নিঃশব্দ পথ, শান্ত বিকেল

20251113_153420.jpg

গ্রামের এক শান্ত বিকেলের দারুন মুহূর্ত। এই দৃশ্যগুলো তুলেছিলাম একদম বিকেল অর্থাৎ প্রায় সূর্য অস্ত যাওয়ার কিছু মুহূর্ত আগে। সূর্য অস্ত যাওয়ার মুহূর্তের দৃশ্যগুলো আসলে গ্রামের শান্ত পরিবেশের মধ্যে দেখতে দারুন লাগে। এখানে একটি দৃশ্যে দেখা যাচ্ছে দুইজন সাইকেল আরোহীকে। গ্রামের এই রাস্তা ধরে দুইজন সাইকেলে চেপে আনন্দের সহিত সামনের দিকে এগিয়ে যাচ্ছে। শহরের যানজট, ভিড়ভাট্টা থেকে দূরে গ্রামের এই সহজ-সরল জীবনযাপনের মাঝে যেন একটা আলাদা ধরণের স্নিগ্ধতা খুঁজে পাওয়া যায়। যদিও এখন গ্রামের দিকেও বেশিরভাগ বাইক চালিয়ে বেড়ায়, সাইকেল খুব কমই দেখা যায়।

তবে একবার এখান থেকে ১০-১২ বছর পিছিয়ে গিয়ে যদি ভাবা হয়, তাহলে তখন গ্রামের এই স্নিগ্ধ পরিবেশের মধ্যে দিয়ে রাস্তায় শুধু সাইকেলের ঝন ঝন অর্থাৎ হর্নের আওয়াজ এর একটা আলাদা অনুভূতি পাওয়া যেত। এইগুলো বর্তমান সময়ে তেমন কিছু ইফেক্ট না পড়লেও আগেকার সময়ে এইগুলো ভালো লাগার আলাদা একটা বিষয় ছিল। তাছাড়া গ্রামের নির্জন ফাঁকা রাস্তাও যেন অনুভূতির মিশেলে কিছু বলে যায় নিঃশব্দে। তারপর রাস্তার দুইপাশ জুড়ে সবুজ ঝোপ-ঝাড় আর মাঠ ভরা ধানের ক্ষেত, সবমিলিয়ে যেন আলাদা একটা সৌন্দর্য। কোনো হৈচৈ এর ব্যাপার নেই, সবকিছু যেন শান্ত প্রকৃতি আর তার মায়াভরা সৌন্দর্য আমাদের মনকে আকৃষ্ট করে তোলে।