প্রকৃতিরূপ

20250720_114549.jpg

প্রকৃতি সবসময় আমাদের তার মায়াময় অপরূপ সৌন্দর্য দিয়ে সবসময় মুগ্ধ করে তোলে। প্রকৃতির মায়া বড়োই অদ্ভুত, সে যেকোনো ক্ষেত্রে। কখনো নিস্তব্ধ জঙ্গলের সরু পথে আবার কখনো তার মায়াময় অন্য কোনো সৌন্দর্যের মাঝে। সবকিছুই যেন আমাদের কোমল মনকে স্পর্শ করে যায়। এখানে একটি ছবিতে একটা নিস্তব্ধ পথের সৌন্দর্য দেখতে পাবেন, এই নির্জন একটি রাস্তার সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে তার আশেপাশের সবুজতার কারণে। এখানে মূলত এটি একটি জঙ্গলের মতো লাগলেও কিন্তু জঙ্গলের কোনো ব্যাপার নেই। এখানে আশেপাশে এতো ঘন গাছপালা আর লতাপাতায় ভরে গিয়েছে যে, দেখতে ওইরকম লাগছে। পথটাকে যেন একটা অপূর্ব দৃশ্যের ন্যায় ফুটিয়ে তুলেছে। এই পথের দৃশ্য দেখে একটা বিষয় মনে হবে যে, প্রকৃতির আড়ালে কোথাও হারিয়ে যাওয়ার জন্য এই পথ ডাকছে।

আর প্রকৃতির সবথেকে সুন্দর দৃশ্য হলো ফুল। ফুলের অপরূপ সৌন্দর্য সবাইকে করে তোলে। এ যেন প্রকৃতির একটা উজ্জ্বল প্রাণের মতো। আর এখানে আছে সাদা-লাল মিক্সিং কালারের জবা ফুল, যা এর রঙের মাধুর্যে বিষয়টাকে আরো সুন্দরতম করে তুলেছে। শুধু জবা ফুল না, যেকোনো ফুলেই প্রকৃতির জীবনশক্তির মূল প্রতীক। তবে কিছু কিছু ফুল তার কালার এবং বাহ্যিক গঠনের আকৃষ্টের কারণে আরো বেশি সৌন্দর্য প্রকাশ করে থাকে। জবা ফুলের আরো একটা গুরুত্বপূর্ণ দিক হলো এর সাথে সংস্কৃতির কিছু বিষয় লুকিয়ে আছে। এই ফুলটি পুজো পার্বনে বেশি ব্যবহৃত হয়ে থাকে। এই জবা ফুল আবার ওষুধ তৈরির কাজেও ব্যবহৃত হয় এবং এর পাতা আবার চা পানের ক্ষেত্রেও ব্যবহৃত হয়ে থাকে। ফলে এটি সৌন্দর্যতার অনন্য প্রতীক সহ আরো নানা বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে।