বিকাল বেলা প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে একদিন
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
বুধবার, ০৫ ই নভেম্বর ২০২৫ ইং
গতকাল বিকালের কথা ভাবলেই মনটা এখনও ভরে ওঠে এক অদ্ভুত শান্তি আর আনন্দময় মুহূর্তের। শহরের ব্যস্ততা আর ধুলোবালির ভেতর দিন কাটাতে কাটাতে কখনো বুঝতেই পারিনি প্রকৃতির এত কাছে গেলে মনটা কতটা হালকা হয়ে যায়, আসলেই প্রকৃতি আমাদের কে শান্তি দেয়। খালার বাসায় যাওয়াটা ছিল একরকম ছুটির মতো, কিন্তু সেই সফরটা যে আমার মনে এমন দাগ কাটবে, তা ভাবিনি। আমার খালার বাসা দীর্ঘ দিন পর গিয়েছিলাম সেদিন। আসলে আমি আত্মীয় স্বজনদের বাসায় খুবই কম ঘোরাঘুরি করি। এটা আমার ছোট বেলার একটা অভ্যাস।
খালার বাসা গ্রামের একদম প্রান্তে, যেখানে ঘরবাড়ির সংখ্যা কম, একটি আমার খালার বাসার আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্যে একদম ভরপুর। সকালে যখন খালার বাসায় গিয়েছিলাম তখন কোথাও ঘোরাঘুরি করা হয়নি রোদের জন্য। দুপুরটা কাটছে গল্পগুজব আর খাওয়া দাওয়ায়। বিকেল নামতেই আমি আমার খালাতো ভাই এবং আরো কয়েকজন মিলে বেরিয়ে পড়লাম হাঁটতে। খালার বাসা থেকে বের হতেই সামনে উন্মোচিত হলো এক বিশাল ফসলের মাঠ, যতদূর চোখ যায়, শুধু সবুজ আর সোনালী রঙের মিশ্রণ। চারদিকে শুধু সোনালী ধান ক্ষেত।
ধানের ক্ষেতগুলো হালকা বাতাসে দুলছে, এটি যেন প্রকৃতির এক অন্যরকম সৌন্দর্য। মাঝে মাঝে গাছের নিচে বসে থাকা কৃষকরা হাসিমুখে গল্প করছিল। আমরা পায়ে হেঁটে মাঠের ভেতরে চলে গেলাম, পায়ের নিচে নরম মাটির অনুভূতি যেন শৈশবের দিনগুলোকে মনে করিয়ে দিচ্ছিল, আসলে আমি আমার শৈশব কাল গ্ৰামের এলাকায় কাটিয়েছিলাম। চারপাশে ঝিঁঝিঁ পোকার ডাক, পাখিদের উড়াউড়ি, আর সূর্যাস্তের লালচে আলো সব মিলিয়ে এক অন্যরকম সৌন্দর্য এবং অনুভূতি।এর আগে এরকম সৌন্দর্য উপভোগ করা হয়নি তেমন একটা।
মাঠের মধ্যে একটি বিশাল আকারের খাল ছিল।আমরা একটা খালের ধারে গিয়ে বসেছিলাম কিছুক্ষণ। খালের পানি স্বচ্ছ, তাতে আকাশের রঙের প্রতিবিম্ব পড়ে যেন অন্য এক জগৎ তৈরি করেছে, তবে খালের মধ্যে আর তেমন একটা পানি নেই বর্তমানে। আসলে শীতের সময়ে সকল নদী নালার পানি কমে যায়।দূরে কয়েকটা গরু ঘাস খাচ্ছিল, আর কিছু বাচ্চা খালের ধারে ছিপ ফেলে মাছ ধরার চেষ্টা করছিল। তাদের হাসি খুশি মুখগুলো দেখলে মনে হচ্ছিল, সুখ আসলে কত সহজ।একসময় সূর্যটা ধীরে ধীরে নিচে নামতে শুরু করলো। আকাশে লাল, কমলা আর সোনালী রঙের মিশেল ছড়িয়ে পড়েছে।
সেই আলোয় ধানের শীষগুলো ঝলমল করছে, যেন সোনার সমুদ্র বয়ে যাচ্ছে আমাদের সামনে। আমরা কিছু ছবি তুললাম, কিন্তু জানি কোনো ছবিই সেই মুহূর্তের আসল সৌন্দর্য ধরে রাখতে পারবে না। সন্ধ্যা বেলায় মাঠের সৌন্দর্য আরো অনেক টা বৃদ্ধি পায়।যা আমরা সন্ধ্যা পর্যন্ত সেখানে থেকে দেখেছিলাম। আসলে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য গ্ৰাম এলাকা গুলোতে যাওয়া আমাদের জন্য প্রয়োজন।
সবাইকে ধন্যবাদ।
| Device | iPhone 11 |
|---|---|
| Camera | 11+11 MP |
| County | Bangladesh |
| Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness








X promotion
Reply tweet
https://x.com/Riyadx2P/status/1986256538789683713?s=19
https://x.com/Riyadx2P/status/1986256939932934476?s=19
Quite tweet