জীবনের গল্প || সময়ের আবর্তে বন্দি সবই
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। বাস্তবতায় প্রতিনিয়ত নানা বিষয়ে নানা ঘটনার স্বাক্ষী হয়ে ভিন্ন অনুভূতি নিয়েও জীবনের গতিশীলতা ধরে রাখার চেষ্টা করছি। সত্যি বলতে আমরা সর্বক্ষেত্রে সব বিষয়ে চেষ্টা করতে পারি এবং করছি কিন্তু একটা জায়গায় আমরা সত্যি বড় বেশী নিস্তেজ এবং অসফল আর সেটা হলো সময়ের গতি, সময়কে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, সেটাকে নিজের প্রয়োজন মতো থামাতে পারি না আবার গতিও বাড়াতে পারি না, বরং মাঝে মাঝে আত্মসমর্পণ করি নিরুপায় হয়ে।
আজব বিষয় কি জানেন? আমরা বাস্তবতায় বিশ্বাসী হলেও মাঝে মাঝে নিজ প্রয়োজনে সেটাকে অস্বীকার করতে দ্বিধাবোধ করি না। অপ্রত্যাশিতভাবে কিছু ঘটে গেলে, আমরা সেটাকে মানতে চাই না, আমার অস্বীকার করতেও পারি না বরং নিরুপায় হয়ে তখন অন্যের উপর দোষটা চাপিয়ে দেই, বলে দেই অমুকের এমন কাজের জন্য আমার সাথে এমন হয়েছে, তার ভুলের জন্য আমি শাস্তি পেয়েছি। অথচ দেখুন, এই আমরাই কিন্তু আবার ভাগ্যকে খুব বেশী বিশ্বাস করি। যখন অপ্রত্যাশিতভাবে ভালো কিছু ঘটে যায় আমরা দারুণ আগ্রহ নিয়ে কিংবা আনন্দ চিত্তে সেটাকে গ্রহণ করে নিই।
ব্যর্থতা কিংবা সফলতা সময়ের গতিতে মাঝে মাঝে অপ্রত্যাশিতভাবে পাল্টে যায় বা পাল্টে দেয় কিন্তু সেখানে আমরা সব সময় শুধুমাত্র একটা পাশকে গ্রহণ করার জন্য প্রস্তুত থাকি, সফলতার আশায় চঞ্চল হয়ে থাকি কিন্তু তার অপর পাশও যে কোন সময় সামনে চলে আসতে পারে সেটাকে মানতে নারাজ থাকি। কিন্তু যদি অন্য কারো ব্যাপারে তেমনটা ঘটে তখন আবার ঠিক সুন্দরভাবে তাকে শান্তনা দেয়ার চেষ্টা করি। মাঝে মাঝে আমি নিজেও বিষয়টি নিয়ে হতাশ হয়ে যাই, যেটা নিজের জন্য গ্রহণ করতে আমরা প্রস্তুত থাকি না সেটাকে ঠিক অন্যের জন্য প্রস্তুত করে রাখি।
আমরা যত কিছুই আমরা করি না কেন? সব কিছুর মূলেই আমাদের স্বার্থটা উজ্জ্বল থাকে, আমরা নিজের সুবিধা কিংবা স্বার্থটাকে কখনোই ছাড়তে প্রস্তুত থাকি না। সামাজিক জীব হিসেবে আমাদের উচিত ছিলো একে অন্যের সহযোগি হওয়া, সময়ে কিংবা অসময়ে একে অন্যের পাশে থাকা, ভালো-মন্দ সবাই মিলেমিশে উপভোগ করার চেষ্টা করা। মানব সভ্যতার ইতিহাস দেখুন, আমাদের শুরুটা কিন্তু ঠিক এভাবেই শুরু হয়েছিলো। কিন্তু সভ্যতার উৎকর্ষ সাধনের সাথে সাথে আমরা কেমন পাল্টে যেতে শুরু করি এবং সব কিছুর মূলে নিজের স্বার্থকে প্রাধান্য দেয়ার চেষ্টা করি। যার কারণেই আমাদের আজকের সমাজ ব্যবস্থার এমন বীভৎস রূপ, নির্মমতার বিধ্বস্ত চেহারা।
সময় সব কিছু নিজের মতো করে রেকর্ড রাখছে এবং ভবিষ্যতেও সেটা রাখবে। সময়ের সাথে সাথে আমরা হয়তো হারিয়ে যাবো কিন্তু আমাদের কর্ম কিংবা ব্যবহার সেটা কিন্তু হারিয়ে যাবে না বরং উজ্জ্বল হয়ে থাকবে। আমরা আজ আছি কাল থাকবো না, সেটা নিয়ে কিন্তু চিন্তা করি না। সামাজিক জীব হিসেবে নিজের দায়িত্ব কিংবা কর্তব্য নিয়ে চিন্তা করি না, পূর্ণ্যতা নিয়ে হিসেব করি না বরং জীবনের শুন্যতাগুলোকে সামনে এনে বার বার হতাশা প্রকাশ করার চেষ্টা করি। বাস্তবতায় সঠিক উপলব্ধি আমাদের মাঝে তৈরী হোক, আবোল তাবোল ভাবনায় সুন্দর মানসিকতা স্পষ্ট হয়ে উঠুক।
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<


Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
Hello @hafizullah! 👋
This is a thought-provoking post! Your reflections on time, fate, and human nature really resonate. I appreciate how you've articulated the common human struggle of accepting both successes and failures, and our tendency to prioritize self-interest over collective well-being.
The scooter image adds a lovely visual touch to your philosophical musings. It makes us think about the journey of life and how we should enjoy every bit of it.
Your call for empathy and cooperation in society is a powerful reminder of our shared humanity. Thank you for sparking this important conversation. I'm sure many others will find your words as insightful as I did. What are some specific ways you think we can combat the tendency to put self-interest first? I'd love to hear your thoughts. 😊