আমার সখের ফটোগ্রাফি সাথে ও কবিতা - পর্ব ৮

in #new16 days ago

“আলী আলী আলী আলী রূপার যেন কণ্ঠ ফাটি ইস্রাফিলের শিঙ্গা বাজে, কাঁপছে আকাশ কাঁপছে মাটি তারি সুরে সব লেঠেলে লাঠির 'পরে হানল লাঠি, আলী আলী শব্দে তাদের আকাশ যেন ভাঙবে ফাটি। আগে আগে ছুটল রূপা, বৌ বৌ বৌ সড়কি ঘোরে কালসাপের ফণার মত বাবরী মাথার চুল যে ওড়ে। চলল পাছে হাজার লেঠেল আলী আলী শব্দ করি', পায়ের ঘায়ে মাঠের ধুলো আকাশ বুঝি ফেলবে ভরি'। চল তারা মাঠ পেরিয়ে চল্ল তারা বিল ডিঙিয়ে, , কখন ছুটে কখন হেঁটে বুকে বুকে তাল ঠুকিয়ে । চল্ল যেমন ঝড়ের দাপে ঘোলাট মেঘের দল ছুটে যায়, বাওকুড়ানীর মতন তারা উড়িয়ে ধুলি পথ ভরি' হায়!” বর্ণনাগুলি এরূপ জীবন্ত মনে হয় যেন আমরা রণক্ষেত্রের পড়িয়াছি এবং দুই দলের উন্মত্ত বীরমূর্তি প্রত্যক্ষ করিতেছি।

IMG_6622.jpg

“মাকড়ের আঁশে হস্তী যে বাঁধে পাথর ভাসায় জলে, তোমারে আজিকে সঁপিয়া দিলাম তাহার চরণ তলে ।” “মোর কথা যদি মনে পড়ে সখি, যদি কোন ব্যথা লাগে, দুটি কালো চোখ সাজাইয়া নিও কালো কাজলের রাগে । সিন্দূরখানি পরিও ললাটে মেরে যদি পড়ে মনে, রাঙা শাড়ীখানি পরিয়া সজনি চাহিও আরশি কোণে। মোর কথা যদি মনে পড়ে সখি যতনে বাঁধিও চুল অলসে হেলিয়া খোঁপায় বাঁধিও মাঠের কলমী ফুল । আর যদি সখি মোরে ভালবাস, মোর তরে লাগে মায়া, মোর তরে কেঁদে ক্ষয় করিও না অমন সোনার কায়া।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.032
BTC 63313.23
ETH 3079.99
USDT 1.00
SBD 3.89