ণতা যেনো পায়। নীল শাড়ী পড়ে চোখে কাজল দিয়ে আপনার সামনে এসে হাজির হোক। যাকে ভালোবাসেন তাকে মন খুলে বলতে হয়। মেয়েরা আকার ইঙ্গিত বেশি পছন্দ করে না ,তাদেরকে মন খুলে বলতে হয়। ভালোবাসা যদি প্রকাশ করা না যায়, তাহলে ভালোবাসা অপূর্ণতায় থেকে যায়। ভালোবাসা সুন্দর। আমি চাই তাড়াতাড়ি সে আপনার জীবনে আসবে। শুভকামনা রইল সবসময়।

 2 years ago 

ভালো মন্তব্য ভাই।

চোখে কাজল মায়াবী হাসি দেখে মাইনুনা ভাই পড়ে গেছে প্রেমে। বলতে না পারা ভালোবাসা পূর্ণতা পাবে একদিন,, সেই দিন বোবা প্রেমের গল্পকে ইতি টেনে প্রিয় মানুষটাকে কাছে নেবেন টেনে। সেইদিন হাজার শূন্যতাকে পূর্ণতা দিয়ে তারই দুটি চোখের মধ্যে দেখবেন পুরো বিশ্বটাকে। সারাদিনের ক্লান্তি মনোভাব তার চোখের দিকে তাকালেই যাবে কেটে। সেই দিন তার মায়াবী হাসি দেখে আপনার মনে হবে আপনি কোন একা অজানা রূপকথার দেশে হারিয়ে গেছেন। তার হাসিমাখা মুখে অনন্য গুণসম্পন্ন, ভালোবাসার তীর মাখা গান গান শুনে তাকে নিয়ে কল্পনাতেই অজানা কোন রূপকথার রাজ্যে হারিয়ে যাবেন।

সর্বশেষে একটা কথাই বলতে চাই, আপনি যে তাকে নীল শাড়িতে দেখতে অনেক পছন্দ করেন এইটা কিন্তু পোস্ট উল্লেখ করেননি । আমরা অন্যভাবে জানতে পারছি এটা অনেক দুঃখজনক 😊।আর আপনি যার সম্পর্কে লিখেছেন, ওই আপুটা অনেক ভাগ্যবান হবে যদি আপনার মত কেয়ারিং একজন জীবনসঙ্গী পায়। দোয়া করি আপনার ভালবাসা পূর্ণতা পাক ।

 2 years ago (edited)

সেরা কমেন্ট। আপনি গল্পটা অনেক সুন্দর করে পড়েছেন 😊❤️