হারিয়ে যাওয়া না ফেরার দেশে! On the 23rd of November, I experienced the loss of my only niece.

লেখার শীর্ষক দেখে অনেকেই হয়তো অনেক হবেন! ২৩ শে নভেম্বর আরেকটি স্মরণীয় দিন হয়ে থাকবে আমার জীবনে!
আমরা দু'বোন এটা অনেকেই হয়তো জানেন, এবং আমি থেকে বড় দিদির একমাত্র কন্যা সন্তান এই রবিবার চলে গেলো না ফেরার দেশে!
সকাল আটটা বেজে তেরো মিনিট, সবেমাত্র সকালের চা শেষ করেছি, দিদির ফোন পেলাম, দিদির মেয়ে ঘুম থেকে উঠছে না!
আমি কথা না বাড়িয়ে আসছি বলে, শুধু মামাকে ফোন করে তৈরি হয়ে বেরিয়ে পড়েছিলাম!
তখন বুঝিনি কতবড় ঝড় অপেক্ষা করছে, শান্ত ভাবে বিছানায় ঘুমিয়ে আছে, প্রথমে ভেবেছিলাম অজ্ঞান হয়ে গেছে, সাধারণ বুদ্ধি কাজে লাগিয়ে কাজ হয়নি;
একটি ডাক্তার ডাকা হয়েছিল, ততক্ষণে আমার দুই মামা চলে এসেছিল!
ডাক্তার জানালো পাল্স পাচ্ছে না, আমি বিশ্বাস করতে পারিনি, তাই কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এম্বুলেন্স করে, সেখানে জানলাম, আমার আমার দিদির মেয়ে না ফেরার দেশে চলে গিয়েছে!
মেনে নেওয়া প্রায় অসম্ভব মনে হওয়ায় পুনরায় প্রাইভেট নার্সিংহোম নারায়ানায় নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে দিদিকে জানানো হলো, তার সন্তান আর কোনোদিন ফিরবে না!
তারপর একজন মায়ের মানসিক পরিস্থিতি আর ব্যক্ত করলাম না, ডাক্তার জানিয়ে দিয়েছিল স্ট্রোক এর কারণে চিরতরে হারিয়ে গেছে!
জীবনের প্রতিটা দিন কি বয়ে আনবে এটা একমাত্র সৃষ্টিকর্তা জানেন!
এরপর সেইদিন পুরোটাই কেটে গিয়েছিল নিয়মকানুন করতে, আর আজকে কথাগুলো লেখার সময় চোখের সামনে দৃশ্য গুলো ভেসে উঠছে!
জানিনা এরপর কিভাবে আর কতদিনে এই শূন্যতা কাটানো সম্ভব হবে, আদেও হবে কি?
একের পর এক কাছের মানুষের চলে যাওয়া দেখা আর সেটা মেনে নেওয়া কতখানি চাপের সেটা একমাত্র তারাই উপলব্ধি করতে পারবেন, যাদেরকে জীবনের এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে।
২৫ শে ডিসেম্বর জন্মদিন ছিল, এবং খুব গর্ব করে বলতো আমার জন্মদিন গোটা বিশ্বে পালিত হয়।
সবটাই এখন স্মৃতি! আজ শব্দ সংখ্যা সীমিত রাখলাম, কারণ লেখার শক্তি নেই!


Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
Accept my condolences dear she is resting in the hands of the Lord 🙏🙏🙏