কক্সবাজার ভ্রমন স্মৃতি - পর্ব ০৭ - দ্বিতীয় দিনের প্লান
"দ্বিতীয় দিনের প্লান"
গত পর্বের পর...
সেই সকাল 11 টা থেকে সমুদ্রে গোসল লাফালাফি, আর সন্ধ্যার পর বারমিজ মার্কেটে ঘোরাঘুরি, আর মোটামুটি মাঝ রাত পর্যন্ত সমুদ্রের পাড়ে হাটাহাটি ও সময় কাটিয়ে সারাটা দিন বেশ ব্যস্ততার সাথেই চলে গেল। সবাই মিলে রাতের খাবার হোটেলে খেয়ে রুমে ফিরে আসলাম। রুমে এসে হাতমুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে একটু বেডে ফোনটা নিয়ে শুলাম। অ্যাপগুলো ঘাটাঘাটি করছিলাম আর নোটিফিকেশন মেসেজ গুলো চেক করছিলাম। কিছুক্ষণ পর জিয়া ভাই রুমে আসলো। জিজ্ঞেস করল কি করছি। আমি বললাম ভাই এইতো একটু মেসেজ নোটিফিকেশন চেক করছিলাম। তারপর ভাই জিজ্ঞেস করলে আগামীকালের প্লান। আমি বললাম ভাই চলেন আশেপাশের স্পটগুলো ঘুরে আসা যাক।
ভাই বলল তাহলে তো ভালোই হয়। সারাদিনের জন্য একটা গাড়ি ভাড়া করে নিয়ে সবাই মিলে আশেপাশে যতগুলো স্পট আর বীচ আছে মোটামুটি সবগুলো ঘুরে আসা যায়। তারপর সবাই একসাথে ডিসিশন নেওয়া হলো যে আগামীকাল সকালে একটি গাড়ি ভাড়া করে নিয়ে আমরা আশেপাশে যতগুলো স্পট আছে মোটামুটি সবগুলোই ঘুরবো। জিয়া ভাই যাওয়ার সময় বলে গেল আচ্ছা ঠিক আছে তাহলে এই কথাই রইল আর তাড়াতাড়ি শুয়ে পড়ো সকাল সকাল উঠতে হবে। দারুন একটা দিনের অপেক্ষায় ঘুমিয়ে পড়লাম।
ডিভাইস | স্যামসাং এস ২১ |
---|---|
ফটোগ্রাফার | @surzo |
লোকেশন | কক্সবাজার, বাংলাদেশ |
মোটামুটি সকাল সাতটা সাড়ে সাতটার দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর সবাই মিলে ডিসিশন নিলাম বাইরে হোটেলে সকালের নাস্তা করে ওই দিক থেকেই সবাই বের হয়ে যাব। তো যেই ভাবা সেই কাজ। রেডি হয়ে বের হয়ে হোটেল থেকে সকালের নাস্তা করে নিলাম।
এবার একটি গাড়ি ঠিক করতে হবে। আমরা ছিলাম মোটামুটি বাচ্চা কাচ্চা নিয়ে ১৩ জন।
চলবে...