আর্ট || ভিন্ন ধরনের পেঁচার সাদা কালো আর্ট
আসসালামু আলাইকুম
আপনা সবাই কেমন আছেন? আশা করি, সবাই অনেক অনেক ভালো আছেন। আমি এখনও অসুস্থ সুস্থ হয়ে উঠতে পারিনি। তারজন্য কোনো কাজই সময় মতো হয়ে উঠে না। একজন অসুস্থ থাকলে বাকিরা সব সামলে নেওয়া যায়। কিন্তু সবাই অসুস্থ থাকলে নিজেকে সামলানো কষ্টকর হয়ে যায়।
বন্ধুরা , আজকের ব্লগে আপনাদের সাথে একটি আর্ট শেয়ার করব। এটি একটি সাদা কালো আর্ট। আপনারা সবাই জানেন যে, আমি এই ধরনের আর্ট করতে অনেক বেশি পছন্দ করি। আমি আমার অবসর সময়ে বিভিন্ন ধরনের আর্ট করে থাকি। তবে আর্ট করার ক্ষেত্রে আমি সাদা কালো এবং রঙ্গিন আর্ট দু'টোই করে থাকি। যাইহোক, আজকে আপনাদের সাথে ভিন্ন ধরনের সাদা কালো আর্ট শেয়ার করব। এটি একটি গাছের ডালে বসে থাকা পেঁচার সাদা কালো আর্ট। এ ধরনের আর্ট করার ক্ষেত্রে অনেক ধৈর্য এবং সময়ের ব্যাপার। তবে আমি এই ধরনের আর্ট করার ক্ষেত্রে সময়ের কথা বিবেচনা করি না। সময় বেশি গেলেও আমি নিখুঁতভাবে কাজটি করার চেষ্টা করি।
প্রয়োজনীয় উপকরণ:
● সাদা আর্ট পেপার
● কালো কলম
● পেন্সিল
🦉১ম ধাপ🦉
![]() | ![]() |
---|
প্রথমে পেন্সিলের সাহায্যে লাভের মতো করে পেঁচার মাথা এঁকে নেব।
🦉২য় ধাপ🦉
![]() | ![]() |
---|
এবার আবারও লাভের মতো ডিজাইন করে পেঁচার নিচের অংশ এঁকে নেব।
🦉৩য় ধাপ🦉
![]() | ![]() |
---|
এবার গাছের ডাল এঁকে নেব।
🦉৪র্থ ধাপ🦉
![]() | ![]() |
---|
এবার সম্পূর্ণ আর্ট কালো কলমের সাহায্যে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম।
🦉 শেষ ধাপ🦉
![]() | ![]() |
---|
এবার পেটের মাঝখানের লাভ কালো কালার করে নেব। এভাবে আরও কিছু অংশ কালো করে নেব। তাহলেই হয়ে যাবে আমার আজকের ভিন্ন ধরনের পেঁচার সাদা কালো আর্ট।
সবশেষে আর্টের পাশে আমার সাইন দিয়ে দেব। এই ধরনের সুন্দর ও ইউনিক আর্ট করতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের মাঝে চেষ্টা করেছি প্রতিটা ধাপ সুন্দরভাবে উপস্থাপন করতে জানিনা কতটুকু পেরেছি। আমার এই আর্টের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো আর্টের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকেন।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।






Support @heroism Initiative by Delegating your Steem Power

আপনার অসুস্থতার কথা জেনে খারাপ লাগলো আপু। আশা করি খুব দ্রুত সুস্থ্য হয়ে উঠবেন। যাক, অসুস্থতার মাঝেও চমৎকার একটি আর্ট শেয়ার করলেন। এমন আর্টগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার। তবে সুন্দর হয়েছে অনেক
ভাইয়া পোস্ট করতে না পারলে ভালো লাগে না তাই অসুস্থ থাকলেও চেষ্টা করি ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
আপনি এখানো অসুস্থ আছেন জেনে খারাপ লাগলো। সৃষ্টিকর্তা যেনো খুব দ্রুত আপনার সুস্থতা দান করেন এই কামনাই করি। যাইহোক অসুস্থ থাকার পরও খুবই চমৎকার একটি সাদা কালো পেঁচার আর্ট শেয়ার করেছেন দেখে ভীষণ ভালো লাগলো। আপনি ঠিক বলেছেন এধরনের আর্ট গুলো করতে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন হয়। তবে আপনি সময় নিয়ে অনেক সুন্দর ভাবে পেঁচার আর্টটি সম্পন্ন করেছেন। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো।
ভাইয়া আপনাদের দোয়ায় আমি এখন ভালো আছি। হ্যাঁ ভাইয়া এই ধরনের আর্ট করতে অনেক সময় লাগে। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
চিত্রগুলো খুবই ভালো লাগে আমার। আপনার চিত্র অংকন খুবই সুন্দর হয়েছে। প্রতি সপ্তাহে একটি করে চিত্র অংকন আমাদের মাঝে শেয়ার করেন। পেঁচার চিত্রটি দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। সত্যিই আপনার দক্ষতা অসাধারণ।
