সমালোচনাকে মানসিক শক্তিতে পরিণত করা

ChatGPT Image Dec 8, 2025, 02_29_30 PM.png

Image Created by OpenAI

সমালোচনা বিষয়টা বর্তমানে সবার মাঝে চলতে থাকে। তার মধ্যে কেউ ভালো আবার কেউ খারাপ সমালোচনা নিয়ে মেতে থাকে। কিন্তু এই সমালোচনাগুলো গ্রহণ করা বা না করা সম্পূর্ণ নিজের ব্যাপার। তবে আমাদের জীবনের সবথেকে কঠিন ব্যাপার হলো এই সমালোচনা গ্রহণ করাটা। কেউ যখন আমাদের ভুল ধরিয়ে দেয়, সেটা অনেকের কাছে স্বাভাবিক ব্যাপার হলেও অনেকের কাছে সেটা আবার অপমান এর বিষয় হয়ে দাঁড়ায়, কারণ ওই যে মানুষের মধ্যে একটা ইগো ব্যাপার আছে। আবার যদি আমার বা আপনার কোনো কাজ নিয়ে নেতিবাচক মন্তব্য করে, তখন স্বাভাবিক ভাবে আমাদের রাগ হয় বা নিজেকে সরিয়ে নেওয়া। এই রাগের ব্যাপারটা আসলে আমাদের ভেতরে সুপ্ত অবস্থায় থাকা ইগো সক্রিয় হলে এমন হয়ে থাকে।

তবে সবাই কিন্তু সমালোচনা গ্রহণ করতে পারে না। কিন্তু বাস্তবে বিষয়টা এমন যে- তুমি যদি সমালোচনা গ্রহণ করে থাকতে পারো, তাহলে জীবনে উন্নতি করতে পারবে। সমালোচনার মধ্যে ভুল বিষয়টা যেমন ধরিয়ে দেওয়া হয়, এটা কিন্তু একপ্রকার কোনদিক থেকে অপমান করা বোঝায় না। কারণ এই যে ভুল ধরিয়ে দেওয়া, এতে কিন্তু কোথায় সমস্যাটা রয়েছে, সেটা সহজেই সমাধান করা যায়। তারপর কেউ কোনো কিছু বললে সেটার কতটা সত্য রয়েছে আগে জানা দরকার, নাহলে সাথে সাথে আঘাত না পাওয়া, ইগো দিয়ে রিয়াক্ট না করা ইত্যাদি। আসলে এতে কোনো লাভ হয় না। সমালোচনা সব গ্রহণ করা যায় না, কিন্তু সমালোচনা সব শোনা দরকার।