শীতলক্ষ্যা নদীর বেশ কিছু ফটোগ্রাফি

in #photography3 days ago

আসসালামু আলাইকুম,

বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করবো। ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি। তবে বেশিরভাগ সময় আমি ফুলের ফটোগ্রাফি ক্যাপচার করি। কারণ ফুল আমার খুবই পছন্দ এবং ফুলের ফটোগ্রাফি করতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। তবে মাঝেমধ্যে ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি ক্যাপচার করার চেষ্টা করে থাকি। যেমন প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে আমার খুব ভালো লাগে।


যাইহোক আজকে আমি শীতলক্ষ্যা নদীর বেশ কিছু ফটোগ্রাফি শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শীতলক্ষ্যা নদী আমার বাসার মোটামুটি কাছাকাছি অবস্থিত হওয়ায় প্রায়ই শীতলক্ষ্যা নদীর পাড়ে যাওয়া হয় আমার। বিশেষ করে বিকেলে শীতলক্ষ্যা নদীর পাড়ে সময় কাটাতে আমার খুব ভালো লাগে। বিশেষ করে গরমের দিন বিকেলে নদীর পাড়ে সময় কাটাতে সবচেয়ে বেশি ভালো লাগে। তাছাড়া আমি প্রায়ই নবীগঞ্জ ঘাট, বন্দর ঘাট এবং সাধূর ঘাট দিয়ে শীতলক্ষ্যা নদী পারাপার হই। তো নদী পার হওয়ার সময় প্রায়ই ফটোগ্রাফি করার চেষ্টা করি। তাছাড়া মাঝেমধ্যে ভিডিওগ্রাফি ক্যাপচার করে থাকি। এই ফটোগ্রাফি গুলো আমি বিভিন্ন সময়ে ক্যাপচার করেছিলাম। যাইহোক ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।


Notes_260108_201756_7dc.jpg

Notes_260108_201754_6be.jpg

Notes_260108_201804_d2d.jpg

Notes_260108_201802_7ba.jpg

Notes_260108_201759_285.jpg


বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।



বিষয়ফটোগ্রাফি
ফটোগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy Note 20 Ultra 5g
তারিখ৮.১.২০২৬
লোকেশননারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ

Posted using SteemMobile