আনন্দ রিভারভিউ পার্ক এন্ড রিসোর্ট থেকে তোলা কিছু ফটোগ্রাফি

in #photography4 days ago

আসসালামু আলাইকুম,

বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করবো। ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি। তবে বেশিরভাগ সময় আমি ফুলের ফটোগ্রাফি ক্যাপচার করি। কারণ ফুল আমার খুবই পছন্দ এবং ফুলের ফটোগ্রাফি করতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। তবে মাঝেমধ্যে ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি ক্যাপচার করার চেষ্টা করে থাকি। যেমন প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে আমার খুব ভালো লাগে। যাইহোক বেশ কিছুদিন আগে নারায়ণগঞ্জের বন্দর থানায় অবস্থিত আনন্দ রিভারভিউ পার্ক এন্ড রিসোর্টে পরিবার নিয়ে ঘুরতে গিয়েছিলাম। এর আগেও আমরা সেই পার্কে ঘুরতে গিয়েছিলাম।


কারণ সেই পার্কের পরিবেশটা খুবই সুন্দর। এককথায় বলতে গেলে গ্রামীণ ফিল পাওয়া যায়। তাছাড়া সেই পার্কের এরিয়া বেশ বড়। আমরা সেদিন ম্যাজিক হুইল রাইডে চড়েছিলাম এবং পার্কে অনেকক্ষণ ঘুরাঘুরি করেছিলাম। তাছাড়া পার্কের পূর্ব পাশে অবস্থিত নদীর পাড়ে গিয়ে এককথায় দুর্দান্ত সময় কাটিয়েছিলাম। পাশাপাশি আমি কিছু ফটোগ্রাফি ক্যাপচার করেছিলাম। আসলে বিকেলে নদীর পাড়ে সময় কাটাতে আমার বরাবরই খুব ভালো লাগে। তাছাড়া পার্কে থাকা মিনি চিড়িয়াখানার মধ্যে থাকা কিছু জীবজন্তু দেখেছিলাম। বিশেষ করে হরিণ গুলো দেখে সবচেয়ে বেশি ভালো লেগেছিল। তাছাড়া বেশ কয়েক ধরনের ফুল দেখেছিলাম সেই পার্কে। যাইহোক ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।


20250831_165110.jpg

20250831_173415.jpg

20250831_173608.jpg

20250831_173126.jpg

20250831_173349.jpg


বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।



বিষয়ফটোগ্রাফি
ফটোগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy S24 Ultra
তারিখ৫.১.২০২৬
লোকেশনবন্দর,নারায়ণগঞ্জ,বাংলাদেশ

Posted using SteemMobile