কিছু প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি

in #photography26 days ago

আসসালামু আলাইকুম,

বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করবো। ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি। তবে বেশিরভাগ সময় আমি ফুলের ফটোগ্রাফি ক্যাপচার করি। কারণ ফুল আমার খুবই পছন্দ এবং ফুলের ফটোগ্রাফি করতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। তবে মাঝেমধ্যে ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি ক্যাপচার করার চেষ্টা করে থাকি। যেমন প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে আমার খুব ভালো লাগে। যাইহোক আজকে আমি কিছু প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ


আসলে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে আমার বরাবরই খুব ভালো লাগে। তবে ব্যস্ততার কারণে সবসময় প্রকৃতির কাছাকাছি যাওয়ার সুযোগ হয়ে উঠে না। তাছাড়া চারিদিকে বাড়িঘর এবং কলকারখানা নির্মাণ করার ফলে,খোলামেলা জায়গা খুঁজে পাওয়া মুশকিল। তবে সময় সুযোগ পেলে ঠিকই প্রকৃতির কাছাকাছি চলে যাই। তো বেশ কিছুদিন আগে বিশনন্দী গিয়েছিলাম ব্যক্তিগত কাজে এবং কাজ শেষ করে যখন মেঘনা নদীর তীরে গেলাম, তখন চারপাশের সৌন্দর্য দেখে মনটা ভরে গিয়েছিল। তো সেখান থেকে বাসায় ফেরার পথে, রাস্তায় নেমে ব্রিজের উপর দিয়ে হাঁটাহাঁটি করে, আরও কিছু প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি ক্যাপচার করেছিলাম। যাইহোক ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।


20250423_133055.jpg

20250423_133039.jpg

20250423_143537.jpg

20250423_151728.jpg

20250423_143517.jpg


বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।



বিষয়ফটোগ্রাফি
ফটোগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy S24 Ultra
তারিখ২.১.২০২৬
লোকেশনবাংলাদেশ

Posted using SteemMobile