একটু পথ, একটু প্রকৃতি
কিছুদিন আগে বিকেলের দিকে ভাবছিলাম গ্রামের কোথাও ঘুরতে যাবো। তো একদিন আসলে হঠাৎ করেই বাইকটা নিয়ে মোটামুটি ৫০ কিলোমিটার দূরে একটি গ্রামের দিকে গিয়েছিলাম ঘুরতে। আমাদের এখানেও প্রায় সময় গ্রামের দিকে সন্ধ্যার দিকে বের হই। তবে এই গ্রামের দিকে যাওয়ার উদ্দেশ্য হলো, ওখানে একটি দরকারি কাজে গিয়েছিলাম। আর তাই ভাবলাম কাছেই একটা গ্রাম আছে, সুন্দর পরিবেশে সময় কাটানো যাবে। গ্রামের দিকে এখন শীতের বিকেলে একটা অন্যরকম পরিবেশ পাওয়া যায়। আসলে শহরের কোলাহল থেকে একটু দূরে গেলে মনের দিক থেকে যে কি শান্তি পাওয়া যায়, সেটা কেবল গ্রামের পরিবেশে গেলেই বোঝা যায়। আর সেই পথে চলতে চলতে ক্যামেরা বন্দি করেছিলাম মুহূর্তগুলো। গ্রামের রাস্তাগুলো থাকে নিরিবিলি আর শান্ত, সেখানে নেই কোনো কোলাহল।
গ্রামীণ জীবনের এই ধীর-স্থীর ছন্দের দৃশ্যগুলো সত্যিই যেন মনকে প্রশান্ত করে তোলে। আর চেনা জায়গার থেকে অচেনা রাস্তায় আরো বেশি শান্তি পাওয়া যায়, কারণ সবকিছু নতুন নতুন লাগে। এছাড়া গ্রামবাংলার আরেকটা সুন্দর দৃশ্য হলো মাঠে সবুজে ভরা শস্যক্ষেত আর সেই সাথে সোনালী রঙের পাকা ধানের দৃশ্য। এই ধানের শীষগুলো যখন হাওয়ায় দুলতে থাকে, তখন দৃশ্যটা আরো মনোরম হয়ে ওঠে। এইরকম পরিবেশে যদি একাগ্রতা চিত্তে চোখ বন্ধ করে থাকা যায়, তাহলে একটা দারুন অনুভূতি ফিল হবে মনের দিক থেকে। শুধু পাখির হালকা কিচিরমিচির শব্দ আর হওয়ার শব্দ কানে বাজবে। এ যেন এক মধুর মুহূর্ত। সবমিলিয়ে একটা মনোমুগ্ধকর দৃশ্য।