আমার আর্ট আপনার কাছে ভালো লাগে জেনে খুশি হলাম। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
পেঁচা আগে অনেক দেখা যেতো। তবে এখন আর আগের মতো দেখা যায় না। পেঁচার সাদা কালো আর্ট এর মাধ্যমে চমৎকার ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। আপনার ভিন্ন রকম আর্ট গুলো দেখলে অনেক ভালো লাগে। এভাবেই এগিয়ে যান ধন্যবাদ আপনাকে আপু।
ঠিক বলেছেন ভাইয়া পেঁচা এখন আর আগের মতো দেখা যায় না। আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।
প্রথমে প্যাঁচার দৃশ্য অঙ্কন করে পরবর্তীতে সেটা গাঢ় রং দিয়ে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন দেখতে খুবই সুন্দর লাগছে আপু। চোখ ধাঁধানো একটি সাদা কালো আর্ট অঙ্কন করে আমাদের মাঝে ফুটিয়ে তোলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
প্রশংসা করার জন্য অনেক ধন্যবাদ।
সত্যি প্রশংসনীয় একটি আর্ট করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। যেখানে কিছুটা লাভের দৃশ্য আবার দৃশ্য সামঞ্জস্য বজায় রেখে সুন্দরভাবে অঙ্কন কাজ সম্পন্ন করেছেন। আমার কাছে খুবই ভালো লাগলো আপনার সুন্দর এই আর্ট দেখে।
আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
ভিন্ন ধরনের পেঁচার সাদা কালো আর্ট টি দেখতে ভীষণ সুন্দর লাগছে। ম্যান্ডেলা আর্ট গুলো করতে অনেক ধৈর্য ও সময়ের প্রয়োজন হয়। দেখে বোঝা যাচ্ছে আপনি খুব সময় নিয়ে আটটি সম্পন্ন করেছেন। ভিন্ন ধরনের প্যাচার ম্যান্ডেলা আর্ট টি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর্ট এর প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। সুন্দর একটা ম্যান্ডেলা আর্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।
হ্যাঁ আপু এই আর্ট করতে আমার অনেক সময় লেগেছিল আর আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।
আপনার অংকন করা সাদা কালো ভিন্ন রকমের এই পেঁচার আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে দেখতে। সাদা কালো আর্টগুলো অনেক সুন্দর হয়ে থাকে। আর এগুলো দেখলে আমি মুগ্ধ হয়ে যাই। ডালের মধ্যে এই পেঁচাটা বসে রয়েছে, এই দৃশ্য সুন্দর করে তুলে ধরেছেন আপনি। অনেক বেশি কিউট লাগছে সাদা কালো পেঁচাটাকে। ধৈর্য এবং সময় ব্যবহার করে আপনি পুরো আর্ট সম্পূর্ণ করেছেন দেখে খুব ভালো লাগলো। দক্ষতা সম্পূর্ণ এই কাজটা সুন্দর করে শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।
গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
সাদা কালো আর্ট আমার কখনো করা হয়নি।কিন্তু আপনার সাদাকালো আর্ট গুলো দেখে আমারও এরকম আর্ট করার ইচ্ছা জেগেছে। এর আগের দিনের সাদাগুলো আর্টটিও খুব সুন্দর হয়েছিলো। আজকের পেঁচার আর্টটি অনেক কিউট লাগছে দেখতে। ভিতরের ছোট ছোট ডিজাইনগুলোর কারণে আরো ভালো লাগছে।
আপু যেহেতু আপনার সাদা কালো আর্ট করতে ইচ্ছে করে তাহলে ঝটপট একটি আর্ট করে নেবেন। আপনার আর্ট দেখার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।
এটা জেনে খুবই ভালো লাগলো যে আপনি আপনার অবসর সময়ে এরকম সুন্দর সুন্দর অংকন শেয়ার করে থাকেন। সাদাকালো অঙ্কন গুলো করতে আপনি অনেক বেশি পছন্দ করেন জেনে খুশি হলাম দারুন কিছু প্যাঁচার সাদাকালো অংকন আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে চমৎকারভাবে শেয়ার করার জন্য।
হ্যাঁ ভাইয়া অবসর সময়ে এই ধরনের আর্ট করতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।