ঐতিহ্যবাহী গরুর গাড়ি এখন প্রায় বিলুপ্তির পথে
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
বুধবার, ২৬ ই মার্চ ২০২৫ ইং
এক সময় বাংলাদেশের গ্রামীণ জীবনে গরুর গাড়ি ছিল অন্যতম গুরুত্বপূর্ণ পরিবহন মাধ্যম।গ্ৰামের মানুষের যে কোন ধরনের মালামাল পরিবহন থেকে শুরু করে যাত্রী পরিবহন পর্যন্ত যাবতীয় মালামাল পরিবহন করা হতো এই গরুর গাড়ি। গরুর গাড়ি ছিল এক সময় আমাদের দেশের প্রতিটি গ্ৰাম এলাকার প্রধান মাধ্যম। মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য এই এই ঐতিহ্যবাহী গরুর গাড়ি ব্যবহার করেছিল।আর এই গরুর গাড়ি চালানোর জন্য প্রয়োজন ছিল না কোন অভিজ্ঞতাসম্পন্ন চালক।যে কেউ খুব সহজেই এই গাড়ি পরিচালনা করতে পারতেন।এক সময় গ্ৰাম এলাকার প্রতিটি ঘরে ঘরে এই গরুর গাড়ি ছিল।সে সময় সকল মানুষেরা দুটি করে গরু কিনে এবং বাঁশের তৈরি করা গরুর গাড়ি ব্যবহার করে যাবতীয় কাজ সম্পন্ন করেছিলেন।
কিন্তু আজ আধুনিকতার ছোঁয়া পেয়ে আমার এই ঐতিহ্যবাহী গরুর গাড়ি হারিয়ে ফেলেছি। এখন এই গরুর গাড়ি প্রায় বিলুপ্তির পথে।এক সময় গ্ৰামে গেলেই এরকম গরুর গাড়ি গুলো দেখতে পাওয়া যেত। এখন গ্ৰাম এলাকার মধ্যে এরকম তেমন কোন গরুর গাড়ি নেই। এখন সবাই আধুনিক প্রযুক্তির যানবাহন ব্যবহার করে থাকে। এখন আর মানুষ গরুর গাড়ি ব্যবহার করতে চান না। তবে, আধুনিক প্রযুক্তির যানবাহনের তুলনায় গরুর গাড়ির মধ্যে খরচ অনেক টা কম ছিল। আধুনিক প্রযুক্তির যানবাহন যে কোন সময় বিকল হয়ে যেতে পারে। কিন্তু আমাদের ঐতিহ্যবাহী গরুর গাড়ির কোন বিকল হওয়ার সম্ভাবনা ছিল না। তবে, গরুর বয়স বৃদ্ধি পেলে গরু পরিবর্তন করতে হতো।এতে খুব একটা বেশি খরচ হতো না।
গরুর গাড়ি পুরো পৃথিবীর মধ্যে বিলুপ্ত হয়ে গেলে ও আমাদের গ্ৰামের একজন মানুষ এখন পর্যন্ত এই গরুর গাড়ি কে টিকিয়ে রেখেছে।এটা আমাদের জন্য বেশ ভালো।এক সময় আমাদের গ্ৰামের প্রায় মানুষের গরুর গাড়ি ছিল। এমনকি আমাদের নিজের দুটো গরুর গাড়ি ছিল, কিন্তু এখন আর নেই। এরকম আমার দেখা মতে অনেক মানুষের গরুর গাড়ি এখন আর নেই। যাইহোক, আমাদের গ্ৰামের একজন কৃষক এখন পর্যন্ত এই ঐতিহ্যবাহী গরুর গাড়ি কে টিকিয়ে রাখতে পারছে, এটাই অনেক বেশি।যে লোক টি এই গরুর গাড়ি টি টিকিয়ে রেখেছেন সে ছোট বেলা থেকেই এই গরুর গাড়ি চালিয়েছিল। তাকে আমরা একদিন জিজ্ঞেস করেছিলাম তার এই গরুর গাড়ি আরো কতদিন পর্যন্ত থাকবে?
সে উত্তরে বলেছিলেন আমি যতদিন এই গরুর গাড়ি চালাতে পারবো, ততদিন পর্যন্ত এই গরুর গাড়ি রাখার চেষ্টা করবো।তার এ কথা শুনে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। গরুর গাড়ি বিলুপ্তির যুগে এখন পর্যন্ত সে তার গরুর গাড়ি টিকিয়ে রেখেছে, এটা তার কাছে থেকে আমাদের বড় একটি পাওয়া। প্রায় সময় দেখা যায় আমাদের রংপুর জেলার বিভিন্ন জায়গা থেকে এই গরুর গাড়ি দেখতে আসেন। এছাড়া ও ধানের সিজনে অনেক টিভি চ্যানেল থেকে এই গরুর ভিডিও ক্লিপ নিয়ে গিয়ে তাদের টিভি চ্যানেলের মধ্যে আপলোড করেন। আমাদের এলাকার এই গরুর গাড়ি টি বেশ ভাইরাল একটি গরুর গাড়ি। কেননা এটি ছাড়া দ্বিতীয় আর কোন গরুর গাড়ি নেই আমাদের এলাকার মধ্যে।
সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়ে যাবে, এটাই চিরন্তন সত্য। মানুষ সময়ের সাথে তাল মিলিয়ে চলবে।যে গরুর গাড়ি এক সময় আমাদের দেশের গ্ৰাম বাংলার প্রতিটি মানুষের চলার সাথী ছিল। এখন সেই গরুর গাড়ি এখন আর নেই।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
| Device | iPhone 11 |
|---|---|
| Camera | 11+11 MP |
| County | Bangladesh |
| Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness







daily task
link
2.https://x.com/Riyadx2P/status/1904775380843504106?t=uDO6Ux95Rd_eUrjaf9oapw&s=19
3.https://x.com/Riyadx2P/status/1904546715971313790?t=uDO6Ux95Rd_eUrjaf9oapw&s=19
SS
একটা সময় এটার অনেক প্রচলন ছিল। কিন্তু এখন এটা দেখা যায় না বললেই চলে। আমি আজ অনেক বছর পরে দেখলাম। আমাদের দিকেও গরুর গাড়ি একেবারেই দেখা যায় না। সবমিলিয়ে চমৎকার ছিল আপনার পোস্ট টা ভাই। বেশ সুন্দর লিখেছেন। ধন্যবাদ আপনাকে।।