||স্টীম ফর ট্রাডিশন কমিউনিটি হ্যাংআউট|| পর্ব : ৩৯

in STEEM FOR TRADITIONN8 months ago (edited)

Hello friends

আসালামুআলাইকুম,
আশা করি সবাই অনেক ভাল আছেন



Polish_20230921_091417267~2.jpg

স্টীম ফর ট্রাডিশন কমিউনিটিতে আজ ছিল ৩৯ তম হ্যাংআউট। আমি হ্যাংআউটে আলোচিত বিষয়গুলি তুলে ধরবো ৷সকলের সহযোগিতায় হ্যাংআউট সফলভাবে সম্পন্ন করতে পেরেছি৷আমরা হ্যাংআউট কয়েকটি ধাপে সাজিয়েছি।



হ‍্যাংআউটে উপস্থিত মডারেটর এবং সদস্যরা৷ আমি স্ক্রিনশট নিয়েছি৷

Screenshot_20230920-203555.jpg

Screenshot_20230920-203158.jpg



হ্যাংআউট শুরু হয় রাত ৮:৩০ মিনিটে। উপস্থাপনা করি আমি @selimreza1. হ‍্যাংআউটের শুরুতে কথা বলেন মডারেটর শামীম ভাই। বেশ কিছুদিন যাবত সার্ভারের সমস্যার কারণে অনেকে বড় পোস্টগুলো করতে পারতেছে না। আপনারা স্টীম প্রো অ্যাপ দিয়ে সহজেই পোস্ট করতে পারবেন। মেম্বারদের উদ্দেশ্য আরো গুরুত্বপূর্ণ কথা বলেন। তারপর আমি একজন নতুন মেম্বারের সাথে সরাসরি কথা বলি। আমাদের কমিউনিটির সমস্ত নিয়ম-কানুন গুলো তাকে অবহিত করি। তারপর কমিউনিটির বিভিন্ন বিষয় নিয়ে মেম্বারদের উদ্দেশ্যে বেশ কিছু কথা বলি। এখন থেকে কমেন্ট করার সময় ৩০ মিনিট বৃদ্ধি করা হয়েছে। রাত ৯ টা ৩০ মিনিট পর্যন্ত কমেন্ট করার সময় পাবেন। ডিসকোর্ড নিয়ে বেশ কিছু কথা বলি। এখানে আমরা এমন কোন বিষয় নিয়ে আলোচনা করব না যাতে অন্য কেউ বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ে। আমার কথা বলা শেষ হলে মডারেটর শামীম ভাই কমেন্ট এবং ডিসকোর্ড এর রেজাল্ট ঘোষণা করেন। আজকের হ‍্যাংআউট এর সবচেয়ে আকর্ষণীয় যে বিষয় ছিল সেটি হচ্ছে একটি কন্টেস্টের রেজাল্ট। এই রেজাল্ট শোনার জন্য সকল মেম্বার অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন। আমি তৌফিক ভাইকে ধন্যবাদ দিতে চাই এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য। এরপর কন্টেস্টের রেজাল্ট ঘোষণা করা হয়। প্রথম দ্বিতীয় এবং তৃতীয় যারা হয়েছেন তাদের অনুভূতিগুলো আমরা সরাসরি শোনার চেষ্টা করি। প্রথম এবং তৃতীয় যিনি হয়েছেন তাদের অনুভূতিগুলো আমাদের সাথে শেয়ার করেন। বিনোদন পর্বে মাইনুনা ভাই আমাদের একটি কবিতা শোনান। তারপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বেশিরভাগ মেম্বার কুইজ প্রতিযোগিতা অংশগ্রহণ করেন। হ‍্যাংআউটে আমরা অসাধারণ সময় কাটিয়েছি।


কন্টেস্ট

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScWQaM3mmvtxGLDiXcQLkrT9wQuLEU6Wkp4Y7h8hz93uYXYW5w3iT4oh7u2GyveGy5dALymc8A99KYhFTXJiNbpb1gWqsHjMnCZTcAbwH7fL.jpeg
https://steemit.com/hive-131369/@toufiq777/3jjwsg

কন্টেস্টে অংশগ্রহণ করে যারা বিজয়ী হয়েছেন:
১ম:@aslamarfin
২য় :@rahul989
৩য়:@biplobsarker
৪র্থ :@rubayat02
৫ম :@kabir21
৬ষ্ট:@polash123
৭ম: @saikat01
৮ম :@mainuna


কমেন্ট

এ সপ্তাহে যারা ভাল কমেন্ট করে বিজয়ী হয়েছেন:

১ম : @biplobsarker
২য় : @rumana12
৩য় :@aslamarfin
৪র্থ :@afsanaety
৫ম :@rahulkazi


ডিসকোর্ড

এই সপ্তাহে যারা ডিসকোর্ডে বেশি সময় দিয়ে বিজয়ী হয়েছেন:

প্রথম:@afsanaety
দ্বিতীয় :@biplobsarker


কুইজ প্রতিযোগিতা

Screenshot_20230920-214304.jpg

কুইজ প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন:

@mainuna
@biplobsarker
@rahul989



আমি হ‍্যাংআউটের শেষ পর্যায়ে আরো কিছু কথা বলি। ৮:৩০ মিনিটে হাংআউট শুরু হয়ে ৯:৪৫ মিনিটে শেষ হয়। সকলের সহযোগিতায় কমিউনিটি অনেকদূর এগিয়ে যাবে,সবাই যদি কমিউনিটির নিয়ম মেনে চলে।আপনারা সর্বদা স্বচ্ছতার সাথে কাজ করুন।আমাদের কমিউনিটিতে কোন অবৈধ কর্মক্ষেত্র নেই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে হ্যাংআউট সমাপ্ত ঘোষণা করি।

