স্টিম পাওয়ার আপ || 2550 STEEM POWER UP

in Steem For Bangladeshyesterday

electricit.png

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। যদিও শীতের ঠান্ডা এই মুহুর্তে একটু বেশী আছে, আর সেটা নিদারুণভাবে সবাইকে কাহিল করে দিচ্ছে। কিন্তু তবুও জীবন এক গতিশীল বিষয় সেখানে থমকে যাওয়ার কোন সুযোগ নেই। আর এই কারণেই অতি উষ্ণতা কিংবা ঠান্ডা প্রকৃতি যেমনই থাকুক না কেন? আমাদের জীবনের গতিশীলতা ধরে রাখার চেষ্টা করতে হবে এবং এর কোন বিকল্প নেই। আমিও যেহেতু এই নিয়মের মাঝে রয়েছি সেহেতু আমিও চেষ্টা করে যাচ্ছি জীবনকে গতিশীল রাখার।

যাইহোক, আজকে অনেক দিন পর পাওয়ার আপ করেছি। যদিও আমি খুব একটা পাওয়ার আপ করার পোষ্ট করি না। আগে মাঝে মধ্যে করার চেষ্টা করতাম। কিন্তু তাই বলে আমি যে পাওয়ার করি না কিংবা পাওয়ার আপ করার বিষয়টি বিশ্বাস করি না, সেটা কিন্তু আপনারা বলতে পারবেন না। কিন্তু আজকে করছি কেন? ঐ যে ঠান্ডায় অবস্থা কাহিল, নতুন কিছু নিয়ে পোষ্ট করতে ইচ্ছে না করছে, তাই শর্টকাট পদ্ধতি ধরলাম হি হি হি। আপনারাও চাইলেও কিন্তু এমনটা করতে পারেন, কোন বাধা নিষেধ নেই হি হি হি। চলুন তাহলে পাওয়ার আপ করার ধাপগুলো দেখি-

Screenshot 2025-12-25 113013.png

আমার কাছে স্টিম আছে ২,৫৫৪ আর স্টিম পাওয়ার আছে ৭৫,৯৫৮ স্টিম। সুতরাং হাতে যেহেতু বেশ পরিমানে স্টিম আছে তাই একটা বড় অংকের পাওয়ার আপ করার সুযোগ আছে।

Screenshot 2025-12-25 113040.png

যেমন চিন্তা তেমন সিদ্ধান্ত, হাতে থাকা স্টিম এর পাশে ক্লিক করে পাওয়ার আপ অপশনটি বেছে নিলাম।

Screenshot 2025-12-25 113127.png

তারপর একটা নতুন উইন্ডো আসলো এবং সেখানে এমাউন্ট এর ঘরে ২,৫৫০ স্টিম সংখ্যা লিখে দিলাম।

Screenshot 2025-12-25 113200.png

তারপর পাওয়ার আপ বাটনে ক্লিক করলাম এবং পাওয়ার আপ নিশ্চিত করলাম।

Screenshot 2025-12-25 113250.png

এরপর পাসওয়ার্ড দিয়ে নিশ্চিত করার জন্য আরো একটা উইন্ডো আসলো, তারপর সেখানে এ্যাকটিভ কি দিয়ে নিশ্চিত করলাম।

Screenshot 2025-12-25 113314.png

ব্যস হয়ে গেলো কাংখিত অংকের পাওয়ার আপ। দেখুন পাওয়ার আপ করার পর আমার মোট স্টিম পাওয়ার হলো ৭৮,৫৪৮ স্টিম।

নিঃসন্দেহে আমার সক্ষমতা আগের তুলনায় দারুণভাবে বেড়ে গেলো। এটাই হলো পাওয়ার আপ করার দারুণ সুবিধা। আপনি কাংখিতভাবে কিংবা কাংখিত অবস্থান তৈরী করতে চাইলে আপনাকে কাংখিত পাওয়ার থাকতে হবে। পাওয়ার ছাড়া সত্যি সকল ক্ষেত্রে আপনার কোন মূল্য নেই। সুতরাং যারা দীর্ঘ সমযের জন্য কাজ করতে ইচ্ছুক এবং কাংখিত একটা অবস্থান তৈরী করতে চান, তাদের জন্য পাওয়ার আপ করার কোন বিকল্প অপশন নেই।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Great post! Featured in the hot section by @punicwax.

 yesterday 

আপনি খুবই বড় একটা এমাউন্ট পাওয়ার আপ করেছেন। আপনি যে টার্গেট নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন আমি আশা করি খুব শীঘ্রই তা পূরণ করতে সক্ষম হবেন। যত বেশি পাওয়ার, তত বেশি সক্ষমতা বৃদ্ধি, অভিনন্দন বড় একটা এমাউন্ট পাওয়ার আপ করার জন্য।