আমার ব্যবসা প্রতিষ্ঠান। ০৩ অক্টোবর ২০২৪

in #newcomerlast month

আসসালামু আলাইকুম।
প্রিয় পাঠকগণ, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আরো একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করি সবাই শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন।

IMG_4550.jpeg

আজ ০৩ অক্টোবর। রোজ বৃহস্পতিবার। আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে এক গাড়ি টিন লোড করা হচ্ছে। মালের বাজার এখন প্রতিনিয়তই বাড়ছে। এজন্য মালের আমদানি আলহামদুলিল্লাহ অনেক ভালো। লেবাররা খুব সকাল করে গাড়ি লোড করতে চলে এসেছে। মোট ছয় জন লেবার এসেছে। হাইড্রোলিক প্রেস মেশিন দিয়ে তারা মাল চেপে গাড়ি লোড করছে। লেবাররা সকাল করে আসার ফলে আজকে খুব দ্রুত গাড়ি লোড শেষ হয়ে গিয়েছে।

IMG_4552.jpeg

তাদের সাথে আমি গাড়ি কন্ট্রাক্ট করে নিয়েছি। হাইড্রোলিক প্রেস মেশিন দিয়ে মাল চেপে সম্পূর্ণ গাড়ি লোড করে দিবে তাদেরকে দশ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হবে। যেহেতু তারা মোট ছয় জন লেবার এসেছে। তাহলে তাদের জনপ্রতি ১৬৬০ টাকা করে হাজিরা পড়বে। তাদের হাজিরা যেমন অনেক বেশি ঠিক পরিশ্রম ততটাই বেশি। তারা অনেক হাড়ভাঙ্গা পরিশ্রম করে। এই গাড়িটা সম্পূর্ণ লোড করে দিতে ২০০ থেকে ২৫০ বান্ডেল টিন চাপা লাগবে। গাড়ি সম্পূর্ণ লোড করা হয়ে গিয়েছে। লেবাররা রশি দিয়ে সুন্দর করে গাড়িটি বেঁধে দিচ্ছে।

IMG_4554.jpeg

আজকে যে গাড়িটি লোড হচ্ছে সেটির নাম্বার হলো ঢাকা মেট্রো ট ১৬-৮৬৮৯।আজকের এই গাড়িতে ১৫ হাজার ৯৫০ কেজি মাল যাচ্ছে। আজকের মিল রেট অনুযায়ী প্রতি কেজি মালের দাম ৪০ টাকা ৫০ পয়সা করে। আজকের এই গাড়িটি যাবে মুনতাহা স্টিল মিলে। এই মিলটি ঢাকায় অবস্থিত। যেহেতু অনেক সকাল করে গাড়ি লোড হয়ে গিয়েছে তাই ড্রাইভার দেরি না করে দুপুরে খাওয়া-দাওয়া শেষ করেই গাড়ি নিয়ে চলে যাবে ঢাকার উদ্দেশ্যে।

IMG_4553.jpeg

প্রিয় পাঠকগণ, আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.