শিলাইদহ কুঠিবাড়ি পর্ব-৭
আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন। কুঠিবাড়ির অলরেডি আমি ছয়টি পর্ব আপনাদের মাঝে শেয়ার করেছি আজ আমি চলে এসেছি ৭ নম্বর পর্ব। আশা করি আগের প্রতিটি পর্ব আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা সবাই জানেন বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার গল্প এবং ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করতে আমার খুবই ভালো লাগে। আশা করি আমার এই পর্বের প্রতিটি গল্পই আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক আমার আজকের পর্বের গল্প।
ছবিতে দেখা যায় কবিগুরু ব্যবহৃত কিছু যন্ত্র ও আসবাবপত্র যেগুলোর সামনে ছোট ছোট পরিচিতি ফলক লাগানো। সেই ফলকগুলো পড়তে পড়তে মনে হচ্ছিল রবীন্দ্রনাথ শুধু একজন কবি ছিলেন না তিনি ছিলেন একজন কর্মঠ মানুষ একজন ভাবুক একজন সৃষ্টিশীল শিল্পী। তার দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত এই জিনিসগুলো আজও নীরবে সেই কথাই বলে যাচ্ছে। জাদুঘরের দেয়ালে সুন্দরভাবে ফ্রেমে বাঁধাই করে রাখা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা উপন্যাসের অংশবিশেষ এবং তার নিজ হাতে আঁকা বিভিন্ন ছবি। বিশেষ করে তার আঁকা স্কেচ ও চিত্রকর্মগুলো সামনে দাঁড়িয়ে এক অন্যরকম অনুভূতি হয়। কালির টানে রেখার ভাঁজে যেন তার মনের কথা ফুটে উঠেছে। এই ছবিগুলো দেখলে বোঝা যায় শব্দের পাশাপাশি রঙ ও রেখাতেও তিনি সমানভাবে দক্ষ ছিলেন। একটি ফ্রেমে বাঁধাই করা তার নিজের হাতে লেখা কবিতার পাণ্ডুলিপির সামনে দাঁড়িয়ে বেশ কিছু সময় কেটে যায়। হাতের লেখার ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে সৃষ্টির ব্যাকুলতা ভাবনার গভীরতা। মনে হচ্ছিল এই কলমের আঁচড়েই জন্ম নিয়েছে অগণিত গান কবিতা গল্প যেগুলো আজও আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে।
কুঠিবাড়ির ভেতরের প্রতিটি ঘর আলাদা করে কথা বলে। কোথাও প্রশাসনিক কাজের ছাপ কোথাও সাহিত্যচর্চার পরিবেশ কোথাও আবার একান্ত ব্যক্তিগত জীবনের নিঃশব্দ উপস্থিতি। জানালা দিয়ে বাইরে তাকালে চোখে পড়ে সবুজ মাঠ গাছপালা আর দূরের পথ যে পথ দিয়ে হয়তো একদিন হেঁটে গেছেন কবিগুরু নিজেই। সেই দৃশ্য দেখতে দেখতে মনে হচ্ছিল প্রকৃতির সঙ্গে তার সম্পর্ক কতটা গভীর ছিল। এটাই ছিল আমার আজকের পর্বের গল্প আশা করি আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। এরকম বিভিন্ন ধরনের গল্প শেয়ার করতে আমার খুবই ভালো লাগে। তাহলে কথা না বাড়িয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনাই রইল।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |




