বাংলার লোকসঙ্গীত

Nova20251114034811.png

Image Created by AI

লোকসংগীত হলো বাঙালির হৃদয়ের একটা স্পন্দন। বাংলার সংস্কৃতির সাথে অতোপ্রতোভাবে মিশে আছে। এটি এমন একটা সংগীতের অংশ, যার উৎপত্তি হয়েছে গ্রামবাংলার বিভিন্ন জীবনধারার মধ্যে দিয়ে। এই লোকসংগীতের আসলে কোনো নির্দিষ্ট রচিয়তা নেই, নেই কোনো আধুনিক বাদ্যযন্ত্রের ব্যবহার। যদিও এই কথাটা অনেক পুরোনো সময়ের হিসেবে বললাম। এই সংগীত আসলে গ্রামবাংলার মানুষের বলা যায় একপ্রকার জীবনের কণ্ঠস্বর থেকে উৎপন্ন। এই লোকসংগীত প্রকৃত অর্থে গ্রামবাংলার মানুষের মুখে মুখে প্রচলিত ছড়া, গান, কবিতার মাধ্যমেই সৃষ্টি হয়েছে।

এইসব তো আসলে প্রাচীন সময়ের থেকে চলতে চলতে অনেক শব্দের, অনেক কিছুর পরিবর্তন হতে হতে বর্তমান অর্থাৎ আধুনিকতার রূপে এসেছে সবকিছু। এইসব গানগুলো দেখবেন অর্থাৎ যারা গ্রামের মানুষজন, তারা মাঠে কাজ করার সময়, ধান রোপনের সময়ে বা কখনো উৎসবের সময়ে গেয়ে থাকে। এর আসলে কোনো ধারাটারা নেই, এর অসংখ্য শাখা-প্রশাখা রয়েছে। যেমন-বাউল, ভাটিয়ালি, ঝুমুর, পালাগান ইত্যাদি এইরকম অনেক আছে। ভাটিয়ালি এইসব গানগুলো দেখবেন বেশিরভাগ নদীতে মাঝিদের কণ্ঠে শোনা যায়।

এইসব লোকসংগীত আগে তো একরকম ছিল। কিন্তু বর্তমানে আধুনিকতার সাথে তাল রেখে এখন মঞ্চে নামিদামি শিল্পীরা ব্যান্ডের সাথে তাল রেখে গেয়ে থাকে। সবকিছুতে আধুনিকতার বিষয়কে এনে নতুনভাবে উপস্থাপিত হচ্ছে। এইসব সঙ্গীত আমাদের বাংলার একটা ঐতিহ্য। ফলে এইসব যতদিন প্রচার বা এইভাবে ধারাবাহিকতা বজায় রেখে চলবে, ততদিন এর শেকড় বেঁচে থাকবে।