Sort:  
 8 months ago 

অসাধারণ মুহুর্ত, প্রতি বুধবার অপেক্ষা করি হ্যাং আউট এর জন্য।হ্যাংআউটে অনেক সুন্দর সময় পার হয় আমাদের। আপনার উপস্থাপনা অনেক সুন্দর হবে, আপনার কথা গুলো সবাইকে মুগ্ধ করে দেয়। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটি হ্যাংআউট পরিচালনা করার জন্য।

 8 months ago 

অনেক ধন্যবাদ ভাই

 8 months ago 

আমরা প্রতি সপ্তাহে হ্যাংআউটে অনেক মজা করে থাকি। তবে এ সপ্তাহে হ্যাংআউটে আমরা সব থেকে বেশি আনন্দ পেয়েছি। কারণ আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি। এবারের সবথেকে মজার বিষয় ছিল ভালোবাসা নিয়ে যে কনটেস্টের আয়োজন করা হয়েছিল সেটির রেজাল্ট। আমরা অনেকে এখানে অংশগ্রহণ করেছি এবং আমরা সবাই সবার জীবনের প্রেমের গল্প জানতে পেরেছি। ধন্যবাদ সবাইকে এত সুন্দর করে তাদের গল্প গুলো আমাদের জানার জন্য। আমার বেশ ভালো লাগে সেলিম ভাইয়ের উপস্থাপনা। সেলিম ভাই অসাধারণ উপস্থাপনা করে থাকেন। তার উপস্থাপনা শুনতে এতটাই ভালো লাগে যে হ্যাংআউটে বেশ সময় ধরে থাকতে ভালো লাগে।ধন্যবাদ।

 8 months ago 

অনেক ধন্যবাদ দাদা সুন্দর মন্তব্য করার জন‍্য

 8 months ago 

যদিও স্টিম ফর কমিউনিটির এটি আমার প্রথম প্রোগ্রাম, তথাপিও আমি কিন্তু বেশ ইনজয় করেছি এবারের হ্যাং আউট পর্বটি। অনুষ্ঠানের প্রতিটি পর্বই ছিল টানটান উত্তেজনা। বিশেষ করে পরস্কার বিতরনী পর্বটি আমার অনেক ভালো লেগেছে। কিন্তু নিজের একটু ভুলের জন্য আমি পরস্কার হতে হয়ত পিছিয়ে গেছি। আশা করি আগামীিতে কমিউনিটির সকল নিয়ম কানুন ‍গুলো মেনে নিয়ে আগামী তে কমিউনিটির সাথে পথ চলতে পারবো। ধন্যবাদ সুন্দর করে প্রতিবেদন টি প্রকাশ করার জন্য।

 8 months ago 

প্রতি সপ্তাহে এত সুন্দর একটি হ্যাংআউট এর আয়োজন করার জন্য স্টিম ফর ট্রাডিশন কমিউনিটির সকল মডারেটরদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রতিবার হ্যাংআউটে আমাদের কমিউনিটির বিভিন্ন ধরনের রুলস ও আমাদের সকলের সাপ্তাহিক কার্যক্রম গুলো সুন্দরভাবে আলোচনা করা হয়। কন্টেস্টের রেজাল্ট, কমেন্টের রেজাল্ট ,ডিসকোডের রেজাল্ট এবং কুইজে অংশগ্রহণ, বিনোদন পর্ব সহ সবমিলিয়ে অনেক সুন্দর একটি সময় কাটে এই হ্যাংআউটে । আশা করি এভাবেই ১০০ তম হ্যাংআউট পর্যন্ত আমরা সবাই সুন্দর ভাবে কাজ করবো।

 8 months ago 

প্রত্যেক সপ্তাহের বুধবার আমি মূলত বিকালের পর থেকে হ্যাংআউটে জয়েন করার প্রিপারেশন নেই। হ্যাংআউট জয়েন করতে আমার খুবই ভালো লাগে। এর মাধ্যমে আমরা কমিউনিটির বিশেষ কিছু নিয়ম সম্পর্কে জানতে পারি। তবে এবারের কনটেস্ট এর রেজাল্ট নিয়ে আমি খুবই উৎসুক ছিলাম। কারণ সবাই তাদের জীবনের প্রেম কাহিনী শেয়ার করেছিলেন এবং মোটা অংকের একটি প্রাইজ মানি দেওয়া হয়েছে। এ সপ্তাহে আমাদের কমিউনিটির কিছু নতুন নিয়ম হয়েছে। এই প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন সবাইকেই অভিনন্দন জানাচ্ছি।আশা করি আমরা আমাদের কমিউনিটির নিয়ম কানুন গুলো মেনে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 8 months ago 

হ্যাংআউট এর সময়টা কিভাবে পার হয়ে যায় সত্যি বলতে বুঝতেই পারিনা।সেলিম ভাইয়ের কথা,বিজয়ীদের নাম ঘোষনা,বিনোদন পর্ব,কুইজ সব মিলিয়ে সময়টা অনেক সুন্দর কাটে আমাদের।এক বা দেড় ঘন্টা বুঝা যায়না কখন সেটা শেষ হয়।প্রতি বুধবার আমরা এ সময়টা অপেক্ষা করি।অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি হ্যাংআউট পরিচালনা করার জন্য।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 69149.45
ETH 3824.39
USDT 1.00
SBD 3.50