বারবিকিউ পার্টি থেকে তোলা কিছু ফটোগ্রাফি

in #photography3 days ago

আসসালামু আলাইকুম,

বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করবো। ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি। তবে বেশিরভাগ সময় আমি ফুলের ফটোগ্রাফি ক্যাপচার করি। কারণ ফুল আমার খুবই পছন্দ এবং ফুলের ফটোগ্রাফি করতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। তবে মাঝেমধ্যে ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি ক্যাপচার করার চেষ্টা করে থাকি। যেমন প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে আমার খুব ভালো লাগে।


যাইহোক আজকে আমি বারবিকিউ পার্টি থেকে তোলা কিছু ফটোগ্রাফি শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রতি বছরের ন্যায় এবারও থার্টি ফার্স্ট নাইটে বন্ধুদের সাথে বারবিকিউ পার্টি করেছিলাম। আসলে শীতকালে বিভিন্ন ধরনের মাছ এবং মুরগি বারবিকিউ খেতে দারুণ লাগে। তাছাড়া বন্ধুদের সাথে এভাবে সময় কাটানোর মজাই আলাদা। তবে বারবিকিউ পার্টি করতে গেলে আগে থেকে প্রস্তুতি নিতে হয়। কারণ মাছ মাংস কিনে কয়েক ঘন্টা মেরিনেট করে রাখতে হয়। তাহলে বারবিকিউ করার পর স্বাদ অনেকাংশে বৃদ্ধি পায়। আমরা সেদিন ১৫ জনের আয়োজন করেছিলাম এবং সবমিলিয়ে দুর্দান্ত সময় কাটিয়েছিলাম আমরা। ফাঁকে ফাঁকে আমি কিছু ফটোগ্রাফি ক্যাপচার করেছিলাম। যাইহোক ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।


Notes_260109_204315_6d2.jpg

Notes_260109_204304_bc3.jpg

Notes_260109_204308_c70.jpg

Notes_260109_204306_d15.jpg

Notes_260109_204318_5f7.jpg

Notes_260109_204321_f0e.jpg

Notes_260109_204311_469.jpg


বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।



বিষয়ফটোগ্রাফি
ফটোগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy S24 Ultra
তারিখ৯.১.২০২৬
লোকেশননারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ

Posted using SteemMobile

Sort:  

@mohinahmed, thank you very much for following Superwin. If you need anything, be sure to knock. We are always ready to help.”