ব্যর্থতা
Image Created by OpenAI
ব্যর্থতা বিষয়টা আমাদের প্রত্যেকের জীবনের সাথে অতোপ্রতোভাবে জড়িত। ব্যর্থতা বামদের প্রত্যেকের কাজকর্মে লেগেই থাকে,যেটা একটা সাধারণ বিষয়ের মতো। আমরা সবাই যেকোনো কাজের ক্ষেত্রে হোক, পড়াশুনো বা যেকোনো বিষয়ে ব্যর্থতার মুখোমুখি হই। কিন্তু এই ব্যর্থতা মানেই কিন্তু দুর্বল হয়ে পড়া নয়, বরং এই ব্যর্থতার মাঝেই শেখার মূল চাবিকাঠি লুকিয়ে থাকে। এর থেকে একটা বিষয় বেশ ভালো হচ্ছে-নতুন নতুন কিছু শেখার সুযোগ হয়ে ওঠে। কারণ নতুন কোনো কাজ প্রথমবার করতে গেলে অনেকেরই ব্যর্থতার মুখোমুখি হতে হয়, কিন্তু ওটাই হলো ভালো করে শেখার বা জানার প্রধান জায়গা, একবার শিখে গেলে আর কখনো সে ভুলবে না।
কিন্তু অনেকেই আছেন যে, কোনো বিষয়ে বা কোনো কাজের ক্ষেত্রে একবার ব্যর্থতার স্বাদ পেলে সেটাকে আর গুরুত্ব না দিয়েই চলে যায়, কারণ সে ভেবেই নেয় যে, তার দ্বারা এই নকাজ আর হবে না। কিন্তু একটা বিষয় বা পেছনের দিকে একটু ফিরে গিয়ে দেখবেন যে, এখনো পর্যন্ত যেসব বড়ো বড়ো ব্যবসায়ী বা যেকোনো বড়ো মাপের মানুষই হক না কেন, প্রথমবার, দ্বিতীয়বার তাদের জীবনে ব্যর্থতা এসেছে। কিন্তু তারা এই ব্যর্থতার স্বাদ গ্রহণ করেও কিন্তুথেমে থাকিনি, বরং তার মাধ্যমে নিজেকে আরো ভালোভাবে তৈরি করার চেষ্টা করেছিল। এই ব্যর্থটাকেই তারা আরো শক্তিশালী করে তুলেছিল।
ব্যর্থতা মানেই কিন্তু থেমে যাওয়া নয়। এই ব্যর্থতার মাধ্যমে অর্থাৎ যে কাজটাতে ব্যর্থতা এসেছে, সেখানে আসলে কি কারণে হলো বা কোথায় কমতি ছিল। এইসব জেনে সেটাকে আবার ঠিক করে নিলেই সফলতা পাওয়া যায়। সেটা একবার বা দুইবার নাও হতে পারে, কিন্তু চেষ্টার মাধ্যমে সেটা অর্জন করা সম্ভব তিনবারের জায়গায় চারবারে।
