মেন্টাল হেলথ এবং মেডিটেশন
আমাদের মানব জীবনে মানসিক সুস্থতা খুবই দরকার। আমাদের যেমন শারীরিক দিক থেকেও সুস্থ থাকাটা গুরুত্বপূর্ন, তেমনি মানসিক দিক থেকেও সুস্থ থাকাটা অনেক গুরুত্বপূর্ন। কিন্তু আমরা সবসময় আমাদের শারীরিক যেকোনো অসুস্থতাকে অধিক গুরুত্ব দিয়ে থাকি। কিন্তু আমরা আমাদের মানসিক সমস্যাকে গুরুত্ব দেই না। কিন্তু মানসিক অস্থিরতা একসময় আমাদের শারীরিক অস্থিরতার কারণ হয়ে দাঁড়ায়। এই সমস্যাটা নানা কারণে হতে পারে, সেটা পরীক্ষার ক্ষেত্রে হোক বা কাজের চাপের ক্ষেত্রে হোক বা অন্য যেকোনো কারণেই হোক না কেনো, সেটা সরাসরি আমাদের মানসিক প্রেসার এর কারণ হয়ে দাঁড়ায়। তবে এটা কিছু উপায়ে সমাধান করা যায়। যেমন-মানসিক স্বাস্থ্য এবং মেডিটেশন। এই দুই উপায়েই সমাধান করা যায়। মানসিক স্বাস্থ্য বিষয়টা আসলে কি- এটির মাধ্যমে আমাদের চিন্তা, অনুভূতি এবং আচরণ নিয়ন্ত্রণে রাখা যায়।
কোনো বিষয়ে সঠিকভাবে সিদ্ধান্ত এবং সেটাকে পরিচালনা করা যায়। এইরকম আরো নানা বিষয় আছে। এইভাবে যদি আমাদের মানসিক স্বাস্থ্যকে সঠিক ভাবে ধরে রাখা যায়, তাহলে জীবনকে সঠিকভাবে বিভিন্ন ক্ষেত্রে পর্যালোচনা করা যায়। মানসিক সমস্যার মধ্যে বর্তমানে আমাদের স্ট্রেস আর ডিপ্রেশন এর মাত্রাটা বেশি বেড়ে গিয়েছে। ফলে যার কারণে শারীরিক দিক থেকে নানা সমস্যায় ভুগতে হচ্ছে। আর বর্তমানে আরো একটা প্রবলেম হলো ঘুমের সমস্যা, আমাদের এই ঘুমটা যে পরিমাণে পড়া দরকার সেটাই হয় না। আর মেডিটেশন বিষয়টা হলো-সহজে বলতে গেলে, মনকে শান্ত রাখা এবং মনোযোগকে একটি নির্দিষ্ট জায়গায় কেন্দ্রিভুত করা। এটা একপ্রকার যোগব্যায়াম এর দ্বারাও করা যায়।
