নতুন বছরের প্রত্যাশা!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
২০২৫ সাল শেষ। আজকে ২০২৬ সালের প্রথম দিন। গতবছর টা নানান ব্যস্ততা নানান ঝামেলার মধ্যে দিয়ে কেটে গিয়েছে। পজেটিভ কিছুই চোখে পড়ছে না যেটা অন্তত আমার সাথে হয়েছে। বছরটা যেন দেখতে দেখতে কেটে গেল। এতো দ্রুত সময় চলে গেল যে সেটা অনুধাবন পর্যন্ত করতে পারলাম না। আশাকরি ২০২৬ আপনাদের অনেক ভালো যাবে। ২০২৫ শেষ হওয়ার সাথে সাথে আমার বাংলা ব্লগের অফিশিয়াল কাজ বন্ধ হয়ে গেল। পূর্ব ঘোষণা অনুযায়ী আমার বাংলা ব্লগের ধারাবাহিক কার্যক্রম আর চলবে না। তবে আপনারা লিখে যেতে পারেন আর কী। ভালো মানসম্পন্ন পোস্ট হলে সাপোর্ট পড়বে। গতকাল থেকে বেশ কিছু পোস্ট দেখছিলাম। যেখানে আমাদের বেশ কিছু অ্যাডমিন মডারেটর রা কিছুটা ইমোশনাল হয়ে পড়েছে। অনেক সাধারণ ইউজারের মন খারাপ।
যদিও আমি এগুলোর বাইরে না। এই কমিউনিটির সাথে ২০২১ থেকেই আছি। একটা অন্যরকম টান অনূভব করি এটার উপর। স্টিমিটে এমন কমিউনিটি না আগে ছিল না ভবিষ্যতে হবে। কিছু মানুষের অতি লোভ এবং উৎসাহের কারণে এমনটা হলো। যাইহোক সবকিছু নিয়তি নির্দিষ্ট। আমরা চাইলেই তো সেটা এড়িয়ে যেতে পারি না। আমাদের মেনে নিতে হয়। তবে আমি আমার বাংলা ব্লগে আগের মতোই লিখে যাব। এটা যেন আমার আবেগ অনূভুতি শেয়ার করার একটা জায়গা। যেটা আমি অন্য কোথাও বলতে পারি না। এখানে বললে মনে হয় কেউ না কেউ তো শুনছে অথবা পড়ছে। আর যাইহোক সবাই তো আর এক ধ্যান ধারণার হয় না। সাধারণত নতুন বছরে সবাই সবকিছু নতুন করে শুরু করার চেষ্টা করে।
কিন্তু চিন্তা ভাবনা এখন এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যে নতুন করে শুরু করার আর ইচ্ছা হয় না। এটা শুধু ব্লগিং এর ক্ষেএে না এটা বলছি আমি আমার জীবনের ক্ষেএেও। সবমিলিয়ে লাইফটা একেবারে ট্রাজেডিতে পরিণত হয়ে গিয়েছে। একটা সময় ছিল যখন আমার বাংলা ব্লগ স্টিমিট প্লাটফর্ম লিড করতো। আমাদের কমিউনিটি ছিল স্টিমিট এর সেরা। এটা অবশ্যই সম্ভব হয়েছিল দাদার জন্য। উনার অবদান ছাড়া এটা কোনভাবেই সম্ভব ছিল না। কিন্তু আজ চোখের সামনে যখন এই কমিউনিটির এমন অবস্থা দেখছি সত্যি খুব খারাপ লাগছে। একটা সময় যখন ডিসকোর্ডে কথাবার্তা আড্ডা লেগেই থাকতো সেই ডিসকোর্ড এখন ফাঁকা। ডিসকোর্ডে কথা বন্ধ হলো, রবিবারের আড্ডা বন্ধ হলো। বন্ধ হলো সাপ্তাহিক হ্যাংআউট। এবং আজ থেকে কমিউনিটির মোটামুটি সব কার্যক্রম বন্ধ। এমনটা হবে সেটা কখনও চিন্তা করিনি। শুধু আমি না কেউই হয়তো চিন্তা করেনি।
নতুন বছরের শুরুতেই যখন এমন কিছু ঘটে গিয়েছে তখন আর নতুন করে শুরু করার ইচ্ছা একেবারেই হয় না। সত্যি বলতে ঐরকম ইচ্ছা উদ্দীপনা পাই না মোটেই। যাইহোক তারপরও নতুন বছরে সবাইকে অভিনন্দন। আশাকরি নতুন বছরটা আপনাদের বেশ ভালো কাটবে। আপনারা বেশ উপভোগ করবেন নতুন বছরটা। বিগত বছরের করা ভুলগুলো পূণরায় করবেন না। নিজেদের এগিয়ে নিয়ে যাবেন নতুন উদ্দ্যমে। যাই করি যদি সবকিছু ঠিক থাকে তাহলে আমার বাংলা ব্লগে অন্তত আমার লেখা চলমান থাকবে যেহেতু কমিউনিটি বন্ধ হচ্ছে না। যাইহোক সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আশাকরি পূণরায় আমার বাংলা ব্লগের সকল কার্যক্রম আবার চালু হবে। দাদা আবার সব শুরু করবেন এমনটাই প্রত্যাশা করি।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।



.png)



Daily task
https://x.com/i/status/2006635520911356334
https://x.com/i/status/2006635778445828540
আমার বাংলা ব্লগ একটা সময় ছিলো প্রতিদিন প্রতিটি মুহূর্ত আমরা সবাই একসাথে উপভোগ করেছি।কিন্তু হঠাৎ করে কি থেকে যে কি হয়ে গেলো বুঝতেই পারলাম না।কিছু মানুষের স্বার্থের জন্য সুন্দর একটা পরিবার নষ্ট হয়ে গেলো।আমার বাংলা ব্লগ শুধু টাকা ইনকামের জন্য না এটা ছিলো সবার প্রাণের স্পন্দন এখানে হাসি আনন্দ সবকিছুই ছিলো কিন্তু এখন আর সেই আনন্দ পাই না তাই তো কাজের আগ্রহ হারিয়ে ফেলেছি।তবে কখনোই কাজ বন্ধ করবো না আমি আমার মতো করেই লিখবো হয়তো প্রতিদিন পারবো না তবে সারাজীবন এভাবেই থাকবো।নতুন বছর আপনার সকল কষ্ট গুলো দূর করে দিক সেই সাথে আবার যেনো আমরা একত্রিত হতে পারি সেই প্রার্থনা করি।শুভকামনা নিরন্তর ভাই। ❤️❤️