সবুজের এক নীরব গল্প
এমন কিছু কিছু জায়গা থাকে, যেখানে পৌঁছালেই মন এমনিতেই শান্ত হয়ে যায়। কারণ সেখানে কোনো কোলাহল থাকে না, থাকে না কোনো তাড়াহুড়োর ব্যাপার। যেটা থাকে, সেটা হলো প্রকৃতির সঙ্গে নিঃশব্দ পথচলার মতো। এই ছবিগুলোর মাধ্যমে এখানে ঠিক সেই রকমই অনুভূতির বহিঃপ্রকাশ ঘটেছে । এখানে যেমন একটা শান্ত জলাশয় রয়েছে এবং তার চারপাশ ঘিরে রয়েছে ঘন সবুজ গাছপালা। জলের দিকে তাকালে দেখা যাবে যেনো, প্রকৃতি এক নিখুঁত প্রতিফলন তৈরি করেছে। জলের ওপর হালকা ঢেউ, যেন হিমেল হাওয়ার ছোঁয়ায় প্রকৃতি নিজেই নিজের ছবি তৈরী করছে। প্রকৃতির নীরবতাই সবচেয়ে বেশি সুন্দর।
এখানে আরো একটা দৃশ্যের মাঝে গভীর ভাবনার বিষয় লুকিয়ে আছে। এখানে একটা বিরাট ঐতিহ্যবাহী গাছের দৃশ্য রয়েছে, যার কাহিনী অনেক বছরের। অনেক বছরের পুরোনো একটি গাছ। এইগুলো এমনভাবে বৃদ্ধি পেয়েছে যে, দেখলে বহুমুখী দৃশ্য চোখে পড়বে অর্থাৎ কান্ডগুলো এমনভাবে চলে গেছে যে, দাঁড়িয়েও আছে আবার শুয়েও আছে বলে মনে হবে। এইসব গাছের শিকড়গুলো এমনভাবে মাটিতে বেড়ে উঠেছে, যে বছরের পর বছর এইভাবে একটা বিশাল আকৃতি ধারণ করেছে। এইসব গাছ যেনো প্রকৃতির দান করা অমূল্য রত্ন। বছরের পর বছর ঝড়ের পরেও এখনও দাঁড়িয়ে আছে।

