স্টিম পাওয়ার আপ || 2550 STEEM POWER UP
হ্যালো বন্ধুরা,
আমার কাছে স্টিম আছে ২,৫৫৪ আর স্টিম পাওয়ার আছে ৭৫,৯৫৮ স্টিম। সুতরাং হাতে যেহেতু বেশ পরিমানে স্টিম আছে তাই একটা বড় অংকের পাওয়ার আপ করার সুযোগ আছে।
যেমন চিন্তা তেমন সিদ্ধান্ত, হাতে থাকা স্টিম এর পাশে ক্লিক করে পাওয়ার আপ অপশনটি বেছে নিলাম।
তারপর একটা নতুন উইন্ডো আসলো এবং সেখানে এমাউন্ট এর ঘরে ২,৫৫০ স্টিম সংখ্যা লিখে দিলাম।
তারপর পাওয়ার আপ বাটনে ক্লিক করলাম এবং পাওয়ার আপ নিশ্চিত করলাম।
এরপর পাসওয়ার্ড দিয়ে নিশ্চিত করার জন্য আরো একটা উইন্ডো আসলো, তারপর সেখানে এ্যাকটিভ কি দিয়ে নিশ্চিত করলাম।
ব্যস হয়ে গেলো কাংখিত অংকের পাওয়ার আপ। দেখুন পাওয়ার আপ করার পর আমার মোট স্টিম পাওয়ার হলো ৭৮,৫৪৮ স্টিম।
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।



| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR











Great post! Featured in the hot section by @punicwax.
আপনি খুবই বড় একটা এমাউন্ট পাওয়ার আপ করেছেন। আপনি যে টার্গেট নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন আমি আশা করি খুব শীঘ্রই তা পূরণ করতে সক্ষম হবেন। যত বেশি পাওয়ার, তত বেশি সক্ষমতা বৃদ্ধি, অভিনন্দন বড় একটা এমাউন্ট পাওয়ার আপ করার জন্য।