নিজের সাথে ঘটে যাওয়া এক ভূতিক গল্প।

in Steem For Bangladesh6 hours ago

Image cover

আজ আবারো চলে আসলাম নতুন এটি গল্প নিয়ে। কিন্তু আজকের গল্পটা হচ্ছে খুবই ভয়ানক একটি ঘটনা। আসলে আমি এবং আমার এক বন্ধু গিয়েছিলাম একটি পুরানো বাড়িতে।

বাড়িতে খুবই পুরানো একেবারে। যেখানে মানুষের আনাগোনা একেবারেই কম। আমি এবং আমার এক বন্ধু যখন গিয়েছিলাম দেখলাম নিরিবিলি একটি বাড়ি। দূর থেকে দেখেই মনে হয়েছে খুবই ভয়ানক বাড়ি। এরপর আমি এবং আমার বন্ধুও প্রবেশ করলাম বাড়ির ভিতরে।

ভেতরের দৃশ্যগুলো দেখতে খারাপ লাগতেছিল। কারণ অগোছালো জিনিসপত্র সবকিছু। এরপর আমরা ভিতরে দিকে যেতে শুরু করলাম। ভিতরের সবকিছু অনুভব করতে শুরু করলাম। হঠাৎ করে আমার বন্ধু চিৎকার দিয়ে উঠলো। আমি দৌড়ায় গেলাম তার কাছে। গিয়ে জিজ্ঞেস করলাম কি হইছে কি সমস্যা।

তখন সে বলল আমি এখানে কাউকে দেখেছি, কিন্তু দেখতে খুবই ভয়ঙ্কর লেগেছে আমার কাছে। আমি তাকে বললাম চলো আমরা তাহলে চলে যাই। পরে চিন্তা করলাম কোন মানুষ আছে মনে হয় চলো দেখা করি। এরপর আমরা তাকে খুঁজতে লাগলাম। হঠাৎ করে দেখলাম আমাদের সামনের দিকে হেঁটে যাচ্ছে কেউ একজন।

তখন আমরা আস্তে আস্তে তার পিছনে যেতে শুরু করলাম। হঠাৎ করে অনেকদূর চলে গিয়েছি। এবং হঠাৎ করেই সে পিছনের দিকে ফিরল। দেখলাম তার মুখ অনেক ভয়ঙ্কর।

আমি চিৎকার দিয়ে উঠলাম। দেখলাম আমি আমার বিছানায় রয়েছি। মানে রাতে একটি দুঃস্বপ্ন দেখলাম।

IPFS Video

Posted with Speem