You are viewing a single comment's thread from:

RE: স্টিম নিউজ @ 19 এপ্রিল 2024: মে মাসের কমিউনিটি কিউরেটর পদের জন্য আবেদন করতে পারবেন এখন।

in Steem For Bangladeshlast month

ধন্যবাদ ভাই আপনার সুন্দর প্রশ্নের জন্য। স্টিমিট প্লাটফর্মের গুরুত্বপূর্ণ সকল আপডেট এবং ইউজারদের অসাধারণ গুরুত্বপূর্ণ কন্টেন্ট যেমন আপনার পোস্ট থেকে অনেক কিছুই শেখার আছে যা ইউজারদের কাছে উপস্থনের জন্য pennsif স্যার তার স্টিম নিউজে অন্তর্ভুক্ত করেন। আর আমরা নেটিভ দেশের ইউজার হিসেবে এটা নেটিভ কমিউনিটিতে আমাদের মাতৃভাষায় অনুবাদ করে পোস্ট করি যা প্রমোশন হিসেবে কাজ করে পাশাপাশি আমাদের নেটিভ ইউজার এই গুরুত্বপূর্ণ নিউজ সম্পর্কে জানতে পারে ।

Sort:  

কিন্তু সমস্যা হচ্ছে একই পোস্ট যদি বিশ্বের ৫০ টা ভাষায় ৫০ জন ট্রান্সলেট করে ৫০ বার ইনকাম করে এটা কতটা যৌক্তিক হয়? পোস্ট বা মূল কন্টেন্ট হচ্ছে একটি সেটা দেখে যখন অনেক জন মানুষ ইনকাম করে এটি হচ্ছে সমস্যা। যদি এমনটি করা হয়, ধরেন আমি একটি পোস্ট লিখলাম সেটি বিভিন্ন ভাষায় ট্রান্সলেট করে আরো ২০ বার পোস্ট করলাম। তাহলে একই পোস্ট দিয়ে ২০ বার ইনকাম করা হয়ে গেল না? এটাতো রিওয়ার্ড ফার্মিং।

আশা করছি এই বিষয়টি আপনাদের কমিউনিটিতে আলোচনা করবেন অন্যথায় এরকম ট্রান্সলেট পোস্টের মাধ্যমে রিওয়ার্ড ফার্মিং এর জন্য রিপোর্ট করা হবে। ধন্যবাদ।

@rme
@veigo
@sagor1233
@labib2000
@pennsif

 last month 

@rex-sumon এর সাথে আলোচনা করে উনি একটা সমাধানে উপনীত হয়েছেন ।

ওকে। ধন্যবাদ দাদা।

খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছেন ভাই।
উনি প্রমোশনের জন্য যদি এই পোষ্টটি ট্রান্সলেট করে থাকেন, সেক্ষেত্রে পে-আউট ডেকলাইন করে দেওয়ার সুযোগ রয়েছে সেটিংস থেকে।

এক্ষেত্রে রিওয়ার্ড ফার্মিং ও হলো না। নেটিভ ইউজারদের কাছে প্রমোশন ও হলো।

হ্যাঁ, রিওয়ার্ড নেয়া নিয়েই আমার আপত্তি। ডেক্লাইন করলে সমস্যা নাই

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.12
JST 0.031
BTC 67788.76
ETH 3783.67
USDT 1.00
SBD 3.52