হয় নাই এবং ওই মজলিস থেকেই বিয়ে করতে হবে বলে আরিয়ার কাছে

in #lofvc2 years ago

কারণ নায়িকার বাবা যে জায়গাতে বিয়ে ঠিক করেছে সেখানে বিয়ে হয় নাই এবং ওই মজলিস থেকেই বিয়ে করতে হবে বলে আরিয়ার কাছে বিয়ে দেয় কিন্তু আরিয়া সেখান থেকে বিয়ের নাম করে তাকে নিয়ে যায় তার বন্ধুর জন্য।

কিন্তু তার বন্ধুও ছিল স্বার্থপর, বন্ধুর কথা চিন্তা করে সে পরে যখন একটা জায়গাতে রেলস্টেশনে যাবে তখন নায়িকা এবং দুই বন্ধু তারা একসাথে।

এমন অবস্থায় নায়িকার বাবা চলে আসে। সেখানে এসে যখন দেখতে পায় যে নায়িকা অন্যের হাতে তখন।

অন্যের হাতে মানে অর্জুনের হাতে আর সেটা দেখে আরিয়ার শশুর মানে নায়িকার বাবা রাগ করে সেখানে একটা মারপিটের অবস্থান গড়ে ওঠে।