প্রকৃতির কোলে বেড়ে ওঠা অপরূপ সৌন্দর্যের উদ্ভিদ
এই উদ্ভিদগুলো একমাত্র জঙ্গল অথবা রাস্তার আশেপাশে বেশি দেখা যায়। এই উদ্ভিদ সাধারণত আগাছা হিসেবে হয়ে থাকে, এদের আলাদা করে কোনো পরিচর্যা করার প্রয়োজন হয় না। কিন্তু তার পরেও দেখা যায় এই উদ্ভিদের আলাদা একটা সৌন্দর্য রয়েছে, যা দেখলে মন ছুঁয়ে যায়। প্রকৃতির এক অদ্ভূত আকর্ষণ রয়েছে এইসব উদ্ভিদের মাঝে। প্রকৃতির দানে ঝাড় এর ভেতর থেকে মাথা নাড়া দিয়ে উপরে উঠে এসেছে। এইসব উদ্ভিদের আলাদা কোনো আদ্রতা বা পরিবেশ লাগে না, যেকোনো পরিবেশের মধ্যে মোটামুটি খাপ খাইয়ে টিকে থাকতে পারে। এই উদ্ভিদের ফুল আরো বেশি আকর্ষণীয়, কারণ যেকোনো ফুলের কালার এর মাঝে লাল অথবা হলুদ কালার এর আকর্ষণ সবথেকে বেশি হয়ে থাকে।
আর এই ফুলের আকৃতি এইরকম এবং এর আলাদা একটা আকর্ষণীয় ব্যাপার আছে গঠন এর দিক থেকে। বৃষ্টির সময়ে ফুলের আর সবুজ পাতার আড়ালে বেড়ে ওঠা উদ্ভিদের সৌন্দর্য আরো দ্বিগুণ হয়ে ওঠে। বৃষ্টির পরে প্রকৃতির নতুন সাজে এইসব উদ্ভিদও নতুন রূপে সতেজ হয়ে ওঠে। এই উদ্ভিদকে সাধারণ ভাষায় 'সেন্না আলতা' এইসব বলে থাকে। নাম আরো কিছু আছে, তবে এদের অদ্ভূত শুনতে মনে হলেও নামের মাঝে মজা এবং আকর্ষণ দুটোই আছে। এটা ঝোপের মধ্যে হয়ে থাকে বলে এদের দাদ ঝোপ হিসেবেও অনেকের সম্বোধন করে থাকে। এই ফুলের সৌন্দর্য এর জন্য এটি একটি শোভাময় উদ্ভিদ হিসেবেও পরিচিত।

